প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা বিড়াল প্রবন্ধ রয়েছে। প্রবন্ধ থেকে সম্ভাব্য সমস্ত MCQ প্রশ্ন উত্তর গুলি আমরা এখানে দিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ
Semester – I (প্রবন্ধ)
বিড়াল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর (Biral MCQ Question Answer)
সঠিক উত্তরটি নির্বাচন করো (General Type MCQ)
১. ‘বিড়াল’ প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়—
(ক) হিতবাদী
(খ) সাধনা
(গ) বঙ্গদর্শন
(ঘ) সমাচার দর্পণ
উত্তর: (গ) বঙ্গদর্শন
২. ‘কমলাকান্তের দপ্তর’ প্রকাশিত হয়—
(ক) ১৮৭০ সালে
(খ) ১৮৭৫ সালে
(গ) ১৮৭৭ সালে
(ঘ) ১৮৮০ সালে
উত্তর: (খ) ১৮৭৫ সালে
৩. “দেয়ালের উপর … প্রেতবৎ নাচিতেছে”–যার কথা বলা হয়েছে—
(ক) হ্যারিকেনের আলো
(খ) চঞ্চল ছায়া
(গ) ঝুলে আটকে থাকা মাকড়সা
(ঘ) ক্যালেন্ডার
উত্তর: (খ) চঞ্চল ছায়া
৪. “…হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না।”—কমলাকান্ত যা বুঝতে পারেননি—
(ক) কীভাবে ওয়াটার্লুর যুদ্ধে জয় সম্ভব
(খ) দেয়ালে কীসের নাচ চলছে
(গ) প্রসন্ন গোয়ালিনির দেরির কারণ
(ঘ) ‘মেও’শব্দটির তাৎপর্য
উত্তর: (ঘ) ‘মেও’শব্দটির তাৎপর্য
৫. মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল—
(ক) ল্যাজ নাড়ছিল
(খ) গড়গড় আওয়াজ করছিল
(গ) কমলাকান্ডের কোলে উঠে বসেছিল
(ঘ) মধুর স্বরে ‘মেও’ ডাকছিল
উত্তর: (ঘ) মধুর স্বরে ‘মেও’ ডাকছিল
৬. ‘মেও’ শব্দে মার্জারের অভিপ্রায় ছিল—
(ক) নিজের আনন্দ প্রকাশের
(খ) নিজের অতৃপ্তি প্রকাশের
(গ) কমলাকান্তের মন বোঝার
(ঘ) চোর না শোনে ধর্মের কাহিনি
উত্তর: (গ) কমলাকান্তের মন বোঝার
৭. “তবে চিরাগত একটি প্রথা আছে যে, …”—প্রথাটি হল—
(ক) বিড়াল মারতে নেই
(খ) বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়
(গ) বিড়ালের সামনে খেতে নেই
(ঘ) বিড়াল ডাকলে তাকে খেতে দিতে হয়
উত্তর: (খ) বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়
৮. যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন —
(ক) আফিং সেবন করলে
(খ) বিড়ালকে দুধ না দিলে
(গ) বিড়াল মারলে
(ঘ) চিরাগত প্রথার অবমাননা করলে
উত্তর: (ঘ) চিরাগত প্রথার অবমাননা করলে
৯. “অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।”—এই পুরুষের মতো আচরণ হল—
(ক) ঘরে বিড়াল ঢুকতে না দেওয়া
(খ) দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা
(গ) বিড়াল দুধ খেলে আবার দুধ কেনা
(ঘ) বিড়াল তাড়াতে কুকুর পোষা
উত্তর: (খ) দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা
১০. বিড়াল কমলাকান্ডের কাছে যা চেয়েছিল —
(ক) পরামর্শ
(খ) বিচার
(গ) দয়া
(ঘ) সাহায্য
উত্তর: (খ) বিচার
১১. মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্ডের দৃষ্টি আকর্ষণ করেছিল—
(ক) সমাজের বৈষম্য
(খ) মানুষের লোভ
(গ) কমলাকান্ডের নিষ্ঠুরতা
(ঘ) বিড়াল সমাজের মহানুভবতা
উত্তর: (ক) সমাজের বৈষম্য
১২. মার্জার ‘পরমধর্ম’ বলতে বুঝিয়েছে—
(ক) ধর্মে মতি
(খ) পরোপকার
(গ) নীতিশিক্ষা
(ঘ) আত্মসুখ
উত্তর: (খ) পরোপকার
১৩. যে পরিস্থিতি থাকলে, মার্জারের মতে, কেউ চুরি করে না—
(ক) চলার মতো সম্পদ থাকলে
(খ) নজরদারি ভালো থাকলে
(গ) প্রতিবেশী সদয় থাকলে
(ঘ) খেতে পেলে
উত্তর: (ঘ) খেতে পেলে
১৪. যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা—
(ক) কখনও অসাধুদের সহ্য করতে পারে না
(খ) কেউ কেউ চোরদের প্রতি সহানুভূতিশীল হন
(গ) অনেকেই চোর অপেক্ষা অধার্মিক
(ঘ) চুরির কারণ বোঝার চেষ্টা করেন না
উত্তর: (গ) অনেকেই চোর অপেক্ষা অধার্মিক
১৫. চোরের থেকে ‘শতগুণে দোষী’—
(ক) রাজা
(খ) তার সমাজ
(গ) তার ভাগ্য
(ঘ) কৃপণ ধনী
উত্তর: (ঘ) কৃপণ ধনী
১৬. যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না—
(ক) রাজা-মহারাজা
(খ) ন্যায়রত্ন-তর্করত্ন
(গ) ন্যায়ালঙ্কার-শিরোমণি
(ঘ) অভুক্ত বেড়াল
উত্তর: (গ) ন্যায়ালঙ্কার-শিরোমণি
১৭. মার্জারের মতে ‘মনুষ্যজাতির রোগ’ হল—
(ক) অন্যকে হিংসা করা
(খ) শুধু নিজের স্বার্থ দেখা
(গ) মুখে জগৎ উদ্ধার করা
(ঘ) তেলা মাথায় তেল দেওয়া
উত্তর: (ঘ) তেলা মাথায় তেল দেওয়া
১৮. “আমাদের কিছু অধিকার আছে”—যাতে এই অধিকার—
(ক) এ পৃথিবীর মৎস্য মাংসে
(খ) রাস্তাঘাটে
(গ) ধনীর খাদ্যদ্রব্যে
(ঘ) অন্যের বাসস্থানে
উত্তর: (ক) এ পৃথিবীর মৎস্য মাংসে
১৯. চোরের মতোই দণ্ড আছে—
(ক) গৃহস্বামীর
(খ) পুলিশের
(গ) নির্দয়তার
(ঘ) বিচারকের
উত্তর: (গ) নির্দয়তার
২০. কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ—
(ক) সে পণ্ডিত
(খ) সে আইন জানে
(গ) সে ভবিষ্যদ্রষ্টা
(ঘ) সে আফিংখোর
উত্তর: (ঘ) সে আফিংখোর
২১. মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল—
(ক) রিয়েলিস্টিক
(খ) সোশিয়ালিস্টিক
(গ) আইডিয়ালিস্টিক
(ঘ) মেটেরিয়ালিস্টিক
উত্তর: (খ) সোশিয়ালিস্টিক
২২. কমলাকান্তের মতে ‘সমাজের ধনবৃদ্ধি’ করতে হলে—
(ক) কৃষক শ্রমিকের উন্নতির প্রয়োজন
(খ) ব্যয় সংকোচ করতে হবে
(গ) ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে
(ঘ) সকলের হাতে যাতে অর্থ না যায় দেখতে হবে
উত্তর: (গ) ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে
২৩. যাকে কেউ কখনও বোঝাতে পারবে না —
(ক) বিচার
(খ) বিচারক ও নৈয়ায়িক
(গ) রাষ্ট্রনেতা
(ঘ) সাহিত্যিক
উত্তর: (খ) বিচারক ও নৈয়ায়িক
২৪. মার্জার কমলাকান্ডের চোখে ছিল —
(ক) নিরীহ গোবেচারা
(খ) ধুরন্ধর
(গ) সুবক্তা ও সুতার্কিক
(ঘ) সুতার্কিক ও সুবিচারক
উত্তর: (ঘ) সুতার্কিক ও সুবিচারক
২৫. নসীরামবাবু ছিলেন—
(ক) কমলাকান্ডের আশ্রয়দাতা
(খ) মঙ্গলার মালিক
(গ) প্রসন্ন গোয়ালিনির আশ্রয়দাতা
(ঘ) একজন সমাজতাত্ত্বিক
উত্তর: (ক) কমলাকান্ডের আশ্রয়দাতা
২৬. মার্জারকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত যাতে মন দিতে বলেছিলেন—
(ক) নিজের কাজে
(খ) পরোপকারে
(গ) ধর্মাচরণে
(ঘ) নিজের লক্ষ নির্ধারণে
উত্তর: (গ) ধর্মাচরণে
২৭. “উভয়ে ভাগ করিয়া খাইব।”—কমলাকান্ত মার্জারকে যা ভাগ করে খাওয়ার কথা বলেছেন—
(ক) প্রসন্নের দেওয়া দুধ
(খ) প্রসন্নের দেওয়া ছানা
(গ) বাটির মাংস
(ঘ) দুধ ও ছানা
উত্তর: (খ) প্রসন্নের দেওয়া ছানা
২৮. “একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি”–এখানে ‘পতিত আত্মা’ হল—
(ক) কমলাকান্ত
(খ) মার্জার
(গ) প্রসন্ন গোয়ালিনি
(ঘ) সমাজের দুর্জন মানুষেরা
উত্তর: (খ) মার্জার
২৯. ‘বিড়াল’ রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা—
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) পাঁচ
উত্তর: (গ) তিন
৩০. কমলাকান্ত কী দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল?
(ক) হুঁকো
(খ) আফিমের বাটি
(গ) ভাঙা লাঠি
(ঘ) চারপাই-এর পায়া
উত্তর: (গ) ভাঙা লাঠি
৩১. “সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না।”—কার কথা বলা হয়েছে?
(ক) ডিউক অফ ওয়েলিংটন
(খ) বিড়াল
(গ) কমলাকান্ত
(ঘ) নেপোলিয়ন
উত্তর: (খ) বিড়াল
৩২. “কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া, একটু সরিয়া বসিল”–কে হাই তুলেছিল ?
(ক) কমলাকান্ত
(খ) বিড়াল
(গ) নেপোলিয়ন
(ঘ) ডিউক অফ ওয়েলিংটন
উত্তর: (খ) বিড়াল
৩৩. “তখন… মার্জারের বক্তব্যসকল বুঝিতে পারিলাম।” কে এ কথা বলেছে?
(ক) কমলাকান্ত
(খ) বিড়াল
(গ) নেপোলিয়ন
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (ক) কমলাকান্ত
৩৪. “তোমাদের বিদ্যালয়সকল দেখিয়া আমার বোধ হয়”-
(ক) বিড়ালদের
(খ) মঙ্গলা গোরুর
(গ) মনুষ্যজাতির
(ঘ) যে-কোনো চারপেয়ে প্রাণীর
উত্তর: (গ) মনুষ্যজাতির
সঠিক উত্তরটি নির্বাচন করো (Fill in The Blanks Type MCQ)
১. “আমি শয়নগৃহে ____________ ওপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম।”
(ক) চারপায়ীর
(খ) চেয়ারের
(গ) বিছানার
(ঘ) মাদুরের
উত্তর: (ক) চারপায়ীর
২. আমি যদি ____________ হইতাম…. ।
(ক) কমলাকান্ত
(খ) মার্জার
(গ) নেপোলিয়ন
(ঘ) প্রসন্ন গোয়ালিনী
উত্তর: (গ) নেপোলিয়ন
৩. অতএব ____________ ন্যায় আচরণ করাই বিধেয়।
(ক) মানুষের
(খ) জ্ঞানীর
(গ) বীরের
(ঘ) পুরুষের
উত্তর: (ঘ) পুরুষের
৪. পুনরপি শয্যায় আসিয়া ____________ লইলাম ।
(ক) যষ্টি
(খ) বই
(গ) হুঁকা
(ঘ) তামাকু
উত্তর: (গ) হুঁকা
৫. বিজ্ঞ ____________ কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না ।
(ক) পণ্ডিতের
(খ) চতুষ্পদের
(গ) মার্জারের
(ঘ) চোরের
উত্তর: (খ) চতুষ্পদের
৬. ____________ ই পরম ধর্ম ।
(ক) লোকহিত
(খ) সদাচার
(গ) পরোপকার
(ঘ) আত্মনিবেদন
উত্তর: (গ) পরোপকার
৭. তাঁহারা অনেক চোর অপেক্ষাও ____________ ।
(ক) দক্ষ
(খ) অধার্মিক
(গ) বাস্তববুদ্ধিসম্পন্ন
(ঘ) জ্ঞানী
উত্তর: (খ) অধার্মিক
৮. চোরে যে চুরি করে সে অধর্ম ____________ ধনীর ।
(ক) নিষ্ঠুর
(খ) কৃপণ
(গ) অধার্মিক
(ঘ) স্বার্থসন্ধানী
উত্তর: (খ) কৃপণ
৯. যে কখনো অন্ধকে ____________ দেয় না সেও একটা বড়ো রাজা ।
(ক) মুষ্টিভিক্ষা
(খ) যষ্টি
(গ) খাদ্য
(ঘ) অর্থ সাহায্য
উত্তর: (ক) মুষ্টিভিক্ষা
১০. তবে আমার বেলা ____________ কেন ?
(ক) লাঠি
(খ) বাকি
(গ) খালি
(ঘ) বিরুপ
উত্তর: (ক) লাঠি
১১. ____________ মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ।
(ক) ধনীর
(খ) তেলা
(গ) বিত্তবানের
(ঘ) মান্যলোকের
উত্তর: (খ) তেলা
১২. চোরের দণ্ড আছে, ____________ কি দণ্ড নাই ?
(ক) ধনীর
(খ) চৌকিদারের
(গ) নির্দয়তার
(ঘ) শাসকের
উত্তর: (গ) নির্দয়তার
১৩. ____________ মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই ।
(ক) অকালে
(খ) অনাদরে
(গ) হতাশায়
(ঘ) অনাহারে
উত্তর: (ঘ) অনাহারে
১৪. তোমার কথাগুলি ভারি ____________ l
(ক) নিহিলিস্টিক
(খ) স্যাডিস্টিক
(গ) সোশিয়ালিস্টিক
(ঘ) ইগোয়িস্টি
উত্তর: (গ) সোশিয়ালিস্টিক
১৫. তাহাতে ____________ ধনবৃদ্ধি হইবে না ৷
(ক) ব্যক্তির
(খ) সমাজের
(গ) মার্জারের
(ঘ) গরীবের
উত্তর: (খ) সমাজের
১৬. যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে ____________ উপবাস করিবেন ।
(ক) চারপ্রহর
(খ) পাঁচপ্রহর
(গ) একদিবস
(ঘ) তিনদিবস
উত্তর: (ঘ) তিনদিবস
১৭. এ সকল অতি ____________ কথা ।
(ক) গভীর
(খ) অর্থবহ
(গ) নীতিবিরুদ্ধ
(ঘ) অর্থহীন
উত্তর: (গ) নীতিবিরুদ্ধ
১৮. একটি ____________ আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি।
(ক) পতিত
(খ) অতৃপ্ত
(গ) জীব
(ঘ) পরম
উত্তর: (ক) পতিত
Read Also
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর MCQ | মাইকেল মধুসূদন দত্ত
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর MCQ | কাজী নজরুল ইসলাম
চারণ কবি MCQ প্রশ্ন উত্তর | ভারভারা রাও
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন উত্তর | বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ | গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Best
Very helpful ☺️
It was so helpful for me ☺️
Thanks to the person posted this…it was very helpful for me😊
Thanks to the person posted this…it was very helpful for me😊