HS Geography Suggestion 2022 PDF Download WBCHSE | 2022 HS Exam Geography Suggestion

HS Geography Suggestion 2022 PDF Download for Higher Secondary According To Reduced Syllabus. In this article, we will provide the 2022 HS Exam Geography Suggestion with 90% common. Also, we will show the question pattern for Higher Secondary Geography Exam. All questions provided here are marks of 2/3/5

2022 HS Exam Geography Syllabus & Question Pattern

Download the Syllabus and Question Pattern for the 2022 HS Geography Exam

2022 HS Exam Routine

Click Here To Download 2022 HS Examination Routine

HS Geography Suggestion 2022

এখানে আমরা সংশোধিত সিলেবাস অনুযায়ী 2022 HS Exam Geography Suggestion নিয়ে এসেছি। প্রতিটি প্রশ্নের মান ২/৩/৫। এই সাজেশন এ প্রাকৃতিক ভূগােল থেকে মোট ৪০ টি প্রশ্ন এবং আঞ্চলিক ভূগােল থেকে মোট ৪৩ টি প্রশ্ন যেগুলো খুবই বাছাই করে দেওয়া হয়েছে। আশা করি এর থেকেই ৯০% কমন পেয়ে যাবে। চাইলে এই সাজেশন এর PDF ও ডাউনলোড করে নিতে পারো। নীচে PDF Download লিঙ্ক দেওয়া রয়েছে।

প্রাকৃতিক ভূগােল

1.পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য লেখাে।

2. অবরােহণ ও আরােহণের মধ্যে পার্থক্য লেখাে।

3. আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখাে।

4. কাস্ট অঞলে ভৌমজলের সঞয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

5.অ্যাকুইফার ও অ্যাকুইডের মধ্যে পার্থক্য লেখাে।

6. প্রস্রবণ কী? প্রকৃতি ও গঠন অনুসারে এর শ্রেণিবিভাগ করাে।

7. মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর কাস্ট ভূমিরূপের প্রভাব লেখাে এবং ভৌমজলের গুরুত্ব সংক্ষেপে লেখাে।

৪. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট এর মধ্যে পার্থক্য লেখাে।

9. গ্রাইকস ও সিঙ্কহােলের মধ্যে পার্থক্য লেখাে।

10. ভৌমজলের উৎস ও নিয়ন্ত্রকসমূহ কী?

11. সমুদ্রতরঙ্গ কী? সমুদ্রতরঙ্গের শ্রেণিবিভাগ করাে।

12. সমুদ্রতরঙ্গের ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সংক্ষেপে লেখাে।

13. উৎপত্তি ও গঠন অনুসারে প্রবালপ্রাচীরের শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলােচনা করাে।

14. প্রবালপ্রাচীরের উৎপত্তি সংক্রান্ত নিমজ্জন ও হৈমবাহিক নিয়ন্ত্রণ তত্ত্বটি সংক্ষেপে লেখাে।

15. মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

16. এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখাে।

17. কীভাবে মৃত্তিকার অবক্ষয় ঘটে থাকে ? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে বর্ণনা করাে।

18. আঞ্চলিক, অআঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখাে।

19. পেডালফার ও পেডােক্যাল মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখাে।

20. ঘূর্ণবাতের চক্ষুর সংজ্ঞা দাও । ক্রান্তীয় ঘূর্ণবাতের শ্রেণিবিভাগ ও উৎপত্তি সংক্ষেপে ব্যাখ্যা করাে।

21. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতােষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখাে।

22. উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখাে।

23. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখাে।

24. জেট স্ট্রিম কী ? এর বৈশিষ্ট্য লেখ ? মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করাে।

25. জেট স্ট্রিমের ইনডেক্স সাইকেল কী? ত্রিকোশ মডেল কী?

26. মৌসুমি বায়ুর উপর এল নিনাের প্রভাব ব্যাখ্যা করাে।

27. স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব সংক্ষেপে আলােচনা করাে।

28. মেসাফাইট, হাইড্রোফাইট ও হ্যালােফাইট উদ্ভিদের মধ্যে তুলনা করাে। মরু অঞ্চলের উদ্ভিদগুলি খর্বাকার হয় কেন?

29. জলজ উদ্ভিদ (Hydrophyte) ও লবণাম্বু উদ্ভিদ (Halophyte)-এর শ্রেণিবিভাগ করে অভিযােজনগত বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা করাে।

30. মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তার প্রধান কারণ কী ?

31. মৌসুমি বিস্ফোরণ কী? মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখাে।

32. নিরক্ষীয় জলবায়ু অঞল সম্পর্কে সংক্ষেপে লেখাে।

33. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞলে অধিকাংশ বৃষ্টিপাত শীতকালে হয় কেন ? নিরক্ষীয় অঞ্চলে সর্বদা পরিচলন বৃষ্টিপাত হয় কেন?

34. কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলােচনা করাে।

35. পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব সংক্ষেপে আলােচনা করাে।

36. গ্রিনহাউস এফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং কী? এর কারণ ও প্রভাব সংক্ষেপে আলােচনা করাে।

37. জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগ করাে। জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি / পদ্ধতিগুলি আলােচনা করাে।

38, জীববৈচিত্র্য কী? লাল তালিকা কী?

39. জীববৈচিত্র্য বিনাশের কারণ ও প্রভাবগুলি সংক্ষেপে লেখাে।

40. জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে ? সংরক্ষিত ও সুরক্ষিত বনভূমির মধ্যে পার্থক্য লেখাে।

আঞ্চলিক ভূগােল

1. ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলােচনা করাে।

2. নিবিড় জীবিকাসতাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও।

3. ব্যাপক কৃষি প্রধানত রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কী?

4. উষ্ণ ও আদ্র কৃষির মধ্যে পার্থক্য লেখাে। আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দু’টি করে সুফল ও কুফল লেখাে।

5. শস্যাবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখাে। ভারতে ডাল চাষের সমস্যা কী কী?

6. শ্বেত বিপ্লবের প্রভাব সংক্ষেপে লেখাে।

7. ভারতের নীল বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখাে।

৪. জীবিকাসতাভিত্তিক ও বাণিজ্যিক কৃষি/ নিবিড় ও ব্যাপক কৃষি/ স্থানান্তর ও স্থায়ী কৃষির মধ্যে পার্থক্য লেখাে ।

9. বাণিজ্যিক কৃষি ও বাজারভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্য লেখাে। বাজারভিত্তিক উদ্যান কৃষির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?

10. ধানচাষকে জীবিকাসতাভিত্তিক কৃষি বলা হয় কেন?

11. ধান ও গম উৎপাদনের অনুকূল পরিবেশের মধ্যে তুলনামূলক আলােচনা করাে।

12. ভূমধ্যসাগরীয় কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখাে।

13. শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে বিখ্যাত কেন? 

14. মুম্বাই-আমেদাবাদে বা পশ্চিম ভারতে কার্পাসবয়ন শিল্পের একদেশীভবনের কারণ কী?

15. কানাডা কাগজ শিল্পে উন্নত কেন?

16. মালয়েশিয়া রবার শিল্পে উন্নত কেন?

17. খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প কী? এই শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখাে।

18. পূর্ব ও মধ্যভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী?

19. ভারতে রেডিমেড পােশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে লেখাে।

20. কার্পাসবয়ন শিল্পে ভারত ও USA-এর উন্নতির কারণ কী ?

21. নিউ ইংল্যান্ড অঞলের কার্পাসবয়ন শিল্পে অবনতির কারণ কী?

22. ডেট্রয়েটে মােটরগাড়ি নির্মাণকেন্দ্র কেন বিকাশ লাভ করেছে?

23. দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?

24. ভারতে লৌহ-ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখাে।

25. পেট্রো-রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন?

26. বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলােচনা করাে।

27. জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।

28. কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য লেখাে।

29. ভারতের জনসংখ্যা বৃদ্ধির পর্যায়গুলি সংক্ষেপে লেখাে।

30. ভারতে জনাকীর্ণতা ও জনবিরলতার কয়েকটি প্রভাব লেখাে।

31. ভারতে জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সংক্ষেপে লেখাে।

32. উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের পার্থক্য লেখাে।

33. ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হওয়ার কারণ কী?

34. মানুষ-জমি অনুপাতকে একটি গতিশীল ধারণা বলার কারণ কী?

35. আয়তন অনুযায়ী ও লুই মামফোর্ডের তত্ত্ব অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ করাে।

36. বিভিন্ন ধরনের গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ কী?

37. ভারতে নগরায়ণের বৈশিষ্ট্যগুলি কী?

38. 2011 সালে ভারতে নগরায়ণের গতিপ্রকৃতি আলােচনা করাে।

39. গ্রামীণ ও পৌরবসতির মধ্যে পার্থক্য লেখাে।

40. মিশর কার্পাস চাষে উন্নত কেন ?

41. ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বর্ণনা দাও। ভারতে এই শিল্পের সমস্যা কী?

42. পশ্চিম ভারতে পেট্রো-রাসায়নিক শিল্প গড়ে ওঠার কারণ কী?

43. বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে কার্পাস শিল্প দক্ষিণাঞ্চলে স্থানান্তরের কারণ কী?

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

4 thoughts on “HS Geography Suggestion 2022 PDF Download WBCHSE | 2022 HS Exam Geography Suggestion”

Leave a Comment