প্রশ্ন: পরিণত ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ ?
অথবা,পরিণত ও অপরিণত মাটি এর মধ্যে পার্থক্য গুলি কি কি ?
উত্তর:
পরিণত মৃত্তিকা | অপরিণত মৃত্তিকা |
পরিণত মাটি গঠনকারী প্রক্রিয়ার কাজ প্রায় শেষ হয়ে আসে। | অপরিণত মাটি গঠনকারী প্রক্রিয়ার কাজ অসম্পূর্ণ থাকে। |
পরিণত মাটি তে আদি শিলার চিহ্ন থাকে না। | অপরিণত মাটিতে আদি শিলার চিহ্ন যথেষ্ট থাকে। |
পরিণত মাটির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি প্রায় স্থিতিশীল। | অপরিণত মাটির ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তনশীল। |
পরিণত মাটি দৃঢ় ও সুসংবদ্ধ হয়। | অপরিণত মাটি ভঙ্গুর ও আলগা হয়। |
দীর্ঘ সময়ের পর মাটি পরিণত অবস্থায় পৌঁছায় এবং এরপর মাটি ক্ষয়ের কবলে পড়ে। | দীর্ঘ সময়ের পর অপরিণত মাটি পরিণত মাটিতে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। |
Read Also
আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখ ?
মৃত্তিকা গঠন (Soil Structure) কাকে বলে? অথবা, মাটির গঠন বলতে কী বোঝো? মৃত্তিকা গঠনের গুরুত্ব লেখো।
মৃত্তিকা গঠনের প্রক্রিয়াগুলি আলোচনা করো।
ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো ?
পরিণত ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ ?
নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে ?
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।