মুক ও বধির শিশুদের শিক্ষার প্রয়ােজনীয়তা আলােচনা করাে।

মুক ও বধির শিশুদের শিক্ষার প্রয়ােজনীয়তা আলােচনা করাে। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks

উত্তর:-

মুকও বধির শিশুদের শিক্ষার প্রয়ােজনীয়তা

মূক ও বধির শিশুরা আমাদের সমাজেরই একটি অংশ তাদের বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা উচিত। মূক ও বধির। শিশুদের শিক্ষার প্রয়ােজনীয়তা বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদদের যুক্তি হল— 

[1] মূক ও বধির শিশুরা তাদের প্রতিকূলতার জন্য সাধারণ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে পারে না| পঠন পাঠনের জন্য যে পরিকাঠামােগত সুযােগ সুবিধার দরকার, তার ব্যবস্থা সাধারণ বিদ্যালয়ে করা সম্ভব। নয়। তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা দরকার। 

[2] মূক ও বধির শিশুরা খুবই আবেগপ্রবণ হয়, ফলে সাধারণ শ্রেণি। শিখনের সময় তাদের আচার-আচরণ দেখে স্বাভাবিক শিশুরা হাসাহাসি করলে, তাদের মধ্যে হীনম্মন্যতা তৈরি হয়, তাদের আত্মবিশ্বাস

করতে থাকে। তাই তাদের জন্য বিশেষ শিক্ষার দরকার। 

[3] মূক ও বধির শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করলে, তারা ভাবে সমাজ ও রাষ্ট্র তাদের প্রতি সহানুভূতিশীল এবং সংবেদনশীল। ফলে তারা। শিক্ষায় আগ্রহী হয় এবং সমাজের প্রতি, দেশের প্রতি সম্ভবমতাে কর্তব্য পালন করার চেষ্টা করে। 

[4] মূক ও বধির শিশুদের হীনম্মন্যতা দূর করতে, পাশাপাশি উপযুক্ত বৃত্তি শিক্ষা ও প্রশিক্ষণের সাহায্যে তাদের ভবিষ্যতে স্বাবলম্বী করে তুলতে তাদের শিক্ষার ব্যবস্থা করা দরকার। 

[5] মূক ও বধির শিশুদের শিক্ষার আর একটি প্রয়ােজনীয়তা হল তাদের বিভিন্ন ধরনের কাজ চালানাের উপযােগী গঠন ক্ষমতার বিকাশে সাহায্য করা এবং নানান ধরনের যান্ত্রিক কৌশল অবলম্বনের দ্বারা তাদের শ্রবণ দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment