বারাসত বিদ্রোহের ব্যর্থতার কারণ কী?

বারাসত বিদ্রোহের ব্যর্থতার কারণ কী? 4 Marks/Class 10

উত্তর:

বারাসত বিদ্রোহের ব্যর্থতার কারণ : বাংলার তিতুমিরের পরিচালনায় ওয়াহাবি আন্দোলন বা বারাসত বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। এর পেছনে একাধিক কারণ ছিল, সেগুলি হল— 

১) সুনির্দিষ্ট কর্মসূচির অভাব : তিতুমিরের বারাসত বিদ্রোহের সুনির্দিষ্ট কোনাে কর্মসূচি না থাকায় অপ্রস্তুত অবস্থায় জমিদার, নীলকর ও ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়া বিদ্রোহীদের পক্ষে সম্ভব ছিল না। 

২) জনসমর্থনের অভাব : তিতুমিরের বারাসত বিদ্রোহে সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেনি। নিম্নবর্ণের মুসলমান সমাজের মানুষ অংশগ্রহণ করলেও উচ্চবিত্ত মুসলমান সমাজের পূর্ণ সমর্থন ছিল না বারাসত বিদ্রোহে।

৩) অসহযােগিতা : একদিকে হিন্দু সমাজের শিক্ষিত অংশ এই আন্দোলনে অসহযােগিতা করেন, অন্যদিকে অভিজাত ও জমিদার গােষ্ঠী ব্রিটিশদের পক্ষে চলে যাওয়ায় এই আন্দোলন ব্যর্থ হয়। 

৪) সুসজ্জিত ব্রিটিশ বাহিনী : আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য অর্থ, সৈন্য, দক্ষ সেনাপতির অভাবও বারাসত বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ। 

৫) ব্রিটিশ দমননীতি : ব্রিটিশ বাহিনীর তীব্র দমননীতি, কামানের ব্যবহার এই বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ।

উপসংহার : যে জায়গায় এই আন্দোলনের প্রধান কেন্দ্র গড়ে তােলা হয়েছিল, সেখান থেকে সঠিকভাবে সর্বত্র আন্দোলন পরিচালনা করা সম্ভব ছিল না। এ ছাড়াও তিতুমিরের মৃত্যু এবং তার মৃত্যুর পর উপযুক্ত নেতৃত্বের অভাব, বিদ্রোহীদের গ্রেপ্তার এই বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment