Class 12 Class 12 Geography ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো ?

ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো ?

অথবা, ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি ?

অথবা,ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি আলােচনা করাে ?

উত্তর:

ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণসমূহ:-

1. কাঁচামালের জোগান : হিমালয়ের পার্বত্য এলাকা থেকে নরম কাঠ এবং অন্যান্য স্থান থেকে সাবাই ঘাস, বাঁশ, আখের ছিবড়া, নগর-মহানগরী থেকে পরিত্যক্ত কাগজ ইত্যাদি বিভিন্ন ধরনের কাঁচামালের পর্যাপ্ত জোগান আছে। এ ছাড়া, গুজরাত, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য রাসায়নিক শিল্পে উন্নত হওয়ায় কাঁচামাল হিসেবে রাসায়নিক দ্রব্যেরও অভাব হয় না।

2. কাগজ মণ্ড আমদানির সুবিধা : ভারতে অসংখ্য বন্দর থাকায় জলপথে মার্কিন যুক্তরাষ্ট্র ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি থেকে সহজেই প্রচুর কাগজ মণ্ড আমদানি করা হয়।

3. জলের সুবিধা : ভারত নদীমাতৃক দেশ হওয়ায় কাগজের কলগুলিতে জলের অফুরন্ত জোগানের সুবিধা রয়েছে।

4. বিদ্যুৎশক্তি : ভারত জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ শক্তিতে উন্নত হওয়ায় কাগজকলগুলিতে বিদ্যুতের অভাব হয় না।

5. উন্নত যোগাযোগ ব্যবস্থা : বর্তমানে ভারতের উল্লেখযােগ্য স্থানগুলি সড়ক ও রেলপথের মাধ্যমে সংযুক্ত হয়েছে। বন্দরগুলিও এভাবে যুক্ত। ফলে অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা উন্নত হওয়ায় কাগজ শিল্পের বিকেন্দ্রীভবন ঘটেছে।

6. সুলভ শ্রমিক : ভারত বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ায় সুলভ ও দক্ষ শ্রমিক পেতে অসুবিধা হয় না।

7. চাহিদা : ভারতে শিক্ষার বিস্তার দ্রুত হারে ঘটছে। অসংখ্য প্রকাশনা সংস্থা আছে যেখানে দৈনিক লক্ষ লক্ষ পত্রিকা ছাপা হয়, ফলে কাগজের বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারেও ভারতীয় কাগজের চাহিদা রয়েছে।

8. মূলধন পাওয়ার সুবিধা : বিশ্বায়ন ও উদারীকরণের ফলে দেশি ও বিদেশি পুঁজির সহজলভ্যতা এদেশের কাগজ শিল্পের উন্নতির সহায়ক হয়েছে।

9. সরকারি নীতি ও পরিকাঠামোগত সুবিধা : শিল্পায়নের যুগে সরকারি দপ্তর থেকে সহজেই শিল্পের অনুমােদন সংক্রান্ত ছাড়পত্র পাওয়া যায়। এ ছাড়া উন্নত যন্ত্রপাতিসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক প্রচুর সুযােগসুবিধা এদেশের কাগজ শিল্পের উন্নতির সহায়ক হয়েছে।

Read Also

শস্যাবর্তন বা চক্ৰকৃষি কাকে বলে? শস্যাবর্তন এর বৈশিষ্ট্য গুলি কি কি? শস্যাবর্তন এর গুরুত্ব বা সুবিধা উল্লেখ করাে।

আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখ ?

মৃত্তিকা গঠন (Soil Structure) কাকে বলে? অথবা, মাটির গঠন বলতে কী বোঝো? মৃত্তিকা গঠনের গুরুত্ব লেখো।

মৃত্তিকা গঠনের প্রক্রিয়াগুলি আলোচনা করো।

ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো ?

পরিণত ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ ?

নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে ? 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment