Write a paragraph within 100 words on ‘A Book You Have Recently Read’ with the help of the following points: [নীচের সূত্রগুলির সাহায্যে ১০০ শব্দের মধ্যে ‘তােমার সম্প্রতি পড়া একটি বই’ এর ওপর একটি অনুচ্ছেদ রচনা করাে:]
Points:- Introduction—writer of the book-story element—its impact upon you-conclusion
Ans:
A BOOK I HAVE RECENTLY READ
I have recently read ‘Koni’, a novel by Moti Nandi. It is an inspirational story of a swimmer called Koni and her coach Khidda. Koni’s original name is Kanakchampa Pal. Khidda’s original name is Khitish Sinha. Koni is a girl from a poor family living in a slum. Khidda is a ruthless but determined coach. He is determined to make Koni a champion. Koni fights all odds and fulfills her coach’s dream. This is actually a story of true determination and sportsman spirit. It shows that if anything is done passionately, success is sure to come. Besides, there is no alternative to hard work. After reading Koni’s story I also feel inspired. I have read the book many a time but the book is yet to lose its charm.
আমি সম্প্রতি মতি নন্দীর লেখা একটা উপন্যাস, ‘কোনি’ পড়েছি। এটা কোনি নামক একজন সাঁতারু আর তার কোচ ক্ষিদ্দার অনুপ্রেরণাদায়ী কাহিনি। কোনির আসল নাম কনকচাঁপা পাল। ক্ষিদ্দার আসল নাম ক্ষিতীশ সিংহ। কোনি বস্তিতে থাকে এমন একটি গরিব পরিবারের মেয়ে। ক্ষিদ্দা নির্মম কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ কোচ। তিনি কোনিকে চ্যাম্পিয়ন করার জন্য বদ্ধপরিকর। সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে কোনি তার কোচের স্বপ্ন পূরণ করে। এটি প্রকৃতপক্ষে সত্যিকার দৃঢ় সংকল্প এবং খেলােয়াড়সুলভ মানসিকতার কাহিনি। এটা দেখায় যে কোনাে কিছু আবেগ দিয়ে করলে সাফল্য আসবেই আসবে। তা ছাড়া কঠোর পরিশ্রমের কোনাে বিকল্প নেই কোনির কাহিনি পড়ার পর আমিও উজ্জীবিত বােধ করছি। বহুবার বইটা পড়েছি, কিন্তু এখনও তার আকর্ষণ হারায়নি।
Read Also
Write a letter to your friend about a place you visited recently during your holidays
Tokyo Olympics, a short paragraph writing | Paragraph/Essay writing on Tokyo olympics
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।