কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয়?

কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয়?   4 Marks/Class 10

উত্তর:-

ভূমিকা : বিশ শতকের দ্বিতীয় শতক থেকেই ভারতের কংগ্রেসের অভ্যন্তরে একটি বামপন্থী মনােভাবাপন্ন গােষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে, যার ফলশ্রুতিরূপে ১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দলের আত্মপ্রকাশ ঘটে।

প্রেক্ষাপট : কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভবের প্রেক্ষাপটে দেখা যায় যে, (১) রুশ বিপ্লবের প্রভাব ও সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রাধান্য, (২) অসহযােগ আন্দোলনের সীমাবদ্ধতা, (৩) শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের দুঃখ-দুদর্শায় কংগ্রেস নেতৃত্বের উদাসীনতা, (৪) কমিউনিস্ট কার্যকলাপের প্রভাব, (৫) সমাজতন্ত্রে বিশ্বাসী জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসুর প্রভাব, (৬) আইন অমান্য আন্দোলনের ব্যর্থতা প্রভৃতি কারণে কংগ্রেসের ভিতরে একটি বামপন্থী গােষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে।

কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন : ১৯৩৪ খ্রিস্টাব্দে পাটনায় আচার্য নরেন্দ্রদেবের সভাপতিত্বে সর্বভারতীয় সমাজতন্ত্রী সম্মেলনে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনের প্রস্তাব নেওয়া হয়। ১৯৩৪ খ্রিস্টাব্দে ২৩ অক্টোবর বােম্বাই-এ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সমাজতন্ত্রী দল আত্মপ্রকাশ করে।

নেতৃত্ববৃন্দ : আচার্য নরেন্দ্রদেব, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পটবর্ধন, রামমনােহর লােহিয়া, ইউসুফ মেহের আলি, মিনু মাসানি প্রমুখ ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দলের মুখ্য কর্মকর্তা।

উদ্দেশ্য : এই দলের মুখ্য উদ্দেশ্যগুলি ছিল— (১) স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে ভারতের প্রাথমিক সংগ্রামে পরিণত করা, (২) কংগ্রেস একটি নেতৃত্বদানকারী প্রাথমিক সংগঠন হওয়ায় সমাজতন্ত্রী হিসেবে ভারতীয় কংগ্রেসের মধ্য থেকে কাজ করা, (৩) কংগ্রেসের ভেতরে থেকে বামপন্থী শক্তিকে সুদৃঢ় করা।

কর্মসূচি : কংগ্রেস সমাজতন্ত্রীদলের কর্মসূচিগুলি হল— (১) জাতীয় স্বার্থের পরিপন্থী এবং শ্রমিক স্বার্থবিরােধী আইনকে বাতিল করা, (২) স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের অপরাধে জমি থেকে উচ্ছেদ হওয়া কৃষক ও চাষির জমি ফেরত দেওয়া, (৩) অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করা, (৪) ধর্মঘট, পিকেটিং ও ইউনিয়ন গঠনের অধিকার আদায় করা, (৫) জমিদারি ও তালুকদারি প্রথার বিলােপ ঘটানাে এবং (৬) মতামত প্রকাশের অধিকার আদায় করা। 

উপসংহার : কংগ্রেস সমাজতন্ত্রী দলের মধ্যে নানা সীমাবদ্ধতা থাকলেও কংগ্রেস সমাজতন্ত্রী দল ১৯৪২ সালের ভারতছাড়াে আন্দোলনে সক্রিয় ভূমিকায় নেমেছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment