নারী ইতিহাস চর্চার উপর সংক্ষিপ্ত টীকা রচনা করাে ?

নারীসমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর অথবা নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।
অথবা
নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর
অথবা
নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।

উত্তর : সভ্যতার সূচনালগ্নে সমাজে নারী-পুরুষের তেমন ভেদাভেদ বা লিঙ্গ বৈষম্য ছিল না। কিন্তু কালক্রমে সমাজে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ শুরু হল। সমাজে পুরুষদের আধিপত্য স্থাপিত হল। নারীদের উপর নানা বিধি আরােপিত। হল। নারীরা তাদের পূর্বের অধিকার থেকে বঞ্চিত হল।

আধুনিক ইতিহাস চর্চায় এই ধারার পরিবর্তন ঘটলাে। প্রচলিত ইতিহাসের সংশােধন ঘটিয়ে সমাজ ও সভ্যতার ইতিহাসে নারীদের ভূমিকা ও অবদান সংক্রান্ত পুনর্মূল্যায়ন শুরু হল। ইতিহাস চর্চায় নারী সমাজ গুরুত্ব লাভ করলাে। এই ইতিহাস চর্চা নারী ইতিহাস নামে পরিচিত। ১৯৪৯ খ্রিস্টাব্দে সিমােন দ্য বােভেয়ার-এর ‘দি সেকেন্ড সেক্স’ গ্রন্থটির মধ্য দিয়ে এই ইতিহাস চর্চা গতি লাভ করে

নারী ইতিহাস চর্চায় প্রভাবশালী নারীদের পাশাপাশি সাধারণ নারীরাও গুরুত্ব পেল। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের অবদানকে এই ইতিহাস চর্চায় তুলে ধরা সম্ভব হয়েছে। লিঙ্গ বৈষম্য দূর ও নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ইতিহাস চর্চা। ইতিবাচক ভূমিকা পালন করেছে।

Read Also

নারী ইতিহাস চর্চার উপর সংক্ষিপ্ত টীকা রচনা করাে ?

আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও?

আধুনিক ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখাে?

ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির অবদান?

আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’-এর গুরুত্ব আলােচনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment