পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | Puimacha MCQ Question Answer | Class 11 | WBCHSE

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 এর পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের একাদশ শ্রেনীর নতুন সিলেবাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা পুঁইমাচা গল্প রয়েছে। গল্প থেকে সম্ভাব্য সমস্ত MCQ প্রশ্ন উত্তর গুলি আমরা এখানে দিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।

পুঁইমাচা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | Puimacha MCQ Question Answer

১. সহায়হরি চাটুজ্যের স্ত্রীর নাম—
(ক) অন্নপূর্ণা
(খ) অন্নদা
(গ) তারাসুন্দরী
(ঘ) আন্নাকালী
উত্তর : (ক) অন্নপূর্ণা

২. সহায়হরি চাটুজ্যে তাঁর স্ত্রীকে যা দিতে বলেছিলেন—
(ক) একটা বড়ো গামলা
(খ) একটা বড়ো বাটি
(গ) একটা কাপপ্লেট
(ঘ) একটা বড়ো বাটি কি ঘটি
উত্তর : (ঘ) একটা বড়ো বাটি কি ঘটি

৩. রসের জন্য গাছ কেটেছিল—
(ক) সহায়হরি চাটুজ্যে
(খ) তারক খুড়ো
(গ) কালীময়
(ঘ) কেষ্ট মুখুজ্জে
উত্তর : (খ) তারক খুড়ো

৪. শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন—
(ক) মাঠের ধারে
(খ) আমগাছ তলায়
(গ) রান্নাঘরের দাওয়ায়
(ঘ) পুকুর পাড়ে
উত্তর : (গ) রান্নাঘরের দাওয়ায়

৫. অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করছিল—
(ক) নারকেল তেল
(খ) সরষের তেল
(গ) মধু
(ঘ) গাওয়া ঘি
উত্তর : (ক) নারকেল তেল

৬. “তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার?”—কথাটি বলেছিলেন—
(ক) অন্নপূর্ণা সহায়হরিকে
(খ) সহায়হরি অন্নপূর্ণাকে
(গ) অন্নপূর্ণা ক্ষেন্তিকে
(ঘ) সহায়হরি ক্ষেন্তিকে
উত্তর : (ক) অন্নপূর্ণা সহায়হরিকে

৭. সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল —
(ক) স্ত্রীর ক্রোধের কারণে
(খ) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে
(গ) প্রাকৃতিক দুর্যোগের কারণে
(ঘ) ক্ষেন্ডির সন্ধান না পাওয়ায়
উত্তর : (খ) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে

৮. অন্নপূর্ণার মতে ভদ্রলোকদের গ্রামে বাস করা যায় না যে কারণে —
(ক) লেখাপড়া না শিখলে
(খ) পুজার্চনায় মন না দিলে
(গ) বাগদি-দুলে পাড়ায় ঘুরে বেড়ালে
(ঘ) প্রচুর অর্থ উপার্জন না করলে
উত্তর : (গ) বাগদি-দুলে পাড়ায় ঘুরে বেড়ালে

৯. অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল কারণ—
(ক) তাঁরা অস্পৃশ্য ছিল
(খ) তাঁরা ধর্মীয় নিয়মকানুন মানত না
(গ) তাঁদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি
(ঘ) নিম্নবর্ণের মানুষদের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল
উত্তর : (গ) তাঁদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি

১০. সহায়হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল—
(ক) কালীময় ঠাকুর
(খ) কালীধন ঠাকুর
(গ) বিষ্ণু সরকার
(ঘ) শ্রীমন্ত মজুমদার
উত্তর : (ক) কালীময় ঠাকুর

১১. অন্নপূর্ণার কথামতো ক্ষেন্তির বয়স হয়েছিল—
(ক) বারো বছর
(খ) তেরো বছর
(গ) চোদ্দো বছর
(ঘ) পনেরো বছর
উত্তর : (ঘ) পনেরো বছর

১২. খিড়কির দরজার কাছে ক্ষেন্তির হাতে সহায়হরি দেখেছিল-
(ক) পাটশাক
(খ) পুঁইশাক
(গ) নটেশাক
(ঘ) কুমড়ো
উত্তর : (খ) পুঁইশাক

১৩. ক্ষেন্ডিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে—
(ক) গয়াবুড়ি
(খ) হাজরাবুড়ি
(গ) পুষ্পা জেলেনি
(ঘ) সাবিত্রী
উত্তর : (ক) গয়াবুড়ি

১৪. ক্ষেন্তির চেহারা ছিল—
(ক) শীর্ণকায়
(খ) গোলগাল
(গ) খর্বাকৃতি
(ঘ) দোহারা
উত্তর : (খ) গোলগাল

১৫. অন্নপূর্ণার মতে বিয়ে হলে ক্ষেন্তি হত—
(ক) পাকা গিন্নি
(খ) দক্ষ রাঁধুনি
(গ) চার ছেলের মা
(ঘ) শাশুড়ির পছন্দের মেয়ে
উত্তর : (গ) চার ছেলের মা

১৬. “… মাটিতে পড়িয়া গেল।” –যা মাটিতে পড়ে গিয়েছিল—
(ক) আমের গুটি
(খ) রেগুন
(গ) পুঁইশাকের বোঝা
(ঘ) বাতাবি লেবু
উত্তর : (গ) পুঁইশাকের বোঝা

১৭. সহায়হরির ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে —
(ক) অত্যন্ত শ্রদ্ধা করত
(খ) অত্যন্ত ভয় করত
(গ) গুরুত্ব দিত না
(ঘ) বন্ধুর মতো আচরণ করত
উত্তর : (খ) অত্যন্ত ভয় করত

১৮. “তা এনেছে ছেলে মানুষ খাবে বলে….” –যা আনার কথা বলা হয়েছে-
(ক) পুঁইশাক
(খ) কাঁচা আম
(গ) মুলো
(ঘ) খেজুরের রস
উত্তর : (গ) মুলো

১৯. সহায়হরি এবং অন্নপূর্ণার ছোটোমেয়ের নাম ছিল—
(ক) রাধী
(খ) ক্ষেন্তি
(গ) পুঁটি
(ঘ) মান্তু
উত্তর : (ক) রাধী

২০. রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়েছিল—
(ক) বড়ো মেয়ের মুখের কাতর দৃষ্টি
(খ) ক্ষেন্তির বিয়ে না হওয়ার দুশ্চিন্তা
(গ) সহায়হরির সংসারে অমনোযোগ
(ঘ) গ্রামের লোকেদের কথাবার্তা
উত্তর : (ক) বড়ো মেয়ের মুখের কাতর দৃষ্টি

২১. “বাকিগুলা কুড়ানো যায় না,” – কুড়োতে না-পারার কারণ—
(ক) সেগুলো নষ্ট হয়ে গিয়েছে
(খ) ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে
(গ) কাদায় অদৃশ্য হয়ে গেছে
(ঘ) কোনো খোঁজ পাওয়া যায়নি
উত্তর : (খ) ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে

২২. ক্ষেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল-
(ক) মায়ের মুখে হাসি দেখে
(খ) পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে
(গ) বাবার সঙ্গে বাইরে যেতে পারায়
(ঘ) বোনেদের সঙ্গে খেলতে পারায়
(খ) পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে

২৩. সহায়হরির ডাক পড়েছিল—
(ক) পাড়ার দুর্গামঞ্চে
(খ) কালীমায়ের চণ্ডীমণ্ডপে
(গ) বটতলায়
(ঘ) হাটখোলার বাজারে
উত্তর : (খ) কালীমায়ের চণ্ডীমণ্ডপে

২৪. কালীময় যার কথা উল্লেখ করেছিলেন—
(ক) কেষ্ট চাটুজ্জে
(খ) কেষ্ট ভট্টাচার্য
(গ) কেষ্ট মুখুজ্জে
(ঘ) রায়বাবু
উত্তর: (গ) কেষ্ট মুখুজ্জে

২৫. সহায়হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সঙ্গে—
(ক) শ্রীমন্ত মজুমদার
(খ) শ্রীমন্ত মিত্র
(গ) অনাদি মজুমদার
(ঘ) শ্রীমন্ত বাড়ুজ্জে
উত্তর: (ক) শ্রীমন্ত মজুমদার

২৬. ক্ষেন্তি যখন তার বাবাকে ডাকতে এসেছিল তখন সহায়হরি—
(ক) ঘুমাচ্ছিলেন
(খ) বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন
(গ) উঠোনে কাঠ কাটছিলেন।
(ঘ) রোদ পোহাচ্ছিলেন
উত্তর: (ঘ) রোদ পোহাচ্ছিলেন

২৭. সহায়হরি ক্ষেন্তিকে যা আনতে বলেছিলেন—
(ক) কুডুল
(খ) কাটারি
(গ) কাস্তে
(ঘ) শাবল
উত্তর: (ঘ) শাবল

২৮. মুখুজ্জে বাড়ির ছোটো মেয়ের নাম ছিল—
(ক) দুর্গা
(খ) লক্ষ্মী
(গ) পুঁটি
(ঘ) কেটি
উত্তর: (ক) দুর্গা

২৯. মুখুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পড়েছিল—
(ক) নবান্ন মাখার জন্য
(খ) ইতুর ঘটগুলো বের করে দেওয়ার জন্য
(গ) পুঁইশাকের চচ্চড়ি রান্না করার জন্য
(ঘ) নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য
উত্তর: (ঘ) নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য

৩০. আমড়া গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল—
(ক) একটা লম্বা ল্যাজঝোলা ফিঙে পাখি
(খ) একটা ল্যাজঝোলা হলদে পাখি
(গ) একটা লম্বা ঠোটবিশিষ্ট কাঠঠোকরা
(ঘ) কুচকুচে কালো একটা কাক
উত্তর: (খ) একটা ল্যাজঝোলা হলদে পাখি

৩১. অন্নপূর্ণা কিন্তু আর-একটা জিনিস লক্ষ্য করিলেন”— অন্নপূর্ণা আর যা লক্ষ করেছিলেন—
(ক) একটা হলুদ পাখি
(খ) গাছে পাকা পেঁপে
(গ) একটা ডোরাকাটা সাপ
(ঘ) কিছু খোঁড়ার আওয়াজ
উত্তর: (ঘ) কিছু খোঁড়ার আওয়াজ

৩২. ক্ষেন্তি উঠোনের রৌদ্রে বসে যা করছিল— 
(ক) কুটনো কাটছিল
(খ) বোনের সঙ্গে খেলা করছিল
(গ) খোঁপা খুলছিল
(ঘ) ফুলের মালা গাঁথছিল
উত্তর: (গ) খোঁপা খুলছিল

৩৩. “এক্ষুনি যাবো আর আসবো।” —ক্ষেন্তি যেখানে যাওয়ার কথা বলেছে —
(ক) ফুল তুলতে
(খ) মুখুজ্জেদের বাড়িতে
(গ) রায়বাবুদের বাড়িতে
(ঘ) স্নান করতে
উত্তর: (ঘ) স্নান করতে

৩৪. সহায়হরি ঘাড়ে করে এনেছিলেন—
(ক) মানকচু
(খ) বুনো ওল
(গ) মেটে আলু
(ঘ) মাটির ঝুড়ি
উত্তর: (গ) মেটে আলু

৩৫. সহায়হরির কথামতো তাকে মেটে আলু দিয়েছিল— 
(ক) মানিক চৌকিদার
(খ) ময়শা চৌকিদার
(গ) লালন চৌকিদার
(ঘ) ছোটেলাল
উত্তর: (খ) ময়শা চৌকিদার

৩৬. “ক্ষেন্তির মুখ শুকাইয়া গেল”– যে কারণে— 
(ক) মায়ের ডাক শুনে
(খ) বাবার কথা শুনে
(গ) জঙ্গলের অন্ধকারে
(ঘ) বাড়িতে কেউ না থাকায়
উত্তর: (ক) মায়ের ডাক শুনে

৩৭. ক্ষেন্তির তরকারির খেতে একমাত্র সজীব গাছ ছিল—
(ক) একটা লাউয়ের চারা
(খ) একটা পুঁইশাকের চারা
(গ) একটা ফলসার চারা
(ঘ) একটা কুমড়ো গাছ
উত্তর: (খ) একটা পুঁইশাকের চারা

৩৮. “এখন যে জল না পেয়ে মরে যাবে।” – যা মরে যাওয়ার কথা বলা হয়েছে—
(ক) একটা শীর্ণ লাউয়ের চারা
(খ) পুঁইশাকের চারা
(গ) করবীর চারা
(ঘ) মাগুর মাছ
উত্তর: (খ) পুঁইশাকের চারা

৩৯. সহায়হরি সকালে উঠে তার দুই মেয়েকে যেখানে দেখলেন—
(ক) বিছানায় অঘোরে ঘুমোচ্ছে
(খ) বাগানে খেলা করছে
(গ) মা-র কাছে বসে আছে
(ঘ) কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে
উত্তর: (ঘ) কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে

৪০. শীতের সকালে ক্ষেন্তিকে দেখা যায়—
(ক) গায়ে চাদর দিয়ে রোদে দাঁড়িয়ে আছে
(খ) খেজুর রস নিয়ে বাড়িতে আসছে
(গ) বোনেদের সঙ্গে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে
(ঘ) মুখুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে
উত্তর: (ঘ) মুখুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে

৪১. সহায়হরি ক্ষেন্তির জন্য জামা কিনেছিলেন—
(ক) স্টেশনের বাজার থেকে 
(খ) পাড়ার দোকান থেকে
(গ) হরিপুরের রাসের মেলা থেকে
(ঘ) শ্যামপুরের রথের মেলা থেকে
উত্তর: (ঘ) শ্যামপুরের রথের মেলা থেকে

৪২. ক্ষেন্তির জন্য সহায়হরির কিনে দেওয়া জামার দাম ছিল—
(ক) আড়াই টাকা
(খ) তিন টাকা
(গ) পাঁচ টাকা
(ঘ) দশ টাক
উত্তর: (ক) আড়াই টাকা

৪৩. ক্ষেন্তির জামাটি থাকত—
(ক) আলমারির মধ্যে
(খ) তার টিনের তোরঙ্গে
(গ) আলনায়
(ঘ) তার শোওয়ার ঘরের দড়িতে
উত্তর: (খ) তার টিনের তোরঙ্গে

৪৪. “সেখানে সরাইয়া দিল,” – ক্ষেন্তি যা সরিয়ে দিয়েছিল—
(ক) নারকেল কোরা
(খ) নারকেলের মালা
(গ) পিঠের পাত্র
(ঘ) ময়দার গোলা রাখা পাত্র
উত্তর: (ঘ) ময়দার গোলা রাখা পাত্র

৪৫, “সে তো কেমন ভালো লাগে।” –যা ভালো লাগার কথা বলা হয়েছে—
(ক) পুঁইশাকের চচ্চড়ি
(খ) মেটে আলুর তরকারি
(গ) নারকেলের ছাঁই দেওয়া পাটিসাপটা
(ঘ) চালতার আচার
উত্তর: (গ) নারকেলের ছাঁই দেওয়া পাটিসাপটা

৪৬. “সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে” —যে কারণে ক্ষেন্তির এই মানসিক তৃপ্তি —
(ক) মা-র কথা শুনে 
(খ) নারকেল কোরা খেয়ে
(গ) পাটিসাপটা খেয়ে
(ঘ) বাড়িতে পুঁইশাকের চারা পুঁততে পেরে
উত্তর: (খ) নারকেল কোরা খেয়ে

৪৭, “বার করে নিয়ে আয়।” –যা বের করে আনার কথা বলা হয়েছে—
(ক) জল দেওয়া ভাত
(খ) গরম ভাত
(গ) জলের পাত্র
(ঘ) পিঠের পাত্র
উত্তর: (ক) জল দেওয়া ভাত

৪৮. ক্ষেন্তির খাওয়ার ধরন হল—
(ক) সে মুখ বুজে শান্তভাবে খায়
(খ) খেতে খেতে অন্যদের খাবারের দিকে নজর রাখে
(গ) অত্যন্ত দ্রুত খেয়ে উঠে যায়
(ঘ) খেতে খেতে গল্প করে
উত্তর: (ক) সে মুখ বুজে শান্তভাবে খায়

৪৯. অন্নপূর্ণার কাছে ক্ষেন্তি ছিল—
(ক) অলস ঘুমকাতুরে কম পরিশ্রমী
(খ) স্পষ্টভাষী কিন্তু নরম মনের মেয়ে
(গ) শান্ত, নিরীহ একটু বেশিমাত্রায় ভোজনপ্রিয়
(ঘ) দুর্বিনীত ডানপিটে স্বভাবের
উত্তর: (গ) শান্ত, নিরীহ একটু বেশিমাত্রায় ভোজনপ্রিয়

৫০. ক্ষেন্তির বিয়ে হয়েছিল—
(ক) মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহে
(খ) ফাল্গুন মাসের শুরুতে
(গ) বৈশাখ মাসের প্রথম দিকে
(ঘ) আষাঢ়ের শেষ দিকে
উত্তর: (গ) বৈশাখ মাসের প্রথম দিকে

৫১. ক্ষেন্তির বিয়ের ঘটকালি করেছিল—
(ক) পাঁচু ঘটক
(খ) এক দূর-সম্পর্কের আত্মীয়
(গ) রামেশ্বর ঘটক
(ঘ) গ্রামের কালীময় মুখার্জি
উত্তর: (খ) এক দূর-সম্পর্কের আত্মীয়

৫২. যার সঙ্গে ক্ষেন্তির বিয়ে হয়েছিল তার বয়স- 
(ক) তিরিশ-এর আশেপাশে
(খ) ছত্রিশ
(গ) চল্লিশের খুব বেশি নয়
(ঘ) পঞ্চাশ অতিক্রম করে গেছে
উত্তর: (গ) চল্লিশের খুব বেশি নয়

৫৩. পালকি বাহকদের বলা হয়-
(ক) ভিস্তি
(খ) বেহারা
(গ) মাল্লা
(ঘ) গাড়োয়ান
উত্তর: (খ) বেহারা

৫৪. শ্বশুরবাড়িতে যাওয়ার সময় ক্ষেন্তি পরেছিল—
(ক) জামদানি
(খ) ঢাকাই
(গ) বেনারসি
(ঘ) বালুচরী
উত্তর: (ঘ) বালুচরী

৫৫. “তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে?” –এ কথা বলেছিলেন—
(ক) বিষ্ণু সরকার
(খ) কালীময়বাবু
(গ) পাড়ার ঠানদিদি
(ঘ) অন্নপূর্ণা
উত্তর: (গ) পাড়ার ঠানদিদি

৫৬. উঠোনের মাচায় রৌদ্রে অন্নপূর্ণা শুকোতে দিয়েছিল –
(ক) কুলের আচার
(খ) চালতার আচার
(গ) আমসত্ত্ব
(ঘ) ভেজা কাঠ
উত্তর: (গ) আমসত্ত্ব

৫৭. ঘরের দাওয়ায় বসে সহায়হরি কথা বলছিল যে প্রতিবেশীর সঙ্গে—
(ক) বিষ্ণু সরকার
(খ) তারক খুড়ো
(গ) কেষ্ট মুখুজ্জে
(ঘ) কালীময়
উত্তর: (ক) বিষ্ণু সরকার

৫৮.বিষ্ণু সরকার বসেছিলেন—
(ক) মাটিতে
(খ) শতরঞ্চিতে
(গ) আসনে
(ঘ) তালপাতার চাটাইয়ে
উত্তর: (ঘ) তালপাতার চাটাইয়ে

৫৯. ক্ষেন্ডির যে অসুখ করেছিল—
(ক) ম্যালেরিয়া
(খ) বসন্ত
(গ) কলেরা
(ঘ) টাইফয়েড
উত্তর: (খ) বসন্ত

