পরিণত ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ ?

প্রশ্ন: পরিণত ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ ?

অথবা,পরিণত ও অপরিণত মাটি এর মধ্যে পার্থক্য গুলি কি কি ?

উত্তর:

পরিণত মৃত্তিকাঅপরিণত মৃত্তিকা
পরিণত মাটি গঠনকারী প্রক্রিয়ার কাজ প্রায় শেষ হয়ে আসে। অপরিণত মাটি গঠনকারী প্রক্রিয়ার কাজ অসম্পূর্ণ থাকে।
পরিণত মাটি তে আদি শিলার চিহ্ন থাকে না। অপরিণত মাটিতে আদি শিলার চিহ্ন যথেষ্ট থাকে।
পরিণত মাটির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি প্রায় স্থিতিশীল। অপরিণত মাটির ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তনশীল।
পরিণত মাটি দৃঢ় ও সুসংবদ্ধ হয়। অপরিণত মাটি ভঙ্গুর ও আলগা হয়।
দীর্ঘ সময়ের পর মাটি পরিণত অবস্থায় পৌঁছায় এবং এরপর মাটি ক্ষয়ের কবলে পড়ে। দীর্ঘ সময়ের পর অপরিণত মাটি পরিণত মাটিতে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

Read Also

শস্যাবর্তন বা চক্ৰকৃষি কাকে বলে? শস্যাবর্তন এর বৈশিষ্ট্য গুলি কি কি? শস্যাবর্তন এর গুরুত্ব বা সুবিধা উল্লেখ করাে।

আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখ ?

মৃত্তিকা গঠন (Soil Structure) কাকে বলে? অথবা, মাটির গঠন বলতে কী বোঝো? মৃত্তিকা গঠনের গুরুত্ব লেখো।

মৃত্তিকা গঠনের প্রক্রিয়াগুলি আলোচনা করো।

ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো ?

পরিণত ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ ?

নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে ? 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment