বাঙালির চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান | HS Bengali Suggestion 2024

উত্তর:

বাংলা চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এক যুগান্তকারী মাইলস্টোন। ওই বাড়ির “বিচিত্রা স্টুডিও” ও দক্ষিণের বারান্দার চিত্রচর্চা একসময় গোটা দেশকে শিল্পের দিশা দেখিয়েছিল। ঠাকুরবাড়ির একাধিক সদস্য, নানাভাবে চিত্রচর্চায় আপন কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। যথা – 

অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান : ঠাকুরবাড়ির কৃতি সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধুনিক চিত্রকলার পুরোধা তথা নব্য বঙ্গীয় চিত্ররীতির জনক। প্রাচ্য ও পাশ্চাত্য রীতির মিশ্রনে তাঁর চিত্রচর্চা ছিল স্বকীয়তায় উজ্জ্বল। অবনীন্দ্রনাথের প্রধান দক্ষতা ছিল ‘ওয়াশ’ পদ্ধতিতে চিত্র রচনা, এটি তাঁর নিজস্ব আবিষ্কার। ছবিকে তিনি বারবার ধুয়ে সম্পূর্ণ রূপ দিতেন। তাঁর কিছু বিখ্যাত চিত্র হলো – ‘কচ ও দেবযানী’, ‘ভারতমাতা’, ‘কাজরী নৃত্য’ ইত্যাদি।

গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান : গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রবাদপ্রতিম ব্যঙ্গচিত্র বা কার্টুন শিল্পী। তিনি 1901 খ্রিস্টাব্দে “টুয়েলভ ইঙ্ক স্কেচেস” নামক বারোটি কাকের ছবির অ্যালবাম প্রকাশের মধ্যে দিয়ে চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ইঙ্গ-বঙ্গ সমাজ, স্বদেশীয়ানার মতো বিষয় তাঁর কার্টুনে বিশেষভাবে স্থান পেয়েছে। তাঁর কিছু বিখ্যাত চিত্র হলো – ‘তরমুজ রসিক’, ‘খল ব্রাহ্মণ’ ইত্যাদি।

রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান : রবীন্দ্রনাথ তাঁর চিত্রচর্চা শুরু করেন পৌঢ় বয়সে। ‘পূরবী’ কাব্যগ্রন্থ রচনার সময় পান্ডুলিপির কাটাকুটিরকে চিত্র-বিচিত্র করতে করতে তাঁর চিত্র শিল্পের জগতে পদার্পণ। চিরাচরিত ধারার বদলে তাঁর ছবিতে ফুটে উঠেছিল আধুনিক চিত্রচর্চার সমান্তরাল একটি সাধনা।

সুনয়নী দেবীর অবদান : রবীন্দ্রনাথের মতো স্বশিক্ষিত ছিলেন ঠাকুরবাড়ির কন্যা সুনয়নি দেবী। তাঁর ছবিতে ফুটে উঠতো স্বদেশীয়ারা ও স্বজাত্যাভিমান । সুনয়নি দেবীর বিখ্যাত কিছু ছবি হল – ‘মা যশোদা’, ‘বাউল’, ‘নেপথ্য’ ইত্যাদি। 

— জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চিত্রশিল্পীরা একে অন্যের প্রভাবে প্রভাবিত হননি, প্রত্যেকেই ছিলেন স্বকীয়তায় উজ্জ্বল। তাঁরা নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলা চিত্রকলাকে সুসমৃদ্ধ করেছিলেন।

আরো পড়ুন

বাঙালির চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান | HS Bengali Suggestion 2024

বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান | HS Bengali Suggestion 2024

বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান | Hrithik Ghatak’s contribution to Bengali cinema

পট কথার অর্থ কী | লোক শিল্পে পটের অবদান আলোচনা করো

তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো – লেখক কাকে, কীভাবে কেন সাহায্য করতে বলেছেন

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!