Study the following points and write a short biography of Maqbool Fida Husain with the help of these points: [নীচের সূত্রগুলির সাহায্যে সংক্ষেপে মকবুল ফিদা হুসেনের একটি জীবনী রচনা করাে:]
Points: Birth date and place: 17 Sept., 1915, Pandharpur, Bombay Presidency, British IndiaTraining: Sir J.J. School of Art-Nationality: Indian, Qatari (2010-2011)_Field of interest: Painting, drawing, writing, film making-Works: Mother India, Illustration for Ramayana and Mahabharata-Awards: Padma Shri, Padma Bhushan, Padma Vibhushan Death: 9 June, 2011, London.
Ans:
MAQBOOL FIDA HUSAIN
Maqbool Fida Husain was born as an Indian but died as a Qatari. As a painter, he was acclaimed worldwide. He was born on 17 September, 1915 at Pandharpur in Bombay Presidency in British India. He got the formal training in art in Sir J.J. School of Art. He showed his brilliance not only in the field of drawing and painting but also in the domain of film and literature. Two films made by him, namely ‘Through the Eyes of a Painter’ and ‘Gaja Gamini’ are quite famous. His painting titled “Mother India’ and illustrations of the Ramayana and the Mahabharata were widely acclaimed by critics all over the world. He received Padma Shri, Padma Bhushan and Padma Vibhushan, the second highest civilian award in India. In 2010, he was compelled to leave his motherland and to take the citizenship of Qatar. On 9 June, 2011, this great artist died in London.
মকবুল ফিদা হুসেন
মকবুল ফিদা হুসেন জন্মেছিলেন ভারতীয় হিসেবে, কিন্তু মারা যাওয়ার সময় তিনি ছিলেন কাতারের নাগরিক। চিত্রশিল্পী হিসেবে তিনি সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছেন। ব্রিটিশ ভারতের বােম্বাই প্রেসিডেন্সির পান্ধারপুরে, ১৯১৫ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর তার জন্ম হয়। তিনি স্যার জে. জে. আর্ট স্কুলে শিল্পকলায় প্রথাগত শিক্ষালাভ করেন। কেবল আঁকা বা চিত্রশিল্পে নয়, তিনি তাঁর মনীষা দেখিয়েছেন সিনেমা এবং সাহিত্যের ক্ষেত্রেও। তাঁর তৈরি করা দুটি সিনেমা—‘থ্রু দ্য আইজ অভ আ পেইন্টার’ এবং ‘গজগামিনী’ বেশ খ্যাতিও লাভ করেছিল। তার আঁকা ছবি ‘মাদার ইন্ডিয়া এবং রামায়ণ ও মহাভারত বই দুটিতে আঁকা তার ছবিগুলাে সারা পৃথিবীর সমালােচকদের প্রশংসা লাভ করেছে। তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক খেতাব, লাভ করেছেন। ২০১০ খ্রিস্টাব্দে তিনি তাঁর মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং কাতারের নাগরিকত্ব নিয়েছিলেন। ২০১১ খ্রিস্টাব্দের ৯ জুন এই মহান শিল্পী লন্ডনে মৃত্যু বরণ করেন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।