Class 12 HS History Suggestion 2022 Chapter 1 MCQ Wbchse | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন প্রথম অধ্যায় অতীতকে স্মরণ

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 12 HS History Suggestion 2022 Chapter 1 MCQ নিয়ে এসেছি। তোমরা জানো যে, উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় মোট ২৪ নম্বরের MCQ থাকে। তাই আমরা প্রত্যেক অধ্যায় থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ MCQ উত্তরসহ নিয়ে এসেছি। এখানে আমরা শুধু প্রথম অধ্যায় (অতীতকে স্মরণ) এর MCQ নিয়ে আলোচনা করব। বাকি অধ্যায়গুলোর MCQ এর লিঙ্ক তোমরা আর্টিকেলের শেষে নীচে পেয়ে যাবে।

Class 12 HS History Suggestion 2022 Chapter 1 MCQ

1.  গ্রিক শব্দ ‘Historia’ শব্দের অর্থ হল-

ক) পর্যবেক্ষণ

খ) গবেষণা

গ) অতীত চর্চা

ঘ) অনুসন্ধান 

উত্তর : ঘ) অনুসন্ধান 

2. ‘মিথ’ শব্দটি এসেছে ‘মিথােস থেকে যেটি একটি-

ক) ল্যাটিন শব্দ 

খ) গ্রিক শব্দ

গ) রােমান শব্দ

ঘ) জার্মান শব্দ

উত্তর : খ) গ্রিক শব্দ

3. পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়-

ক) মাইথােলজি  

খ) আর্কিওলজি

গ) সােশিওলজি

ঘ) বায়ােলজি

উত্তর : ক) মাইথােলজি 

4. অহল্যার কাহিনীটি হল একটি-

ক) স্মৃতিকথা 

খ) লােককথা 

গ) পৌরাণিক কাহিনী 

ঘ) কিংবদন্তি

উত্তর : গ) পৌরাণিক কাহিনী 

5. পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য উক্তিটি কার?

ক) পুসলকার

(খ) ড. রণবীর চক্রবর্তী

গ) সুমিত সরকার 

ঘ) যদুনাথ সরকার

উত্তর : (খ) ড. রণবীর চক্রবর্তী

7. প্যারালাল মিথস (Parallel Myths) গ্রন্থের রচয়িতা হলেন-

ক) উইলিয়াম কেরি 

খ) ডি এ ম্যাকেঞ্জি

গ) থুকিডিডিস।

(ঘ) জে এফ বিয়ারলেইন

উত্তর : (ঘ) জে এফ বিয়ারলেইন

8. মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পগাথা গড়ে উঠেছে তাহল-

ক) স্মৃতিকথা

খ) লােককথা

গ) পুরাণকথা

ঘ) কিংবদন্তি

উত্তর : খ) লােককথা

9. ভারতের একটি জনপ্রিয় লােককাহিনী হল– 

ক) পঞ্চতন্ত্র

খ) ঈশপের গল্প

গ) নােয়ার গল্প 

ঘ) ট্রয়ের যুদ্ধ

উত্তর : ক) পঞ্চতন্ত্র

10. “জীবনের জলসাঘরে” কার আত্মজীবনী?

ক) আশালতা সরকার

খ) মান্না দে

গ) সুফিয়া কামাল

ঘ) নারায়ণ সান্যাল

উত্তর : খ) মান্না দে

11. নারায়ণ সান্যালের স্মৃতিকথামূলক গ্রন্থটি হল-

ক) একাত্তরের ডায়েরী

খ) আমি গান্ধীজিকে দেখেছ

গ) আমি নেতাজীকে দেখেছি

ঘ) আমি ভারত মাকে দেখেছি

উত্তর : গ) আমি নেতাজীকে দেখেছি

12. “একাত্তরের ডায়েরি” নামক স্মৃতিকথার রচয়িতা হলেন-

ক) নারায়ণ সান্যাল

খ) মান্না দে

গ) সুফিয়া কামাল

ঘ) বীণা দাস

উত্তর : গ) সুফিয়া কামাল

13. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম–

ক) সেদিনের কথা

খ) জাতক

গ) জীবনের জলসাঘরে 

ঘ) শৃংখল ঝংকার

উত্তর : ক) সেদিনের কথা

14. হিস্ট্রি অফ হিন্দুস্তান (History of Hindustan) গ্রন্থের রচয়িতা হলেন-

ক) জেমস মিল 

(খ) আলেকজান্ডার ডাও

গ) জেমস টড

ঘ) উইলিয়াম হান্টার

উত্তর : (খ) আলেকজান্ডার ডাও

15. হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া (History of British India) গ্রন্থটি রচনা করেন-

ক) জেমস মিল

খ) জন স্টুয়ার্ট মিল

গ) সুমিত সরকার

ঘ) মেকলে

উত্তর : ক) জেমস মিল

17. “Early History of India” গ্রন্থের রচয়িতা হলেন-

ক) জেমস মিল

খ) জেমস প্রিন্সেপ

গ) ভিনসেন্ট স্মিথ 

ঘ) কর্নেল টড

উত্তর : গ) ভিনসেন্ট স্মিথ

18. “রাজতরঙ্গিনী” গ্রন্থের রচয়িতা হলেন-

ক) কৌটিল্য

(খ) কলহন

গ) বিলহন

ঘ) কালিদাস

উত্তর : (খ) কলহন

19. ইতিহাসের জনক হলেন-

ক) থুকিডিডিস

খ) পেরিক্লিস

গ) হেরােডােটাস

ঘ) সফোক্লিস

উত্তর : গ) হেরােডােটাস

20. বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন-

ক) হেরােডােটাস

(খ) থুকিডিডিস

গ) সু-মা কিয়েনকে

ঘ) ইবন খালদুন

উত্তর : (খ) থুকিডিডিস

21. ইতিহাস রচনার পদ্ধতিকে বলা হয়-

ক) হিস্টোরিক্যাল

খ) ক্যালিওগ্রাফি  

গ) হিস্ট্রিওগ্রাফি

ঘ) হিস্ট্রি

উত্তর : গ) হিস্ট্রিওগ্রাফি

22. ‘সব ইতিহাসই সমকালীন ইতিহাস’ এটি কার উক্তি? 

ক) ক্রোচে-র 

খ) বিউরি-র

গ) মিলে-এর

ঘ) কেউ নয়

উত্তর : (ক) ক্রোচে-র 

23. ‘ইতিহাস হল বিজ্ঞান- এর বেশিও নয়, কমও নয়’ এটি কার উক্তি?

ক) জেমস মিল 

খ) বিউরি

গ) ইএইচ কার 

ঘ) ক্রোচে

উত্তর : খ) বিউরি

24. মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয়-

ক) মিউজিকোলজি 

খ) জুলজি 

গ) মিউজিওলজি

ঘ) আর্কিয়ােলজি

উত্তর : গ) মিউজিওলজি

25. লুভর মিউজিয়াম অবস্থিত-

ক) ফ্রান্সে

খ) জার্মানিতে

গ) ইংল্যান্ডে

ঘ) হল্যান্ডে

উত্তর : ক) ফ্রান্সে

26. প্রথম আধুনিক জাদুঘর প্রতিষ্ঠিত হয়-

ক) ফ্রান্সে

খ) ইংল্যান্ডে

গ) ভারতে

ঘ) জার্মানিতে

উত্তর : খ) ইংল্যান্ডে

27. আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন-

ক) হেরােডােটাস

খ) থুকিডিডিস

গ) ইবন খালদুন

ঘ) যদুনাথ সরকার

উত্তর :গ) ইবন খালদুন

Read Also:

Class 12 History Chapter 1 অতীতকে স্মরণ

Class 12 History Chapter 2 ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি

Class 12 History Chapter 3 সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া

Class 12 History Chapter 4 ঔপনিবেশিক ভারতে শাসন

Class 12 History Chapter 5 দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ

Class 5-10 Textbook Solution

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment