শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করাে। Class 11 | শিক্ষার ধারণা ও লক্ষ্য (Education) 8 Marks
উত্তর:
শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদের পার্থক্য :
বিষয় | ব্যক্তিতান্ত্রিক মতবাদ | সমাজতান্ত্রিক মতবাদ |
সংজ্ঞা | ব্যক্তিকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য নির্ধারণের মতবাদকে ব্যক্তিতান্ত্রিক মতবাদ বলে। | সমাজকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য নির্ধারণের মতবাদকে সমাজতান্ত্রিক মতবাদ বলে। |
মূল কথা | শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক মতবাদের মূলকথা হল—ব্যক্তির দৈহিক, মানসিক, প্রক্ষোভিক, আধ্যাত্মিক, নৈতিক প্রভৃতির বিকাশসাধন। | শিক্ষায় সমাজতান্ত্রিক মতবাদের মূলকথা হল সামাজিক অগ্রগতি ও সমাজের সার্বিক বিকাশসাধন। |
শিক্ষার লক্ষ্য | ব্যক্তির চাহিদা, সামর্থ্য,প্রবণতা ইত্যাদি অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা। | সমাজের প্রয়ােজনীয়তাও উন্নয়নের প্রতি নজর দিয়ে শিক্ষা পরিকল্পনা রচনা করা। |
সৃজনশীলতার বিকাশের সুযোগ | ব্যক্তিতান্ত্রিক মতবাদ অনুযায়ী ব্যক্তির সৃজনশীলতার বিকাশের সুযােগ অনেক বেশি। | সমাজতান্ত্রিক মতবাদ অনুযায়ী ব্যক্তির সৃজনশীলতার বিকাশের সুযােগ অনেক কম। |
ব্যক্তিগত বৈষম্য | ব্যক্তিতান্ত্রিক মতবাদে ব্যক্তিগত বৈষম্যের প্রতি নজর দিয়ে শিক্ষার ব্যবস্থা করা হয়। | সমাজতান্ত্রিক মতবাদে ব্যক্তিগত বৈষম্যের প্রতি বিশেষ নজর দিয়ে শিক্ষার ব্যবস্থা করা হয় না l |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।