Class 10 Physical Science (ভৌতবিজ্ঞান) Model Activity Task Part 7 October 2021 Answer With Pdf

মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7, OCTOBER 2021

CLASS-10, দশম শ্রেণি

বিষয়ঃ  ভৌতবিজ্ঞান


 

১. ঠিক উত্তর নির্বাচন করাে ?

 

১.১ আধানের SI একক হলাে – (ক) ওহম (খ) অ্যাম্পিয়ার (গ) ভােল্ট (ঘ) কুলম্ব

উত্তরঃ (ঘ) কুলম্ব

 

১.২ ধাতব পরিবাহীর রােধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের — (ক) দ্বিগুণ হবে (খ) চারগুণ হবে (গ) ছয়গুণ হবে (ঘ) আটগুণ হবে

উত্তরঃ (খ) চারগুণ হবে

 

১.৩ গলিত সােডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে – (ক) ইলেকট্রন (খ) শুধু ক্যাটায়ন (গ) শুধু অ্যানায়ন (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই। 

উত্তরঃ (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই। 

 

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করাে?

 

২.১ স্থির উষ্মতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনাে গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি। 

উত্তরঃ মিথ্যা

 

২.২ ধাতুর তড়িৎ পরিবহণের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম। 

উত্তরঃ মিথ্যা

 

২.৩ কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে। 

উত্তরঃ সত্য

 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

 

৩.১ লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করাে। 

উত্তরঃ  

৩.২ ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে? 

উত্তরঃ 

ইলেকট্রিক ফিউজ এর কার্যনীতি:- ইলেকট্রিক ফিউজ কে বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় । ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ বেশি হওয়ায় তারটি একটি নির্দিষ্ট মনের বেশি প্রবাহ মাত্রা সহ্য করতে পারেনা কোনো কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ হঠাৎ খুব বেড়ে গেলে বা লাইনে শট সার্কিট হলে ফিউজ তারটি গলে গিয়ে তড়িৎ প্রবাহ ছিন্ন করে দেয় । ফলে দুর্ঘটনা ঘটতে পারে না

 

৩.৩ একটি বাল্বের গায়ে লেখা আছে 220V – 100W। এর অর্থ ব্যাখ্যা করাে। 

উত্তরঃ একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 220V – 100W লেখা থেকে জানা যায় – বাল্বটি 220V বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যোগ করলে বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে এবং ওই অবস্থায় বাল্বটি র উজ্জ্বাল্য সর্বাধিক হবে ।

 

৩.৪ একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেয্যের সংকেত লেখাে।

উত্তরঃ তীব্র তড়িৎ বিশ্লেষণ উদাহরণ হল- সােডিয়াম ক্লোরাইড ( NaCl ) ,

 মৃদু তড়িৎ বিশ্লেষণ উদাহরণ হল- অ্যামােনিয়াম হাইড্রোক্সাইড ( NH4OH )

 

৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :

 

৪.১ শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও। 

উত্তরঃ তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে , যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রা সর্বদা সেই কারণেই বাধা দেয় । এটি লেঞ্জের সূত্র । লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের একটি ভিন্ন রূপ অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র থেকে সরাসরি লেঞ্জের সূত্রটি পাওয়া যায় ।

 

৪.২ লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়ােজন হবে তা নির্ণয় করাে (Zn = 65.5, 0 = 16, S = 32, H = 1)।

উত্তরঃ 

 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!