প্রশ্ন: নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলােচনা করাে। [ 5 Marks ]
উত্তর: নদীর বহনক্ষমতা প্রধানত চারটি বিষয়ের উপর নির্ভরশীল। যথা —
1. আকর্ষণ প্রক্রিয়া : ছােটো-বড়াে শিলাখণ্ডগুলি নদীর স্রোতের টানে নদীর তলদেশ দিয়ে এগিয়ে চলে।
2. ভাসমান প্রক্রিয়া : সূক্ষ্ম সূক্ষ্ম পলি, বালি, কাদা প্রভৃতি নদীর স্রোতে ভাসতে ভাসতে পরিবাহিত হয়।
3. লাম্ফদান প্রক্রিয়া : অপেক্ষাকৃত ছােটো-বড়াে শিলাখণ্ডগুলি নদীর তলদেশে ধাক্কা খেয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলে।
4. দ্রবণ প্রক্রিয়া : নদীর জলে শিলাস্তর বিয়ােজিত ও দ্রবীভূত হয়ে বাহিত হয়।
সন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব :
1. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি : জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, বনভূমি ধ্বংস প্রভৃতি কারণে পৃথিবীর উষ্ণতা বেড়ে চলেছে। এই উষ্ণতা বৃদ্ধির কারণে সুন্দরবন অঞলের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে পড়েছে।
2. সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি : পৃথিবীর উষ্ণুতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মেরু অঞলের বরফ গলে যাচ্ছে। এর ফলে সুন্দরবন অঞ্চলের সমুদ্রজলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
3. ম্যানগ্রোভ অরণ্যের বিনাশ : মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পাওয়ায় এবং উপকূলের অংশ জলে ডুবে থাকায় ম্যানগ্রোভ জাতীয় অরণ্য ধ্বংস হচ্ছে।
4. ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব : সুন্দরবনের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধিতে ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব লক্ষ করা যায়।
5. ভূমির লবণাক্ততা বৃদ্ধি : সমুদ্রজলতল বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন অঞ্চলে লবণাক্ত জলের প্রবেশ ঘটে। ফলে কৃষি ও খাদ্যের সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।