দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলােচনা করাে।

নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলােচনা করাে।

প্রশ্ন: নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলােচনা করাে। [ 5 Marks ]

উত্তর: নদীর বহনক্ষমতা প্রধানত চারটি বিষয়ের উপর নির্ভরশীল। যথা —

1. আকর্ষণ প্রক্রিয়া : ছােটো-বড়াে শিলাখণ্ডগুলি নদীর স্রোতের টানে নদীর তলদেশ দিয়ে এগিয়ে চলে।

2. ভাসমান প্রক্রিয়া : সূক্ষ্ম সূক্ষ্ম পলি, বালি, কাদা প্রভৃতি নদীর স্রোতে ভাসতে ভাসতে পরিবাহিত হয়।

3. লাম্ফদান প্রক্রিয়া : অপেক্ষাকৃত ছােটো-বড়াে শিলাখণ্ডগুলি নদীর তলদেশে ধাক্কা খেয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলে।

4. দ্রবণ প্রক্রিয়া : নদীর জলে শিলাস্তর বিয়ােজিত ও দ্রবীভূত হয়ে বাহিত হয়। 

সন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব :

1. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি : জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, বনভূমি ধ্বংস প্রভৃতি কারণে পৃথিবীর উষ্ণতা বেড়ে চলেছে। এই উষ্ণতা বৃদ্ধির কারণে সুন্দরবন অঞলের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে পড়েছে।

2. সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি : পৃথিবীর উষ্ণুতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মেরু অঞলের বরফ গলে যাচ্ছে। এর ফলে সুন্দরবন অঞ্চলের সমুদ্রজলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

3. ম্যানগ্রোভ অরণ্যের বিনাশ : মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পাওয়ায় এবং উপকূলের অংশ জলে ডুবে থাকায় ম্যানগ্রোভ জাতীয় অরণ্য ধ্বংস হচ্ছে।

4. ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব : সুন্দরবনের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধিতে ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব লক্ষ করা যায়।

5. ভূমির লবণাক্ততা বৃদ্ধি : সমুদ্রজলতল বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন অঞ্চলে লবণাক্ত জলের প্রবেশ ঘটে। ফলে কৃষি ও খাদ্যের সমস্যা বৃদ্ধি পাচ্ছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment