পরিবেশরক্ষায় জলাভূমির ভূমিকা – বাংলা প্রবন্ধ রচনা

পরিবেশরক্ষায় জলাভূমির ভূমিকা

ভূমিকা : জল হল জীবজগতের এক অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রাণীজগৎ ও উদ্ভিদজগৎ উভয়েই জলের ওপর নির্ভরশীল। তাই পরিবেশরক্ষায় জল ও জলাশয়ের অপরিসীম ভূমিকা রয়েছে। তবে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধি, বেহিসেবি নগরায়ণ, শিল্পের প্রসার এবং পরিকল্পনাহীন উন্নয়নের বিকৃত বিস্তারে প্রাকৃতিক জলাশয়গুলির অবস্থা বিপন্ন হতে বসেছে।

জলাভূমির তাৎপর্য ও বিপন্নতা : আমাদের সকলেরই জানা যে, পৃথিবীর তিনভাগ জল ও একভাগ স্থল। সত্যি কথা বললে প্রাণের অন্যতম উৎসই হল জল। প্রতিদিনের চলার পথে জলের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য। কিন্তু ভুললে চলবে না, জল নানাস্থানে যথাযথভাবে পাওয়া যায় না। তাই জীবনদায়ী জল, সযত্নে সংরক্ষণ করা জরুরি। জল সংরক্ষিত না-হলে পরিবেশ সুন্দর ও নির্মল হয়ে উঠবে না। ক্রমাগত গাছ কেটে উন্নয়নের ফলে দেখা দিচ্ছে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি, আবার কলকারখানার বর্জ্য জলে ফেলায় দূষণ বেড়েই চলেছে। ক্রমে একই পুকুরে মানুষ ও মােষ স্নান করছে, কাপড় কাচা হচ্ছে; সব মিলিয়ে জল পানের ও ব্যবহারের অযােগ্য হয়ে উঠছে। জলাভূমিকে অনেক স্থানে মাটি দিয়ে ভরে গড়ে তােলা হচ্ছে মিনি শহর। জলাভূমি সংকোচনের ফলে কলকাতার অনেক জায়গায় জলনিকাশি ব্যবস্থাতেও ত্রুটি ধরা পড়েছে। জলা অঞ্চল পরিবেশগতভাবে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশের কোনাে কিছুই নিছক অপ্রয়ােজনের সৃষ্টি নয়। বহু বছরের ভাঙাগড়ায় মানুষ আজকের মানবীয় পরিমণ্ডলকে পেয়েছে। তা মানুষের হাতে একবার বিনষ্ট হলে আর অতিসহজে পুনর্গঠিত হবে না। তাই মানুষকে তার চারপাশের পরিবেশের কার্যকারণ বুঝতে হবে, এর জন্য চাই পরিবেশকে ভালােবাসার শিক্ষা ও চেতনা। জলা অঞ্চল স্বাভাবিক পদ্ধতিতে জল জোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

প্রতিকারের উপায়-উপসংহার : জলা অঞ্চল নােংরা পরিষ্কার, জল শােধন, মাছ চাষ, খাদ্য উৎপাদন প্রভৃতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে—এ কথাটি মানুষকে জানাতে হবে। এ ছাড়াও বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, বৃষ্টির জল সংরক্ষণ, পরিবেশ শুদ্ধিকরণ, জমি ক্ষয় প্রতিরােধ, ভূগর্ভে জলের স্তর উন্নতিকরণ, লবণাক্ত ও অ-লবণাক্ত জলের মধ্যে প্রাচীর তৈরি করা ইত্যাদি বিষয়েও প্রতিটি প্রাকৃতিক জলাভূমির সদর্থক ভূমিকা আছে। শুধু এটুকুই নয়, অক্সিজেন উৎপাদনেও জলাভূমি গভীর ভূমিকা পালন করে। জলাভূমিই পারে আমাদের ভয়াবহ সাইক্লোন থেকে রক্ষা করতে। কিন্তু অজ্ঞ মানুষেরা নির্বিচারে জলাভূমি বুজিয়ে ফেলায় পরিবেশবিদ ও সমাজবিদরা অনেকেই মনে করেন আগামী দিনে জল নিয়ে সমাজজীবনে যে সমস্যা হাজির হবে তা জাতপাতের সমস্যা থেকেও বড়াে আকার ধারণ করবে। সুতরাং পরিবেশকে সুস্থ, সুন্দর রাখা এবং জনসাধারণকে এ বিষয়ে সচেতন করার সময় এসেছে।

জলাভূমি বাঁচানাের জন্য চলছে নানা সেমিনার, আলােচনা সভা এবং জনসচেতনতা বাড়ানাের বিভিন্ন ইতিবাচক প্রয়াস। জলের ঘাটতি কমাতে নতুন প্রজন্মদের সচেতন করতে নিয়মিত শুরু করতে হবে বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প। জল সংরক্ষিত করতে হলে গাছ লাগাতে হবে, বৃষ্টির জলকে ধরে রেখে তা কাজে লাগাতে হবে। একই সঙ্গে জলাশয় বােজানােও বন্ধ করতে হবে। এই সমস্ত বিষয়ে তৎপরতা এবং সচেতনতাই হয়তাে আগামী দিনে গড়ে তুলবে নতুন দিগন্ত।

আরো পড়ুন

নগরায়ণ বনাম সবুজায়ন – বাংলা প্রবন্ধ রচনা

বিজ্ঞানের সুফল ও কুফল – বাংলা প্রবন্ধ রচনা

বাংলার ঋতুবৈচিত্র্য – বাংলা প্রবন্ধ রচনা

কোভিড-১৯ – বাংলা প্রবন্ধ রচনা l

আন্তর্জাতিক যােগদিবস – বাংলা প্রবন্ধ রচনা l

Read More »

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “পরিবেশরক্ষায় জলাভূমির ভূমিকা – বাংলা প্রবন্ধ রচনা”

  1. লেখাটি খুব ই সুন্দর এবং ছাত্রদের জন্য খুব সহায়ক লেখা।

    Reply

Leave a Comment