প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 12 HS History Suggestion 2022 Chapter 2 MCQ নিয়ে এসেছি। তোমরা জানো যে, উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় মোট ২৪ নম্বরের MCQ থাকে। তাই আমরা প্রত্যেক অধ্যায় থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ MCQ উত্তরসহ নিয়ে এসেছি। এখানে আমরা শুধু দ্বিতীয় অধ্যায় (ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি) এর MCQ নিয়ে আলোচনা করব। বাকি অধ্যায়গুলোর MCQ এর লিঙ্ক তোমরা আর্টিকেলের শেষে নীচে পেয়ে যাবে।
Class 12 HS History Suggestion 2022 Chapter 2 MCQ
1.ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
ক) মহারাষ্ট্র
খ) বাংলা
গ) গুজরাট
ঘ) কেরালা
উত্তর : খ) বাংলা
2.বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন?
ক) আলীবর্দী খাঁ
খ) মুর্শিদকুলি খাঁ
গ) মিরকাশিম
ঘ) উপরের কেউ নয়
উত্তর : খ) মুর্শিদকুলি খাঁ
3.বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে?
ক) ১৭৫২ খ্রিস্টাব্দে
খ) ১৭৫৬ খ্রিস্টাব্দে
গ) ১৭৬০ খ্রিস্টাব্দে
ঘ) ১৭৬২ খ্রিস্টাব্দে
উত্তর : গ) ১৭৬০ খ্রিস্টাব্দে
4. বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন–
ক) দ্বিতীয় শাহ আলম
খ) মীর কাসিম
গ) মুর্শিদকুলি খাঁ
ঘ) কোনটিই নয়
উত্তর : ক) দ্বিতীয় শাহ আলম
5. কে বাংলার দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান?
ক) ওয়ারেন হেস্টিংস
খ) মুর্শিদকুলি খাঁ
গ) লর্ড রিপন
ঘ) লর্ড ক্যানিং
উত্তর : ক) ওয়ারেন হেস্টিংস
6. রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল?
ক) ১৭৭০ খ্রিস্টাব্দ
খ) ১৭৭৩ খ্রিস্টাব্দে
গ) ১৭৭৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
উত্তর : খ) ১৭৭৩ খ্রিস্টাব্দে
7. পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল–
ক) ১৭৮০ খ্রিস্টাব্দে
খ) ১৭৮২ খ্রিস্টাব্দে
গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
ঘ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
উত্তর : গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
8. প্রথম সনদ আইন (Charter Act) কবে পাস হয়?
ক) ১৭৯৩ খ্রিস্টাব্দে
খ) ১৭৯৫ খ্রিস্টাব্দে
গ) ১৭৯৭ খ্রিস্টাব্দে
ঘ) ১৭৯৯ খ্রিস্টাব্দে
উত্তর : ক) ১৭৯৩ খ্রিস্টাব্দে
9. বাের্ড অফ রেভিনিউ কে গঠন করেন?
ক) লর্ড ডালহৌসি
খ) ওয়ারেন হেস্টিংস
গ) টমাস মনরাে
ঘ) লর্ড ক্যানিং
উত্তর : খ) ওয়ারেন হেস্টিংস
10. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন?
ক) লর্ড রিপন
খ) লর্ড কর্নওয়ালিস
গ) টমাস মনরাে
ঘ) লর্ড বেন্টিঙ্ক
উত্তর : খ) লর্ড কর্নওয়ালিস
11. রায়তওয়ারি বন্দোবস্ত ভারতের কোন অংশে প্রবর্তিত হয়?
ক) মহারাষ্ট্রে
খ) গুজরাটে
গ) দক্ষিণ ভারতে
ঘ) কোনটিই নয়
উত্তর : গ) দক্ষিণ ভারতে
13. ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়–
ক) বাংলাতে
খ) মহারাষ্ট্রে
গ) গুজরাটে
ঘ) দিল্লিতে
উত্তর : খ) মহারাষ্ট্রে
14. Poverty and Un-British Rule in India গ্রন্থটি রচনা করেন–
ক) দাদাভাই নৌরজি
খ) বল্লভ ভাই প্যাটেল
গ) ইরফান হাবিব
ঘ) রমেশচন্দ্র মজুমদার
উত্তর : ক) দাদাভাই নৌরজি
16. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
ক) লর্ড রিপন
খ) লর্ড মিন্টো
গ) ওয়ারেন হেস্টিংস
ঘ) লর্ড ক্যানিং
উত্তর : গ) ওয়ারেন হেস্টিংস
17. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
ক) লর্ড রিপন
খ) লর্ড ক্যানিং
গ) লর্ড ডালহৌসি
ঘ) কোনােটিই নয়
উত্তর : খ) লর্ড ক্যানিং
18. শিমনােসেকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
ক) ১৮৯২ খ্রিস্টাব্দে।
খ) ১৮৯৩ খ্রিস্টাব্দে
গ) ১৮৯৪ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
উত্তর : ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
19. নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় কবে?
ক) ১৮৪০ খ্রিস্টাব্দে
খ) ১৮৪২ খ্রিস্টাব্দে
গ) ১৮৪৪ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৪৬ খ্রিস্টাব্দে
উত্তর : খ) ১৮৪২ খ্রিস্টাব্দে
20. বক্সারের যুদ্ধে জড়িত ছিলেন না–
ক) সিরাজ-উদ-দৌলা
খ) মীর কাসিম
গ) সুজা উদ-দৌলা
ঘ) দ্বিতীয় শাহ আলম
উত্তর : ক) সিরাজ-উদ-দৌলা
21. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর দেখা যায়–
ক) ১৭৬৫ খ্রিস্টাব্দে
গ) ১৭৭০ খ্রিস্টাব্দে
খ) ১৭৬৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৭৭২ খ্রিস্টাব্দে
উত্তর : গ) ১৭৭০ খ্রিস্টাব্দে
Read Also:
Class 12 History Chapter 1 অতীতকে স্মরণ
Class 12 History Chapter 2 ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি
Class 12 History Chapter 3 সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া
Class 12 History Chapter 4 ঔপনিবেশিক ভারতে শাসন
Class 12 History Chapter 5 দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Nice, Thank You,
Thanks
All mcq এৱ একটা PDF dila খুব ভালো হতো
Sorry PDF দেওয়া যাবে না। ওয়েবসাইটে সমস্ত অধ্যায় এর MCQ Suggestion দেওয়া রয়েছে। Please এখান থেকেই পড়ে নাও । ধন্যবাদ
Ok
Thik ache sir
Khub upokar holo sir thankyou