৬০. ক্ষেন্তির বিয়েতে বরপণ বাকি ছিল— 
(ক) একশো টাকা
(খ) আড়াইশো টাকা 
(গ) তিনশো টাকা
(ঘ) হাজার টাকা
উত্তর: (খ) আড়াইশো টাকা 

৬১.“একেবারে চামার…” – যার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে—
(ক) কালীময়
(খ) ক্ষেন্ডির শ্বশুরবাড়ি
(গ) রায়বাড়ি
(ঘ) শ্রীমন্ত মজুমদার
উত্তর: (খ) ক্ষেন্ডির শ্বশুরবাড়ি

৬২. সহায়হরি ক্ষেন্তিকে শ্বশুরবাড়িতে দেখতে গিয়েছিল—
(ক) আষাঢ় মাসে
(খ) আশ্বিন মাসে
(গ) পৌষ মাসে
(ঘ) ফাল্গুন মাসে
উত্তর: (গ) পৌষ মাসে

৬৩. “যেমনি মেয়ে ঠিক তেমনি বাপ” —বলেছিল—
(ক) বিষ্ণু সরকার
(খ) ক্ষেন্তির শ্বশুর
(গ) ক্ষেন্তির শাশুড়ি
(ঘ) শ্রীমন্ত মজুমদার
উত্তর: (গ) ক্ষেন্তির শাশুড়ি

৬৪. অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা তৈরি করছিল—
(ক) পাটিসাপটার জন্য 
(খ) সরুচাকলি পিঠের জন্য
(গ) রসবড়ার জন্য
(ঘ) গোকুল পিঠের জন্য
উত্তর: (খ) সরুচাকলি পিঠের জন্য

৬৫. উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল-
(ক) সহায়হরি
(খ) সহায়হরি ও ক্ষেন্তি
(গ) ক্ষেন্তি ও পুঁটি
(ঘ) পুঁটি ও রাধী
উত্তর: (ঘ) পুঁটি ও রাধী

৬৬. ষাঁড়াগাছের ঝোপের মাথায় ছিল—
(ক) তেলাকুচো লতার খোল
(খ) টুনটুনি পাখির বাসা 
(গ) চিলের ডাল
(ঘ) অন্ধকারের জটা
উত্তর: (ক) তেলাকুচো লতার খোল

৬৭.পুঁটি পিঠে ছুঁড়ে ফেলেছিল—
(ক) ঘেঁটু বনে
(খ) আশ শ্যাওরার বনে
(গ) ষাঁড়াগাছের ঝোপের মাথায় 
(ঘ) ডোবার দিকে
উত্তর: (গ) ষাঁড়াগাছের ঝোপের মাথায় 

৬৮. পুঁটি ভয় পেয়েছিল—
(ক) শিয়ালের ডাকে
(খ) বাঁশবনের নিস্তব্ধতায়
(গ) রাধীর চিৎকারে
(ঘ) মেঘ ডাকার কারণে
উত্তর: (খ) বাঁশবনের নিস্তব্ধতায়

৬৯. জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল—
(ক) একটি শিয়াল
(খ) একটি কাঠঠোকরা পাখি
(গ) হুতোম পেঁচা
(ঘ) ময়না
উত্তর: (খ) একটি কাঠঠোকরা পাখি

৭০. “পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল”—
(ক) অনেকদিন দিদির বাড়ি যাওয়া হয়নি
(খ) বাবা ফিরলে একসঙ্গে খাবে
(গ) তাদের খাওয়াতে গিয়ে মার খাওয়া হয় না
(ঘ) দিদি পিঠে খেতে খুব ভালোবাসত
উত্তর: (ঘ) দিদি পিঠে খেতে খুব ভালোবাসত

৭১. “… খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল”—
(ক) পুঁটি
(খ) অন্নপূর্ণা ও সহায়হরি
(গ) অন্নপূর্ণা
(ঘ) অন্নপূর্ণা-পুঁটি-রাধী
উত্তর: (ঘ) অন্নপূর্ণা-পুঁটি-রাধী

৭২. ক্ষেন্তির পোঁতা পুঁইগাছটি যেন ছিল—
(ক) জীবনের একচিলতে বিস্ময়
(খ) তিন বোনের মিলিত সম্পর্ক
(গ) কৈশোরের স্বপ্নের প্রথম বেড়ে ওঠা
(ঘ) ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য
উত্তর: (ঘ) ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য

৭৩. ‘পুঁইমাচা’ গল্পটি কার লেখা ?
(ক) বিভূতিভূষণ মুখোপাধ্যায়
(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৭৪.‘পুঁইমাচা’ গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন্ পত্রিকায় ?
(ক) সবুজপত্র
(খ) প্রবাসী
(গ) বিচিত্রা
(ঘ) ভারতী
উত্তর: (খ) প্রবাসী

৭৫.‘পুঁইমাচা’ গল্পটি প্রথম কোন্ গল্পগ্রন্থে সংকলিত হয় ?
(ক) মৌরী ফুল
(খ) যাত্রাবদল
(গ) মেঘমল্লার
(ঘ) কিন্নর দল
উত্তর: (গ) মেঘমল্লার

৭৬. ‘পুঁইমাচা’ গল্পে ক্ষেন্তির বাবার নাম কী ছিল ?
(ক) সহায়হরি মুখুজ্যে
(খ) সহায়হরি চাটুজ্যে
(গ) সহায়চরণ মুখুজ্যে
(ঘ) সহায়চরণ চাটুজ্যে
উত্তর: (খ) সহায়হরি চাটুজ্যে

৭৭.সহায়হরি চাটুজ্যের স্ত্রীর নাম কী? অথবা, ‘পুঁইমাচা’ গল্পে ক্ষেন্তির মায়ের নাম কী?
(ক) বিশ্বেশ্বরী
(খ) অন্নপূর্ণা
(গ) সর্বজয়া
(ঘ) অন্নপূর্ণা
উত্তর: (ঘ) অন্নপূর্ণা

৭৮. সহায়হরি চাটুজ্যের বড়ো মেয়ের নাম কী? অথবা, অন্নপূর্ণার বড়ো মেয়ের নাম কী?
(ক) রাধী
(খ) পুঁটি
(গ) দুর্গা
(ঘ) ক্ষেন্তি
উত্তর: (ঘ) ক্ষেন্তি

৭৯. ‘পুঁইমাচা’ গল্পে সহায়হরি চাটুজ্যের কয় মেয়ে ?
অথবা, ‘পুঁইমাচা’ গল্পে ক্ষেন্ডিরা কয় বোন ছিল ?
(ক) দুই
(খ) চার
(গ) তিন
(ঘ) পাঁচ
উত্তর: (গ) তিন

৮০.‘পুঁইমাচা’ গল্পে সহায়হরি চাটুজ্যের মেজোময়ের নাম কী?
অথবা, ‘পুঁইমাচা’ গল্পে অন্নপূর্ণার মেজোমেয়ের নাম কী?
অথবা, ‘পুঁইমাচা’ গল্পে ক্ষেন্তির বড়ো বোনের নাম কী ?
(ক) ক্ষেন্তি
(খ) পুঁটি
(গ) রাধী
(ঘ) দুর্গ
উত্তর: (গ) রাধী

৮১. ‘পুঁইমাচা’ গল্পে সহায়হরি চাটুজ্যের ছোটো মেয়ের নাম কী?
অথবা, ‘পুঁইমাচা’ গল্পে অন্নপূর্ণার ছোটো মেয়ের নাম কী?
অথবা, ‘পুঁইমাচা’ গল্পে ক্ষেন্তির ছোটো বোনের নাম কী?
(ক) রাধী
(খ) ক্ষেন্তি
.(গ) পুঁটি
(ঘ) দুর্গা
উত্তর: (গ) পুঁটি

