প্রশ্ন: আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখ ?
অথবা, আর্দ্র ও শুষ্ক কৃষির পার্থক্য কি ?
উত্তর:
আর্দ্র কৃষি | শুষ্ক কৃষি | |
সংজ্ঞা | পৃথিবীর যেসব অঞ্চলে কেবল নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিরজলের উপর নির্ভর করে কৃষিব্যবস্থা গড়ে ওঠে, তাকে আর্দ্র কৃষি বলে। | বছরে 50 সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের ওপর নির্ভর করে খরাসহনশীল শস্য উৎপাদন ব্যবস্থাকে শুষ্ক কৃষি বলে। |
জলবায়ু | উষ্ণ ও আর্দ্র নিরক্ষীয় এবং মৌসুমি জলবায়ু অঞ্চলে আর্দ্র কৃষি দেখা যায়। | উষ্ণ শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে শুষ্ক কৃষির প্রচলন দেখা যায়। |
বৃষ্টিপাত | বছরে ১৫০ থেকে ২০০ সেমির বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে আর্দ্র কৃষি ব্যবস্থা দেখা যায়। | সাধারণত যেখানে বার্ষিক বৃষ্টিপাত ৭৫ সেমির কম সেখানে শুষ্ক কৃষিকাজ হয়ে থাকে। |
প্রধান ফসল | আর্দ্র কৃষির প্রধান ফসল গুলি হল – ধান, পাট, আখ প্রভৃতি । | শুষ্ক কৃষির প্রধান ফসল গুলি হল – গম, ভুট্টা, মিলেট ও ডাল । |
উৎপন্ন ফসল | আর্দ্র কৃষিতে হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমান বেশি। | শুষ্ক কৃষির ক্ষেত্রে হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমান অনেক কম । |
আধুনিক পদ্ধতি | আর্দ্র কৃষিতে যথাসম্ভব আধুনিক কৃষিপদ্ধিতে চাষাবাদ করা হয়। | শুষ্ক কৃষিতে আধুনিক কৃষিপদ্ধতি মেনে যত্নসহকারে তেমন চাষ হয় না। |
Read Also
আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখ ?
মৃত্তিকা গঠন (Soil Structure) কাকে বলে? অথবা, মাটির গঠন বলতে কী বোঝো? মৃত্তিকা গঠনের গুরুত্ব লেখো।
মৃত্তিকা গঠনের প্রক্রিয়াগুলি আলোচনা করো।
ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো ?
পরিণত ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ ?
নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে ?
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
It’s so helpful to me
Thanks for that information