প্রাত্যহিক জীবন জল
ভূমিকা:- জলের অপর নাম জীবন। মানুষসহ সমগ্র প্রাণী ও উদ্ভিদের প্রাণপ্রবাহের অন্যতম প্রধান উপাদান হল জল। মানবশরীরের একটা বড়াে অংশ জলীয় উপাদানে গঠিত। মানবজীবনের প্রতিটি মুহূর্তে জলের অনিঃশেষ উপযােগিতা। জল ছাড়া জীবনের একটি দিনও অচল। এই কারণে জলকে জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে।
জলের ব্যবহার:- জল ছাড়া আমাদের জীবনের একটি দিনও অতিবাহিত হয় না। পৃথিবীর তিনভাগ জল ও একভাগ স্থল হলে কী হবে, জল এখন দুর্লভ হয়ে উঠেছে, বিশেষ করে পানীয় জলের সংকট বেড়ে চলেছে। বৃহত্তর জীবনের পাশাপাশি প্রাত্যহিক জীবনেও জলের অপরিহার্যতা প্রশ্নাতীত। বৃহত্তর জীবনে পানীয় জল থেকে শুরু করে কৃষিকাজ, শিল্প-উৎপাদন, ধােলাই-মােছাই, স্নান থেকে তর্পণ সব কিছুতেই জলের অনিবার্য উপযােগ। গ্রাম হােক বা শহর, কুটির হােক বা প্রাসাদ, স্থলভাগ হােক বা অন্তরীক্ষ সর্বত্রই জলের অনিবার্য উপস্থিতি।
প্রাত্যহিক জীবনেও জলের নিত্য উপযোগিতা অস্বীকার করা যায় না। সকালবেলায় ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মুখ ধােয়া এবং বাথরুমে জলের অপ্রতুলতা মানেই হইচই, অসন্তোষের ব্যাপার। এবার খবরের কাগজ চোখের সামনে ধরে হাতে চায়ের যে-কাপটি তুলে নিই তা তাে ফোটানাে জলের দান। মা ততক্ষণে রান্না বসিয়েছেন। জল সেখানে অপরিহার্য। কাজের মাসি যত্ন করে আনাজ কেটে, মাছ কেটে জলে ধুয়ে মায়ের হাতের কাছে জুগিয়ে দিয়ে গেছে। বাড়িতে ফিলটারের পরিস্রুত জল সকলে ব্যবহার করে।।
জল যে শুধু পান করার জন্য লাগে তা নয়, জল ছাড়া চা-দুধ-খাদ্যপানীয় কিছুই বানানাে সম্ভব নয়। নিত্যদিন ওষুধ খেতেও জল লাগে। প্রত্যহের জামাকাপড় কাচার জন্য প্রচুর জল লাগে।
ছাদের টবে ফুলের গাছে যে সবুজের সমারােহ আর পুষ্পশােভা, তার জন্যও তাে প্রতিদিন সকাল-বিকাল জল দেওয়া প্রয়ােজন। একজন শ্রমিকের কাছেও জল অপরিহার্য, একজন জেলের জীবিকার প্রধান কেন্দ্র হল জল ও জলাভূমি। এইভাবে সমাজে সমস্ত মানুষের প্রাত্যহিক জীবনের প্রয়ােজন মিটিয়ে চলেছে জল।
জলের অপব্যবহার:- জীবনদায়ী জলকে আমরা সযত্নে সংরক্ষণ করতে পারি না। অপচয়, অপব্যবহার করে আমরা জলসম্পদকে অমর্যাদা করছি। ঠিকমতাে জল ব্যবহার করা ও করতে শেখানাের জন্য আমাদের গণসচেতনতা বাড়াতে হবে। জলকে নানাভাবে দূষিত করে জলকে ব্যবহারের অযােগ্য করে তুলছি। জলকে নির্মল রাখার জন্য সার্বিক প্রয়াস প্রয়ােজন। ভূগর্ভস্থ জলে আর্সেনিক বা আরও অনেক মারণ জীবাণু থাকায় তা আমাদের সুস্বাস্থ্যের সহায়ক নয়। মাটির ওপরের জলকে ব্যবহারযােগ্য করার জন্য উদ্যোগী হওয়া দরকার।
উপসংহার:- নিত্যব্যবহার্য জলের অতিব্যবহার ও অব্যবহার রােধ করা প্রয়ােজন। বৃষ্টির জলের সংরক্ষণ ও পুনর্ব্যবহার,’ জল ধরাে জল ভরাে’-র মতাে প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক জলকে বাঁচিয়ে ব্যবহারের উপযােগী করে তােলার শিক্ষা ও সচেতনতা প্রয়ােজন। সামাজিক জীবনে জলাভাব যে কী ধরনের অসন্তোষের কারণ হয় তা সংবাদপত্রে রােজই আমরা দেখতে পাই। তাই জল হল আমাদের প্রাণ, জলই জীবন। আমরা সবাই মিলে যদি জলকে যত্ন করে বাঁচিয়ে রাখার এবং নির্মল রাখার প্রয়াস না-নিই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের তার মাশুল গুনতে হবে।
আরো পড়ুন
প্রাকৃতিক বিপর্যয় : সমস্যা ও প্রতিকার – বাংলা প্রবন্ধ রচনা
আমাদের পরিবেশ : সমস্যা ও প্রতিকার – বাংলা প্রবন্ধ রচনা
পরিবেশরক্ষায় অরণ্য – বাংলা প্রবন্ধ রচনা
গাছ আমাদের বন্ধু – বাংলা প্রবন্ধ রচনা
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে এই প্রবন্ধ রচনা
Very very good😎
Baah bhalo hoyeche
Yes this is a good paragraph
Very very good paragraph thank you 🙏🙏🥺🥺☺️☺️