৮২. সহায়হরি চাটুজ্যে কার বাড়ি থেকে খেজুরের রস আনতে চাইছিলেন ?
অথবা, ‘পুঁইমাচা’ গল্পে কার বাড়িতে খেজুর গাছ কাটা হয়েছিল ?
(ক) তারখ খুড়ো
(খ) মুখুজ্যে খুড়ো
(গ) চাটুজ্যে খুড়ো
(ঘ) হরিহর খুড়ো
উত্তর: (ক) তারখ খুড়ো

৮৩. ‘পুঁইমাচা’ গল্পটির একেবারে শুরুতে যে সময়কালের বর্ণনা আছে, তা—
(ক) গ্রীষ্মকাল
(খ) বর্ষাকাল
(গ) শীতকাল
(ঘ) বসন্তকাল
উত্তর: (গ) শীতকাল

১. অন্নপূর্ণা বোতল থেকে নারকেল তেল সংগ্রহ করছিল শীতকালের______________l
(ক) সকালবেলা
(খ) দুপুরবেলা
(গ) শেষ বিকেলে
(ঘ) সন্ধ্যায়
উত্তর: (ক) সকালবেলা

২. “_____________ তোমায় একঘরে করবে তা আর এমন কঠিন কথা কি?”
(ক) মজুমদাররা
(খ) চৌধুরীরা
(গ) রায়বাবুরা
(ঘ) মুখুজ্যেরা
উত্তর: (খ) চৌধুরীরা

৩. “অন্নপূর্ণা___________ হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন ”
(ক) দাওয়া
(খ) ঠাকুরঘর
(গ) রান্নাঘর
(ঘ) পুকুর পাড়
উত্তর: (ক) দাওয়া

৪. “কিরে ক্ষেন্তি, আর একটু __________ দিই ?”
(ক) পায়েস
(খ) ভাত
(গ) চচ্চড়ি
(ঘ) নারকেল ছাঁই
উত্তর: (গ) চচ্চড়ি

৫. “যা শিগগির, _____________ নিয়ে আয় দিকি!”
(ক) কোদাল
(খ) চাদর
(গ) জামাটা
(ঘ) শাবল
উত্তর: (ঘ) শাবল

৬. “মুখুয্যে বাড়ির ছোট খুকি ___________ দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন।”
(ক) দুর্গা
(খ) পুটি
(গ) খেঁদি
(ঘ) রাধী
উত্তর: (ক) দুর্গা

৭. “এই___________তুই এনেছিস কি না?”
(ক) পুঁইশাক
(খ) মেটে আলু
(গ) নারকেল
(ঘ) উপদ্রব
উত্তর: (খ) মেটে আলু

৮. “আজকাল রাতে খুব____________হয়।
(ক) গরম
(খ) চিৎকার
(গ) দুশ্চিন্তা
(ঘ) শিশির
উত্তর: (ঘ) শিশির

৯. “পাত্রটির বয়স_______________খুব বেশি কোনোমতেই হইবে না।”
(ক) তিরিশের
(খ) পঁয়তিরিশের
(গ) চল্লিশের
(ঘ) পঁয়তাল্লিশের
উত্তর: (গ) চল্লিশের

১০. “__________মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে।”
(ক) ভাদ্র
(খ) আশ্বিন
(গ) কার্তিক
(ঘ) পৌষ
উত্তর: (ঘ) পৌষ

১১. “অন্নপূর্ণা গোলা ঢালিয়া___________দিয়া চাপিয়া ধরিলেন”
(ক) হাতা
(খ) চামচ
(গ) মুচি
(ঘ) নারকেলের মালা
উত্তর: (গ) মুচি

১২. “একটা____________শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল।”
(ক) কুকুর
(খ) বিড়াল
(গ) সজারু
(ঘ) শিয়াল
উত্তর: (ঘ) শিয়াল

Read Also

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর MCQ | মাইকেল মধুসূদন দত্ত

সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর MCQ | কাজী নজরুল ইসলাম

চারণ কবি MCQ প্রশ্ন উত্তর | ভারভারা রাও

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন উত্তর | বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ | গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | Puimacha MCQ Question Answer | Class 11 | WBCHSE”

Leave a Comment