প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা চারণ কবি MCQ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে ভারভারা রাও এর লেখা চারণ কবি ভারতীয় কবিতা রয়েছে। কবিতা থেকে সম্ভাব্য সমস্ত MCQ প্রশ্ন উত্তর গুলি আমরা এখানে দিয়ে দিলাম। ধন্যবাদ
Semester – I (ভারতীয় কবিতা)
চারণ কবি
ভারভারা রাও
চারণ কবি MCQ প্রশ্ন উত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো (General Type MCQ)
১. ভারভারা রাও যে ভাষার কবি—
(ক) তেলুগু
(খ) তামিল
(গ) কন্নড়
(ঘ) মালয়ালম্
উত্তর: (ক) তেলুগু
২. ‘চারণ কবি’ কবিতাটি অনুবাদ করেছেন—
(ক) অশোক চট্টোপাধ্যায়
(খ) শক্তি চট্টোপাধ্যায়
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) মলয় রায়চৌধুরি
উত্তর: (গ) শঙ্খ ঘোষ
৩. চারণ কবি’ কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয়—
(ক) এবং জলার্ক
(খ) অনুষ্টুপ
(গ) ভাষাবন্ধন
(ঘ) সেতুবন্ধন
উত্তর: (ঘ) সেতুবন্ধন
৪. এই সময়ে নিয়মকানুন সব হয়ে যায়—
(ক) কার্যকরী
(খ) লোপাট
(গ) বাতিল
(ঘ) কঠোর
উত্তর: (খ) লোপাট
৫. “নিয়মকানুন যখন সব লোপাট” –উদ্ধৃতাংশটি যেদিকে ইঙ্গিত বহন করে—
(ক) নৈরাজ্যের দিকে
(খ) প্রতিবাদের তীব্রতার দিকে
(গ) শাসকের স্বেচ্ছাচারের দিকে
(ঘ) আইনের শাসনের প্রয়োজনীয়তার দিকে
উত্তর: (গ) শাসকের স্বেচ্ছাচারের দিকে
৬. ঢেউ ওঠে ____________l
(ক) স্রোতের
(খ) বাতাসের
(গ) সময়ের
(ঘ) জনতার
উত্তর: (গ) সময়ের
৭. ‘সময়ের-ঢেউ তোলা’—
(ক) মানুষ
(খ) মিছিল
(গ) অন্ধকার কালো দিন
(ঘ) কালো মেঘের দল
উত্তর: (ঘ) কালো মেঘের দল
৮. ‘কালো মেঘের দল’ যা করে—
(ক) গলায় ফাঁস লাগায়
(খ) দিগন্ত ভাসিয়ে দেয়
(গ) পৃথিবী সবুজ করে
(ঘ) আশ্বাস বয়ে আনে
উত্তর: (ক) গলায় ফাঁস লাগায়
১. কালো মেঘের দল’ যার প্রতীক—
(ক) বৃষ্টির সম্ভাবনার
(খ) প্রাকৃতিক বিপর্যয়ের
(গ) শোষক-অত্যাচারীর
(ঘ) নতুন সূর্যোদয়ের
উত্তর: (গ) শোষক-অত্যাচারীর
১০. গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না —
(ক) মানুষ মারা যাচ্ছে না
(খ) কথা বন্ধ হচ্ছে না
(গ) ফাঁসুরে সন্তুষ্ট হচ্ছে না
(ঘ) রক্ত চুঁইয়ে পড়ছে না
উত্তর: (ঘ) রক্ত চুঁইয়ে পড়ছে না
১১. ‘বিদ্যুৎ হয়ে উঠছে বাজ’—যার প্রভাবে—
(ক) তীব্র প্রতিবাদে
(খ) নৈরাজ্যের কারণে
(গ) ঘূর্ণিপাকে
(ঘ) প্রবল বর্ষণে
উত্তর: (গ) ঘূর্ণিপাকে
১২. “ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ” –উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন—
(ক) প্রকৃতি ক্রমশ রুদ্ররূপ ধারণ করছে
(খ) ক্ষোভ-প্রতিবাদের চেহারা নিচ্ছে
(গ) সমাজে সর্বনাশ আসন্ন
(ঘ) মানুষ অত্যন্ত অসহায়
উত্তর: (খ) ক্ষোভ-প্রতিবাদের চেহারা নিচ্ছে
১৩. ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে—
(ক) প্রবল বর্ষণ
(খ) প্রলয়ঝড়
(গ) নদী
(ঘ) চোখের জল
উত্তর: (খ) প্রলয়ঝড়
১৪. “ঝিরেঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয়ঝড়”—উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ হল—
(ক) প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে
(খ) অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে
(গ) ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে
(ঘ) দৈবরোষ থামছে না
উত্তর: (গ) ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে
১৫, কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে—
(ক) কবিতার খাতা থেকে
(খ) মানুষের মিছিল থেকে
(গ) জেলের গরাদ থেকে
(ঘ) বজ্রবিদ্যুৎ ভরতি খাতা থেকে
উত্তর: (গ) জেলের গরাদ থেকে
১৬. জেলের গরাদ থেকে বেরিয়ে আসা লিপিকার স্বরে রয়েছে—
(ক) প্রতিরোধের আগুন
(খ) আগুনের হলকা
(গ) বহুস্বর
(ঘ) মায়ের বেদনাশ্রু
উত্তর: (ঘ) মায়ের বেদনাশ্রু
১৭. মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে—
(ক) নিষিদ্ধ বিষয়
(খ) যুদ্ধের অস্ত্র
(গ) জীবনবিমুখ মানুষের অবসরযাপন
(ঘ) শাসকের বিনোদন
উত্তর: (খ) যুদ্ধের অস্ত্র
১৮, “কবিকে তখন ভয় পায় ওরা।”—“ওরা’ বলতে যাদের কথা বোঝানো হয়েছে—
(ক) অত্যাচারী শাসক
(খ) বড়োলোক শ্রেণি
(গ) দস্যুদল
(ঘ) দুর্জন ব্যক্তিরা
উত্তর: (ক) অত্যাচারী শাসক
১১. “কবিকে তখন ভয় পায় ওরা।”- এই ভয় পাওয়ার ঘটনা ঘটে যখন—
(ক) কবি হাতে অস্ত্র তুলে নেন
(খ) গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র
(গ) কবির সঙ্গে বিপ্লবীর দেখা হয়
(ঘ) কবি রাজনীতিক হয়ে ওঠেন
উত্তর: (খ) গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র
২০. “গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র”–এই যুদ্ধের লক্ষ্য—
(ক) সাম্রাজ্য জয়
(খ) প্রতিশোধ গ্রহণ
(গ) বৈষম্যের অবসান
(ঘ) ধর্মরাজ্য প্রতিষ্ঠা
উত্তর: (গ) বৈষম্যের অবসান
২১. গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন—
(ক) “কাপন লাগে জিভে”
(খ) “রাস্তার দখল নেয় মিছিল”
(গ) “পুবের আকাশে সূর্য ওঠে’
(ঘ) “আকাশ ঢাকে কালো মেঘে”
উত্তর: (ক) “কাপন লাগে জিভে”
২২. “যখন কাঁপন লাগে জিভে”—কথাটির অর্থ হল—
(ক) শীতের অনুভব
(খ) অত্যাচারে কাতর
(গ) অব্যক্ত যন্ত্রণা
(ঘ) প্রতিবাদের উচ্চারণ
উত্তর: (ঘ) প্রতিবাদের উচ্চারণ
২৩. কবিকে ভয় পেয়ে শাসক—
(ক) আত্মসমর্পণ করে
(খ) কবিকে খেতাব দেয়
(গ) কবিকে কয়েদ করে রাখে
(ঘ) কবির দাবিগুলি মেনে নেয়
উত্তর: (গ) কবিকে কয়েদ করে রাখে
২৪. কবিকে ভয় পেয়ে শাসক তার গর্দানে আরও শক্ত করে যা করে—
(ক) আঘাত করে
(খ) জড়িয়ে দেয় ফাঁস
(গ) বন্ধুত্বের হাত রাখে
(ঘ) বোঝা চাপিয়ে দেয়
উত্তর: (খ) জড়িয়ে দেয় ফাঁস
২৫. “কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলছেন”— যেখানে—
(ক) জনতার মাঝখানে
(খ) কবিতার খাতায়
(গ) প্রকৃতির মধ্যে
(ঘ) নির্জনে একাকী
উত্তর: (ক) জনতার মাঝখানে
২৬. ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল-
(ক) হাওয়ায়
(খ) ইতিহাসে
(গ) মাটিতে
(ঘ) মানুষের মধ্যে
উত্তর: (গ) মাটিতে
২৭ ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছিল-
(ক) জনতার দাবিতে
(খ) ইতিহাসের নিয়মে
(গ) শাসকের ইচ্ছায়
(ঘ) ভারসাম্য রাখতে
উত্তর: (ঘ) ভারসাম্য রাখতে
২৮. ফাঁসির মঞ্জু ‘মিলিয়ে যাচ্ছে মাটিতে’—উদ্ধৃতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হচ্ছে—
(ক) অত্যাচারের অবসান
(খ) শাসকের শুভবুদ্ধির উদয়
(গ) নতুন শাসকের জন্ম
(ঘ) এক সব-পেয়েছির-দেশ-এর কল্পনা
উত্তর: (ক) অত্যাচারের অবসান
২১. ফাঁসির মঞ্চে শেষপর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয়—
(ক) মানুষের স্বপ্নকে
(খ) ফাঁসুড়েকে
(গ) সমস্ত প্রতিবাদীকে
(ঘ) আদর্শকে
উত্তর: (খ) ফাঁসুড়েকে
৩০. “তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে ” — ফাঁসুড়েকে ‘তুচ্ছ’ বলার কারণ—
(ক) সে নিম্নস্তরের পেশাজীবী
(খ) তাকে শাসকের ইচ্ছায় চলতে হয়
(গ) বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না
(ঘ) সে গরিব মানুষ
উত্তর: (গ) বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না
Read Also
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর MCQ | মাইকেল মধুসূদন দত্ত
সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর MCQ | কাজী নজরুল ইসলাম
চারণ কবি MCQ প্রশ্ন উত্তর | ভারভারা রাও
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন উত্তর | বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ | গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।