Write a letter (within 100 words) to the editor of an English daily stating reasons why plastic carry bags should be banned. [প্লাস্টিক ব্যাগ কেন নিষিদ্ধ করা উচিত তা ব্যক্ত করে একটি দৈনিক সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখাে (১০০ টি শব্দের মধ্যে):]
Your letter may include the following points
Large scale use of plastic carry bags—choking sewerage system—must be banned to save environment-use of substitutes like jute bags and paper bags.
Ans:-
To
The Editor
The Telegraph
6 Prafulla Sarkar Street
Kolkata-700001
Sub: Why plastic carry bags should be banned
Sir, With humble prayer I want to share my anxiety related to the dangers of plastic carry bags. Hope my letter will get a little place in your editorial column.
We are searching for cost friendly material for our benefit. So, we have forgotten earthen pots, paper bags, jute bags, etc. Everywhere there is the plastic. We have started to use it in every purpose. A number of plastic bags are floating here and there. But the problem created by them is alarming. Those are choking the sewerage system. So, in rainy season roads become waterlogged. Drains overflow spreading foul smell and causing dangerous pollution. When plastic is left on land it makes the land infertile. It separates the upper and lower level of soils. In the sea and ocean it creates danger for the sea animals. Some of the sea animals are already on the way to extinction because of such kind of pollution. So, without wasting any further time, plastic must be banned by imposing strict law. Then only we can save our environment. At the same time, substitute eco-friendly materials like jute and paper should be used for making bags.
Thank you,
Yours faithfully
Debasis Gupta
বিষয়: কেন প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা উচিত
মহাশয়, বিনম্র অনুরােধের সাথে আমি প্লাস্টিক ব্যাগের বিপদ নিয়ে আমার উদবেগ ভাগ করে নিতে চাই। আশা করি আপনার সম্পাদকীয় স্তম্ভে আমার চিঠিটি একটি ছােটো স্থান পাবে। আমরা আমাদের লাভের জন্য কম দামি জিনিসের খোঁজ করি। তাই আমরা মাটির পাত্র, কাগজের থলি, জুটের থলি ইত্যাদির কথা ভুলেই গেছি। সব জায়গায় শুধু প্লাস্টিক। প্রতিটি কাজে আমরা এটি ব্যবহার করা শুরু করেছি। অজস্র প্লাস্টিক ব্যাগ যেখানে-সেখানে ভেসে বেড়াচ্ছে। কিন্তু এগুলাে যে সমস্যার সৃষ্টি করছে তা আতঙ্কজনক। এগুলাে নালা বুজিয়ে দিচ্ছে। তাই বর্ষাকালে রাস্তায় জল জমে যায়। নর্দমা উপচে গিয়ে দুর্গন্ধ ছড়ায় আর মারাত্মক দূষণের সৃষ্টি করে। যখন মাটিতে প্লাস্টিক পড়ে থাকে এটা মাটিকে অনুর্বর করে তােলে। এটি মাটির ওপর ও নীচের স্তরকে আলাদা করে দেয়। সাগর ও মহাসাগরে জলজ প্রাণীদের জন্য এটি বিপদের সৃষ্টি করে। এইরকম দূষণের কারণে বেশ কিছু জলজ প্রাণী এখন বিলুপ্তির পথে। তাই আর সময় নষ্ট না করে কঠোর আইন জারি করে প্লাস্টিক অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাহলেই আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারব। একইসাথে, ব্যাগ বানানাের জন্য বিকল্প পরিবেশবান্ধব বস্তু যেমন জুট ও কাগজ অবশ্যই ব্যবহার করতে হবে।
ধন্যবাদসহ,
আপনার বিশ্বস্ত
দেবাশিস গুপ্ত
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
The writing is very needfull
Sir ame tamal baler che apanar jano ama ae bata parkha likta prache