Write a report on Boat capsized on the basis of the following points: [নীচের সূত্রগুলির ভিত্তিতে নৌকাডুবির ওপর একটি প্রতিবেদন লেখাে:]
Points: Incident: Boat capsized; Place: Babughat; Date: 8 July; Casualties: 12 killed, 10 swam ashore, 9 others missing; Rescue work: By river police; Cause: Overloaded condition; Arrest: Boatman
Ans:-
BOAT CAPSIZES, 12 FEARED DROWNED
-By Ajanta Patranabish
Kolkata, July 9: Twelve people are feared dead and nine others missing in a boat capsize in the Ganga at Babughat ferryghat yesterday at around six in the evening. Agonised screams and wails soon filled the place. It is suspected that the boat was carrying passengers beyond capacity. Six passengers have been rescued by the ferrymen. The river police and the rescue team have been deployed to look for the missing passengers. Ten persons are reported to have swam ashore safely. The rescue operation is going on in full swing even late at night. The boatman has been arrested.
নৌকা উলটে ১২ জনের ডুবে যাওয়ার আশঙ্কা
—অজন্তা পত্ৰনবিশ দ্বারা
কলকাতা, জুলাই ৯: গতকাল সন্ধ্যা ছটা নাগাদ বাবুঘাট ফেরিঘাটে গঙ্গায় নৌকা উলটে যাওয়ায় ১২ জনের মৃত্যু এবং অন্য ৯ জন নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুকফাটা আর্তনাদ ও কান্নায় জায়গাটা ভরে ওঠে। সন্দেহ করা হচ্ছে যে নৌকাটিতে বহন ক্ষমতার অতিরিক্ত লােকজন তােলা হয়েছিল। নৌকার মাঝিদের দ্বারা ৬ জন লােককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে জলপুলিশ এবং উদ্ধারকারী দলকে কাজে লাগানাে হয়েছে। দশজন যাত্রী সাঁতরে নিরাপদে পাড়ে উঠতে পেরেছে বলে জানা গেছে। গভীর রাত পর্যন্ত উদ্ধারের কাজ পূর্ণ উদ্যমে জারি রয়েছে। নৌকার মাঝিকে গ্রেফতার করা হয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।