মৃত্তিকা গঠন (Soil Structure) কাকে বলে? অথবা, মাটির গঠন বলতে কী বোঝো? মৃত্তিকা গঠনের গুরুত্ব লেখো।

মৃত্তিকা গঠন (Soil Structure) কাকে বলে? অথবা, মাটির গঠন বলতে কী বোঝো?

উত্তর: মাটির মধ্যে বিভিন্ন আয়তনের কণা ও জৈব পদার্থের কণাগুলি পৃথক পৃথকভাবে থাকেনা। মৃত্তিকা কণাগুলি সঙ্গবদ্ধ হয়ে মাটির যে বিন্যাস গড়ে তোলে তাকে মৃত্তিকা গঠন বলে।

মৃত্তিকা গঠনের গুরুত্ব লেখো।

উত্তর: মৃত্তিকা গঠনের গুরুত্বগুলি নীচে আলোচনা করা হল –

মৃত্তিকায় বাতাসের উপস্থিতি: মৃত্তিকা গঠনযুক্ত হলে মৃত্তিকায় প্রচুর পরিমাণে বাতাসের উপস্থিতি থাকে এবং বায়ুমণ্ডলের সঙ্গে মৃত্তিকা বাতাসের আদান-প্রদান ভালো হয়। ফলে মৃত্তিকার উর্বরতা বহুগুণে বেড়ে যায়।

মৃত্তিকায় জলের প্রবেশ্যতা: মৃত্তিকা গঠন যুক্ত হলে মৃত্তিকায় জলের বহুগুণ বেড়ে যায়। পলি মৃত্তিকার আদ্রতা কাম্যস্তরে পৌঁছায়।

মৃত্তিকা ক্ষয় রোধ: গঠনযুক্ত মৃত্তিকায় জল সহজে মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করে ফলে পৃষ্ঠ প্রবাহ অনেক কম হয়। ফলে মৃত্তিকার সূক্ষ্ম কর্দম কণা পৃষ্ঠদেশ থেকে অপসারিত হতে পারেনা এবং মৃত্তিকা ক্ষয় কম হয়।

উষ্ণতা নিয়ন্ত্রণ: মাটি গঠনেযুক্ত হলে বায়ু চলাচল ভালো হয় ফলে মাটির উষ্ণতা স্বাভাবিক থাকে।

কৃষি উৎপাদন বৃদ্ধি: কৃষিজাত শস্য অধিক পরিমাণে উৎপাদনের জন্য পিণ্ড বা গঠন যুক্ত মাটি বিশেষ উপযোগী। এই ধরনের মাটিতে জল ও বায়ু চলাচল ভালো হয় এবং গাছের খাদ্য উপাদান বেশি থাকে।

Read Also

শস্যাবর্তন বা চক্ৰকৃষি কাকে বলে? শস্যাবর্তন এর বৈশিষ্ট্য গুলি কি কি? শস্যাবর্তন এর গুরুত্ব বা সুবিধা উল্লেখ করাে।

আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখ ?

মৃত্তিকা গঠন (Soil Structure) কাকে বলে? অথবা, মাটির গঠন বলতে কী বোঝো? মৃত্তিকা গঠনের গুরুত্ব লেখো।

মৃত্তিকা গঠনের প্রক্রিয়াগুলি আলোচনা করো।

ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো ?

পরিণত ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ ?

নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে ? 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment