প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 3 Mathematics Model Activity Task January 2022 (তৃতীয় শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ সালে তোমরা যারা নতুন Class 3 (তৃতীয় শ্রেণী) -এ উঠেছো তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।
Class 3 Mathematics Model Activity Task January 2022 Answer
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 3 Mathematics Model Activity Task January 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task January 2022
Mathematics (গণিত)
Class – III (তৃতীয় শ্রেণী)
পূর্ণমান – ১৫
Class 3 Mathematics Model Activity Task January 2022 Solution
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে – ১ x ৩ = ৩
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
(ক) একটি ঘুড়ি ৩টি ঘুড়িকে কেটেছে। কাটার আগে এই ৩টি ঘুড়ি ৫টি ঘুড়িকে কেটেছে। মােট কাটা ঘুড়ির সংখ্যা হলাে—
(a) ১টি
(b) ৩টি
(c) ৫টি
(d) ৮টি
উত্তর : (d) ৮টি
(খ) রমজান ২টি গন্ধরাজ লেবু আর ১টা বেল কিনল। একটি লেবুর দাম ৪ টাকা এবং একটি বেলের দাম ৭ টাকা হলে, রমজানকে দিতে হবে —
(a) ১১ টাকা
(b) ২২ টাকা
(c) ১৮ টাকা
(d) ১৫ টাকা
উত্তর : (d) ১৫ টাকা
(গ) ৫ x ৭ এই গুণফলে—
(a) দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে ২ বেশি
(b) দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে ৮ বেশি
(c) এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে ২ বেশি
(d) একক এবং দশকের অঙ্ক দুটি সমান।
উত্তর : (c) এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে ২ বেশি
২. সত্য/মিথ্যা লেখাে : ১x৩=৩
(ক) ৬+৬+৬ = ৬ x ৩
উত্তর : সত্য l
(খ) ৪ + ৬ =১২ – ৩
উত্তর : মিথ্যা l
(গ) বল দেখে সংখ্যাটি হলাে ৩২
উত্তর : মিথ্যা l
৩. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) : ১x৩=৩
A-স্তম্ভ | B-স্তম্ভ |
(ক) দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি ৪এবং দশকের অঙ্কটি ৫ হলে সংখ্যাটি হবে | | (a) ৪০ |
(খ) ৬০, ৫৫, ৫০, … সংখ্যার বিন্যাস দেখেপরের সংখ্যাটি | (b) ৩০ |
(গ) ৫ জনের প্রত্যেককে ৮টি করে লেবু দিলে, মােট লেবুর সংখ্যা হবে | (c) ৪৫ |
(ঘ) একটি থালায় ২০টি সন্দেশ এবং অপর একটিথালায় ১০টি সন্দেশ থাকলে মােট সন্দেশের সংখ্যা হবে | (d) ৫৪। |
উত্তর :
A-স্তম্ভ | B-স্তম্ভ |
(ক) দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি ৪এবং দশকের অঙ্কটি ৫ হলে সংখ্যাটি হবে | | (d) ৫৪ |
(খ) ৬০, ৫৫, ৫০, … সংখ্যার বিন্যাস দেখেপরের সংখ্যাটি | (c) ৪৫ |
(গ) ৫ জনের প্রত্যেককে ৮টি করে লেবু দিলে, মােট লেবুর সংখ্যা হবে | (a) ৪০ |
(ঘ) একটি থালায় ২০টি সন্দেশ এবং অপর একটিথালায় ১০টি সন্দেশ থাকলে মােট সন্দেশের সংখ্যা হবে |
৪. (ক) যােগ করাে : ২x৩=৬
উত্তর :
(খ) বিয়ােগ করাে :
উত্তর :
(গ) ভাগ করাে :
উত্তর :
Read Also:
Class 3 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 3 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 3 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 3 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।