ট্রোপােস্ফিয়ারকে ‘ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর’ বলে কেন

ট্রোপােস্ফিয়ারকে ‘ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর’ বলে কেন? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- ভূপৃষ্ঠ থেকে ট্রোপােস্ফিয়ারের যত উর্ধ্বে যাওয়া যায় বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ কমতে থাকে। ট্রোপােস্ফিয়ারে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে প্রায় 6.5°C হারে বায়ুর উষ্ণতা কমে। তাই এই স্তরকে ‘ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর’ বলে।

ট্রোপােস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।

ট্রোপােস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- ট্রোপােস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি হল— (1) এই স্তরের বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদির উপস্থিতির জন্য ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে। তাই একে ক্ষুন্ধমণ্ডল বলে। (2) ট্রোপােস্ফিয়ার ভূপৃষ্ঠের উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে। (3) এই অঞ্চলের বায়ু সর্বদা গতিশীল এবং উচ্চতা বৃদ্ধিতে … Read more

ট্রোপোস্ফিয়ার কাকে বলে? একে ‘ক্ষুব্ধমণ্ডল’ বলার কারণ কী?

ট্রোপোস্ফিয়ার কাকে বলে? একে ‘ক্ষুব্ধমণ্ডল’ বলার কারণ কী? 1+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম ট্রোপােস্ফিয়ার। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরে বায়ুর মধ্যে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি থাকে। ফলে এই স্তরের মধ্যেই ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক … Read more

রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায়? এদের সংক্ষিপ্ত পরিচয় দাও।

রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায়? এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 1+2অথবা, বায়ুমণ্ডলের হােমােস্ফিয়ার ও হেটেরােস্ফিয়ার অঞ্চল বলতে কী বােঝ? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা—হােমােস্ফিয়ার বা সমমণ্ডল এবং হেটেরােস্ফিয়ার বা বিষমমণ্ডল। হােমােস্ফিয়ার: বায়ুমণ্ডলের নীচের অংশে (ভূপৃষ্ঠ থেকে প্রায় … Read more

উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয় এবং কী কী?

উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয় এবং কী কী? 3 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে মূলত পাঁচটি স্তরে ভাগ করা হয়। এগুলি হল—ট্রোপােস্ফিয়ার বা ক্ষুদ্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, মেসােস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। স্তর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা উষ্ণতার পরিসর (°C) ট্রোপােস্ফিয়ার 0-12 km … Read more

বায়ুমণ্ডল কাকে বলে? এর মূল উপাদান কী কী?

বায়ুমণ্ডল কাকে বলে? এর মূল উপাদান কী কী? 1+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা উত্তর:- ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বলয়াকারে বিস্তৃত থেকে পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এই আবরণ ভূপৃষ্ঠের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে।  বায়ুমণ্ডলের মূল উপাদানগুলি হল নাইট্রোজেন, অক্সিজেন, … Read more