Write a paragraph on how rubber is produced: [কীভাবে রবার তৈরি করা হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]
Flow Chart: Rubber trees tapped-latex collectedsent to factory–treated with chemicals getting rubber slabs pressed with rollers-treated in smoke house-sheet packed sent to market.
Ans:-
THE PROCESS OF RUBBER PRODUCTION
Rubber is needed for various purposes. From the soles of our shoes to the eraser used by the students, many items are made from rubber. The process of making rubber undergoes a number of steps. At first, latex is collected from rubber plants by tapping. Then the latex is sent to factory. There chemicals are added to it. Next, rubber slabs are obtained. Thereafter, the slabs are pressed under rollers. Now thin sheets are formed under pressure. Then these sheets are sent to the smoke house for drying. When dried, the sheets are cut to pieces. Finally, they are packed and sent to the market for sale.
রবার উৎপাদনের পদ্ধতি
রবার নানা কারণে আমাদের প্রয়ােজন হয়। আমাদের জুতাের সােল থেকে শুরু করে ছাত্রদের ব্যবহার্য ইরেজার—এরকম বহু জিনিসই রবার থেকে তৈরি হয়। কতকগুলি ধাপের মাধ্যমে রবার তৈরি করা হয়। প্রথমে, রবার গাছ থেকে একটি বিশেষ পদ্ধতিতে (ট্যাপ করে) তরুক্ষীর (ল্যাটেক্স) সংগ্রহ করা হয়। এরপর তরুক্ষীর কারখানায় পাঠানাে হয়। সেখানে এর মধ্যে রাসায়নিক যােগ করা হয়। পরবর্তী ধাপে, রবারের বড়াে চাঙড় তৈরি হয়। এরপরে এই চাঙড়গুলােকে রােলারের তলায় চালানাে হয়। এখন, চাপে রবারের পাতলা চাদর তৈরি হয়। তারপর এই চাদরগুলাে শুকোনাের জন্য ধুচুল্লিতে পাঠানাে হয়। শুকিয়ে যাওয়ার পর রবারের চাদরগুলাে টুকরাে টুকরাে করে কাটা হয়। সবশেষে, এগুলি প্যাকেটে ভরে বাজারে বিক্রির জন্য পাঠানাে হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।