Write a paragraph on how general election is held in India

Write a paragraph on how general election is held in India: [কীভাবে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]

Flow chart: Election commission announces date campaigning starts-presiding and polling officers trained—they are sent to different polling stations voters cast their votes by pushing button of the EVMafter polling hours EVMs are sealed-dispatched to counting stations—counting done—results announced.

Ans:-

HOW GENERAL ELECTION IS HELD IN INDIA 

A general election in India is conducted in the following way. At first, the date for the election is announced by the Chief Election Commissioner. Soon campaigning is started by different political parties. The presiding and polling officers are duly trained. On the eve of the election day, they are sent to different polling stations with voting materials. On the election day, voters cast their votes in polling booths by pushing buttons of the Electronic Voting Machine (EVM). When the polling is over, the EVMs are sealed and dispatched to counting stations. On the appointed day, counting is done in presence of the candidates or their representatives. Finally, results are announced.

ভারতে সাধারণ নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়

ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নিম্নলিখিতভাবে। প্রথমে, যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে সেই তারিখটি মুখ্য নির্বাচনী আধিকারিক দ্বারা ঘােষণা করা হয়। শীঘ্রই বিভিন্ন রাজনৈতিক দল প্রচার শুরু করে দেয়। প্রিসাইডিং এবং পােলিং অফিসারদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়। নির্বাচনের আগের দিন তাদের বিভিন্ন নির্বাচন ক্ষেত্রে ভােটের জিনিসপত্রসহ পাঠানাে হয়। নির্বাচনের দিন, ভােটাররা বিভিন্ন ভােটকেন্দ্রের বুথে বৈদ্যুতিন ভোটযন্ত্রে (EVM) বােতাম টিপে ভােটদান করেন। ভােটদান শেষ হয়ে যাওয়ার পর EVM মেশিনগুলি সিল করে ভােটগণনা কেন্দ্রে পাঠানাে হয়। নির্দিষ্ট দিনে প্রার্থীদের অথবা তাদের প্রতিনিধিদের সামনে ভােট গণনা করা হয়। অবশেষে, ফল ঘােষণা করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment