লুসি কী?
লুসি কী? উত্তর:- আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামে একটি জায়গা রয়েছে। এই হাদারে অস্ট্রালােপিথেকাস মানব প্রজাতিভুক্ত কঙ্কালের কিছু অংশ মিলেছে (১৯৭৪ খ্রি.)। কঙ্কালটি আসলে প্রায় ৩২ লক্ষ বছর আগেকার একটি ছােটো মেয়ের। এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির মস্তিষ্কটি অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বড়াে।