প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর লেখা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো আন্তর্জাতিক গল্প রয়েছে। গল্প থেকে সম্ভাব্য সমস্ত MCQ প্রশ্ন উত্তর গুলি আমরা এখানে দিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ
Semester – I (আন্তর্জাতিক গল্প)
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ
সঠিক উত্তরটি নির্বাচন করো (General Type MCQ)
১. “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটি কোন্ ছোটোগল্প থেকে অনুবাদ করা হয়েছে ?
(ক) নিউজ অব এ কিডন্যাপিং
(খ) লাভ ইন দ্য টাইম অব কলেরা
(গ) লাভ অ্যান্ড আদার ডেমনস্
(ঘ) এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস
উত্তর: (ঘ) এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস
২. “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটি —
(ক) কল্পবিজ্ঞানের গল্প
(খ) ম্যাজিক রিয়ালিজম্-এর গল্প
(গ) রহস্য গল্প
(ঘ) ভৌতিক গল্প
উত্তর: (খ) ম্যাজিক রিয়ালিজম্-এর গল্প
৩. পেলাইও কোন্ দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল?
(ক) বৃষ্টির প্রথম দিনে
(খ) বৃষ্টির দ্বিতীয় দিনে
(গ) বৃষ্টির তৃতীয় দিনে
(ঘ) বসন্তকালে
উত্তর: (গ) বৃষ্টির তৃতীয় দিনে
৪. গল্পে তৃতীয় দিন বলতে কোন্ দিনটিকে বোঝানো হয়েছে ?
(ক) বুধবার
(খ) মঙ্গলবার
(গ) শনিবার
(ঘ) বৃহস্পতিবার
উত্তর: (ঘ) বৃহস্পতিবার
৫. বৃষ্টির দিনে পেলাইও-রা কী মেরেছিল ?
(ক) কাঁকড়া
(খ) সাপ
(গ) পোকামাকড়
(ঘ) মাছ
উত্তর: (ক) কাঁকড়া
৬. বৃষ্টির তৃতীয় দিনে পেলাইও-র নবজাত শিশুর কী হয়েছিল ?
(ক) জ্বর
(খ) বমি
(গ) পেটের অসুখ
(ঘ) মাথাব্যথা
উত্তর: (ক) জ্বর
৭. বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল —
(ক) কুয়োতে
(খ) সমুদ্রে
(গ) পুকুরে
(ঘ) কাদার মধ্যে
উত্তর: (ঘ) কাদার মধ্যে
৮. পেলাইও-র স্ত্রীর নাম কী ?
(ক) এলিসেদান্দা
(খ) এলিষেদা
(গ) এলিসেরা
(ঘ) এলিসেন্দা
উত্তর: (ঘ) এলিসেন্দা
৯. থুরথুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল ?
(ক) ভিক্ষুকের মতো
(খ) পাদরির মতো
(গ) ন্যাকড়াকুড়ুনির মতো
(ঘ) রাজার মতো
উত্তর: (গ) ন্যাকড়াকুড়ুনির মতো
১০. পড়োশিনির মতে, থুরথুরে বুড়ো লোকটি আসলে—
(ক) দেবদূত
(খ) ভাঁওতাবাজ
(গ) গুপ্তচর
(ঘ) অপদেবতা
উত্তর: (ক) দেবদূত
১১. মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন ?
(ক) জ্বর হয়েছিল
(খ) খিদে পেয়েছিল
(গ) পেটে ব্যথা হয়েছিল
(ঘ) ভয় পেয়েছিল
উত্তর: (খ) খিদে পেয়েছিল
১২. পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুরথুরে বুড়ো লোকটিকে কী মনে করেছিল ?
(ক) অন্যগ্রহের প্রাণী
(খ) মিসিং লিঙ্ক
(গ) সার্কাসের জন্তু
(ঘ) চিড়িয়াখানার জন্তু
উত্তর: (গ) সার্কাসের জন্তু
১৩. সকাল সাতটার আগে যে পাদরি এসে হাজির হন, তাঁর নাম ছিল __________
(ক) অ্যান্টনি
(খ) গোনসাগা
(গ) জেমস
(ঘ) গোমেজ
উত্তর: (খ) গোনসাগা
১৪. ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল ?
(ক) বুদ্ধিজীবী
(খ) পণ্ডিত ব্যক্তি
(গ) রংবাজ
(ঘ) রসিক ব্যক্তি
উত্তর: (গ) রংবাজ
১৫. কঠিন হৃদয়ের লোকগুলো বৃদ্ধটিকে কী ভাবল ?
(ক) পাঁচতারা সেনাপতি
(খ) ডানাওয়ালা প্রজাতির লোক
(গ) জগতের পুরপিতা
(ঘ) দেবদূত
উত্তর: (ক) পাঁচতারা সেনাপতি
১৬. যাজক হবার পূর্বে গোনসাগা কে ছিলেন?
(ক) পোপ
(খ) কাঠুরে
(গ) রাজা
(ঘ) যাত্রাদলের অধিপতি
উত্তর: (খ) কাঠুরে
১৭. ডানাওয়ালা বুড়োর চোখ ছিল—
(ক) স্বচ্ছ
(খ) প্রত্নপ্ৰাচীন
(গ) তীক্ষ্ণ
(ঘ) সংবেদনশীল
উত্তর: (খ) প্রত্নপ্ৰাচীন
১৮. উচ্চতম আদালতের সর্বাধিনায়ক কে?
(ক) সর্বোচ্চ মোহান্ত
(খ) আর্চবিশপ
(গ) গির্জাশাসক
(ঘ) বিশপ
উত্তর: (ক) সর্বোচ্চ মোহান্ত
১৯. “শয়তানের ছলের অভাব হয় না”—উক্তিটি করেন—
(ক) এলিসেন্দা
(খ) পেলাই
(গ) গোনসাগা
(ঘ) পড়োশিনি
উত্তর: (গ) গোনসাগা
২০. সার্কাসের উড়ন্ত দড়বাজিকরকে কার মতো দেখাচ্ছিল?
(ক) চরকির মতো
(খ) দেবদূতের মতো
(গ) নাক্ষত্র প্যাচার মতো
(ঘ) নাক্ষত্র বাদুড়ের মতো
উত্তর: (ঘ) নাক্ষত্র বাদুড়ের মতো
২১. দেবদূতের খাদ্য হিসেবে পড়োশিনি কী নির্দেশ দিয়েছিলেন?
(ক) ন্যাপথলিন
(খ) মিছরি
(গ) ডাব
(ঘ) নারকোল
উত্তর: (ক) ন্যাপথলিন
২২. কার কথায় দেবদূতকে ন্যাপথলিন খেতে দেওয়া হয়?
(ক) পরমজ্ঞানী পড়োশিনি
(খ) পাদ্রে গোনসাগা
(গ) পোপ
(ঘ) সর্বোচ্চ মোহান্ত
উত্তর: (ক) পরমজ্ঞানী পড়োশিনি
২৩. ডানাওয়ালা বুড়ো যা ফিরিয়ে দিয়েছিল —
(ক) পুজোর উপকরণ
(খ) পোপের ভোজ
(গ) বেগুনভর্তা
(ঘ) গোনসাগার আবদার
উত্তর: (খ) পোপের ভোজ
২৪. বুড়ো লোকটি শুধু কী খেত?
(ক) কাঁকড়া
(খ) বেগুনভর্তা
(গ) আলু সেদ্ধ
(ঘ) ঘি-ভাত
উত্তর: (খ) বেগুনভর্তা
২৫. থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল-
(ক) জাদু
(খ) মন্ত্ৰ
(গ) ধৈর্য
(ঘ) জলপড়া
উত্তর: (গ) ধৈর্য
২৬. ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে ?
(ক) দেবতার অভিশাপে
(খ) এলিসেন্দার অভিশাপে
(গ) বাবা-মার কথার অবাধ্য হয়ে
(ঘ) পাত্রে গোনসাগার কথায়
উত্তর: (গ) বাবা-মার কথার অবাধ্য হয়ে
২৭. শহরে আগত একটি ভ্রাম্যমাণ প্রদর্শনীর প্রধান আকর্ষণ কী ছিল?
(ক) একটি সাধারণ মেয়ে
(খ) একটি মাকড়সা-কন্যা
(গ) অন্য এক দেবদূত
(ঘ) দক্ষ দড়বাজিকর
উত্তর: (খ) একটি মাকড়সা-কন্যা
২৮. মাকড়সা মেয়েটি ছিল—
(ক) ভয়ংকর তারানতুলা
(খ) পথভোলা দেবদূত
(গ) অন্য গ্রহের আগন্তুক
(ঘ) ঈশ্বরের উজির-নাজির
উত্তর: (ক) ভয়ংকর তারানতুলা
২৯. এলিসেন্দা যে পোশাক কিনেছিল, তা ছিল—
(ক) রামধনু রঙের
(খ) গোলাপি রঙের
(গ) লাল রঙের
(ঘ) কমলা রঙের
উত্তর: (ক) রামধনু রঙের
৩০. থুরথুরে বুড়ো লোকটি একসময় কোন্ রোগে আক্রান্ত হয় ?
(ক) কলেরা
(খ) তীব্র জ্বর
(গ) জলবসন্ত
(ঘ) হাম
উত্তর: (গ) জলবসন্ত
৩১. কোন্ মাসের গোড়ায় বৃদ্ধ লোকটির ডানায় পালক গজিয়ে উঠতে শুরু করে ?
(ক) ডিসেম্বর
(খ) নভেম্বর
(গ) জানুয়ারি
(ঘ) সেপ্টেম্বর
উত্তর: (ক) ডিসেম্বর
৩২. ডানাওয়ালা বুড়োকে কে উড়ে যেতে দেখেছিল ?
(ক) গোনসাগা
(খ) এলিসেন্দা
(গ) পেলাইও
(ঘ) গির্জার যাজক
উত্তর: (খ) এলিসেন্দা
Read Also
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর MCQ | মাইকেল মধুসূদন দত্ত
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর MCQ | কাজী নজরুল ইসলাম
চারণ কবি MCQ প্রশ্ন উত্তর | ভারভারা রাও
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন উত্তর | বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ | গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
question very
eazy
aktu hard
hola valo hoi
Aaaaaaaaaaa ki maza