Write a biography of Stephen Hawking with the help of the following points or hints

Write a biography of Stephen Hawking with the help of the following points or hints: [নীচের সূত্রগুলির সাহায্যে স্টিফেন হকিং-এর একটি জীবনী লেখাে:]

Points: Born: 1942–Got motor neurone disease: When studying at Oxford-Lost speech: After surgery on the windpipe—Books: A Brief History of Time and The Universe in a Nutshell-Research: On space, time and the cosmos Greatest physicist since Einstein.

Ans:

STEPHEN HAWKING: THE INSPIRATION OF THE UNIVERSE 

Stephen Hawking, born in 1942, is the real wonder of this universe. No scientist has achieved things under the circumstances that Hawking has gone through. Hawking was then in his third year at Oxford. At that time a serious motor neurone disease destroyed his nerve cells. His muscles became atrophied. His speech became blurred. He also lost his other communicative organs. Doctors announced only two years more of life. But Hawking was undaunted. He completed his course at Oxford and submitted his Ph.D. thesis. He married Jane Wilde and they have three children. He was made Fellow of the Royal Society in the year 1974. Hawking contracted pneumonia during a research visit to Switzerland. An operation caused the complete loss of speech. He was confined to a wheel-chair with a specially devised computer to help him in his research work. His two popular books are ‘A Brief History of Time’ and ‘The Universe in a Nutshell’. He is considered the greatest physicist after Einstein.

স্টিফেন হকিং: বিশ্বব্রহ্মাণ্ডের অনুপ্রেরণা

এই বিশ্বব্রহ্মাণ্ডের সত্যিকারের বিস্ময় হলেন স্টিফেন হকিং, যাঁর জন্ম, ১৯৪২ খ্রিস্টাব্দে। হকিং যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। সেই পরিস্থিতিতে কোনাে বিজ্ঞানীই কোনাে কিছু লাভ করতে পারেন না। হকিং তখন অক্সফোর্ডে তৃতীয় বর্ষের ছাত্র। সেই সময় এক মারাত্মক মােটর নিউরােন অসুখ তার স্নায়ুকোশগুলােকে ধ্বংস করে দেয়। তার মাংসপেশিগুলাে ক্ষীণ ও দুর্বল হয়ে পড়ে। তার কথাবার্তা জড়িয়ে যায়। তিনি তাঁর সংযোেগরক্ষাকারী অন্যান্য অঙ্গগুলােকেও হারান। ডাক্তাররা ঘােষণা করেন তার আয়ু আর দুটি বছর। কিন্তু হকিং ছিলেন অদম্য। তিনি অক্সফোর্ডে তার কোর্স শেষ করে পিএইচডির গবেষণাপত্র জমা দেন। তিনি জেন ওয়াইল্ডকে বিবাহ করেন এবং তাঁদের তিনটি ছেলেমেয়ে রয়েছে। ১৯৭৪ খ্রিস্টাব্দে তিনি লন্ডনের রয়্যাল সােসাইটির ফেলাে নির্বাচিত হন। গবেষণার কাজে সুইজারল্যান্ড যাবার সময় হকিং নিউমােনিয়ায় আক্রান্ত হন। অপারেশনের ফলে তিনি সম্পূর্ণভাবে তার বাকশক্তি হারান। একটি হুইলচেয়ারে তাকে বসিয়ে সেটির সঙ্গে একটি বিশেষভাবে নির্মিত কম্পিউটার জুড়ে দেওয়া হয় যাতে তার গবেষণার কাজে সেটি সাহায্য করতে পারে। তার লেখা দুটি জনপ্রিয় বই হল ‘আ ব্রিফ হিস্ট্রি অভ টাইম’ এবং ‘দ্য ইউনিভার্স ইন আ নাটশেল। আইনস্টাইনের পর তাকেই সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ বলে গণ্য করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Write a biography of Stephen Hawking with the help of the following points or hints”

Leave a Comment