শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করাে

শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করাে।  Class 11 | শিক্ষার ধারণা ও লক্ষ্য (Education) 8 Marks

উত্তর:

শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদের পার্থক্য :

বিষয় ব্যক্তিতান্ত্রিক মতবাদ সমাজতান্ত্রিক মতবাদ 
সংজ্ঞা ব্যক্তিকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য নির্ধারণের মতবাদকে ব্যক্তিতান্ত্রিক মতবাদ বলে। সমাজকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য নির্ধারণের মতবাদকে সমাজতান্ত্রিক মতবাদ বলে। 
মূল কথা শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক মতবাদের মূলকথা হল—ব্যক্তির দৈহিক, মানসিক, প্রক্ষোভিক, আধ্যাত্মিক, নৈতিক প্রভৃতির বিকাশসাধন।শিক্ষায় সমাজতান্ত্রিক মতবাদের মূলকথা  হল সামাজিক অগ্রগতি ও সমাজের সার্বিক বিকাশসাধন।
শিক্ষার লক্ষ্য ব্যক্তির চাহিদা, সামর্থ্য,প্রবণতা ইত্যাদি অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা।সমাজের প্রয়ােজনীয়তাও উন্নয়নের প্রতি নজর দিয়ে শিক্ষা পরিকল্পনা রচনা করা।
সৃজনশীলতার বিকাশের সুযোগ ব্যক্তিতান্ত্রিক মতবাদ অনুযায়ী ব্যক্তির সৃজনশীলতার বিকাশের সুযােগ অনেক বেশি। সমাজতান্ত্রিক মতবাদ অনুযায়ী ব্যক্তির সৃজনশীলতার বিকাশের সুযােগ অনেক কম। 
ব্যক্তিগত বৈষম্য ব্যক্তিতান্ত্রিক মতবাদে ব্যক্তিগত বৈষম্যের প্রতি নজর দিয়ে শিক্ষার ব্যবস্থা করা হয়।সমাজতান্ত্রিক মতবাদে ব্যক্তিগত বৈষম্যের প্রতি বিশেষ নজর দিয়ে শিক্ষার ব্যবস্থা করা হয় না l

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment