Class 3 Mathematics Model Activity Task January 2022 Answer | তৃতীয় শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 3 Mathematics Model Activity Task January 2022 (তৃতীয় শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। ২০২২ সালে তোমরা যারা নতুন Class 3 (তৃতীয় শ্রেণী) -এ উঠেছো তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।

Class 3 Mathematics Model Activity Task January 2022 Answer

২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 3 Mathematics Model Activity Task January 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task January 2022

Mathematics (গণিত)

Class – III (তৃতীয় শ্রেণী)

পূর্ণমান – ১৫


Class 3 Mathematics Model Activity Task January 2022 Solution

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –    ১ x ৩ = ৩

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) একটি ঘুড়ি ৩টি ঘুড়িকে কেটেছে। কাটার আগে এই ৩টি ঘুড়ি ৫টি ঘুড়িকে কেটেছে। মােট কাটা ঘুড়ির সংখ্যা হলাে— 

(a) ১টি

(b) ৩টি 

(c) ৫টি

(d) ৮টি 

উত্তর : (d) ৮টি 

(খ) রমজান ২টি গন্ধরাজ লেবু আর ১টা বেল কিনল। একটি লেবুর দাম ৪ টাকা এবং একটি বেলের দাম ৭ টাকা হলে, রমজানকে দিতে হবে —

(a) ১১ টাকা

(b) ২২ টাকা

(c) ১৮ টাকা

(d) ১৫ টাকা

উত্তর : (d) ১৫ টাকা

(গ) ৫ x ৭ এই গুণফলে—

(a) দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে ২ বেশি 

(b) দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে ৮ বেশি

(c) এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে ২ বেশি 

(d) একক এবং দশকের অঙ্ক দুটি সমান। 

উত্তর : (c) এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে ২ বেশি

২. সত্য/মিথ্যা লেখাে :      ১x৩=৩ 

(ক) ৬+৬+৬ = ৬ x ৩ 

উত্তর : সত্য l

(খ) ৪ + ৬ =১২ – ৩   

উত্তর : মিথ্যা l

(গ) বল দেখে সংখ্যাটি হলাে ৩২ 

উত্তর : মিথ্যা l

৩. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) :      ১x৩=৩

A-স্তম্ভB-স্তম্ভ 
(ক) দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি ৪এবং দশকের অঙ্কটি ৫ হলে সংখ্যাটি হবে |(a) ৪০
(খ) ৬০, ৫৫, ৫০, … সংখ্যার বিন্যাস দেখেপরের সংখ্যাটি(b) ৩০
(গ) ৫ জনের প্রত্যেককে ৮টি করে লেবু দিলে, মােট লেবুর সংখ্যা হবে(c) ৪৫
(ঘ) একটি থালায় ২০টি সন্দেশ এবং অপর একটিথালায় ১০টি সন্দেশ থাকলে মােট সন্দেশের সংখ্যা হবে(d) ৫৪।

উত্তর :

A-স্তম্ভB-স্তম্ভ 
(ক) দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি ৪এবং দশকের অঙ্কটি ৫ হলে সংখ্যাটি হবে |(d) ৫৪
(খ) ৬০, ৫৫, ৫০, … সংখ্যার বিন্যাস দেখেপরের সংখ্যাটি(c) ৪৫
(গ) ৫ জনের প্রত্যেককে ৮টি করে লেবু দিলে, মােট লেবুর সংখ্যা হবে (a) ৪০
(ঘ) একটি থালায় ২০টি সন্দেশ এবং অপর একটিথালায় ১০টি সন্দেশ থাকলে মােট সন্দেশের সংখ্যা হবে

৪. (ক) যােগ করাে : ২x৩=৬

+

উত্তর :

+

(খ) বিয়ােগ করাে :

উত্তর :

(গ) ভাগ করাে :

উত্তর :

×

Read Also:

Class 3 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment