ফরাজি বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো ?

টীকা লেখাে : ফরাজি বিদ্রোহ 4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : উনবিংশ শতকের প্রথমার্ধের কৃষক বিদ্রোহের ইতিহাসে ফরাজি আন্দোলন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি ‘ফরাইজ’ এক থেকে ফরাজি আন্দোলনের নামকরণ হয়েছে।

আন্দোলনের সূচনা : ‘ফরাইজ’ শব্দের মূল অর্থ হল ঈশ্বর নির্দিষ্ট কর্তব্য l এই কর্তব্য যাঁরা পালন করেন তাদের বলা হয় ‘ফরাজি’ বা ‘ফরাইজি’। এই আন্দোলন প্রথমে ধর্মীয় আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করলেও পরে তা ইংরেজ-বিরােধী আন্দোলনে পরিণত হয়।

আন্দোলনের প্রবর্তক : হাজি শরিয়ত উল্লাহ এই আন্দোলনের প্রবর্তক হলেও তার পুত্র মহম্মদ মহসীন বা দুদু মিঞা (১৮১৯-৬২ খ্রি.) ও পৌত্র আবদুল গফুর বা নােয়া মিঞা এই আন্দোলনকে জনপ্রিয় করে তােলেন। দুদু মিঞার আমলে এই আন্দোলন রাজনৈতিক-অর্থনৈতিক আন্দোলনে পরিণত হলেও নােয়া মিঞা এই আন্দোলনকে ধর্মীয় রূপ দেন। সেই কারণে এই আন্দোলন প্রায় বন্ধ হয়ে যায়।

উপসংহার : এই আন্দোলনের প্রতি কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ই আকৃষ্ট হননি, হিন্দুরাও এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যােগ দেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment