Class 12 HS History Suggestion 2022 Chapter 4 MCQ Wbchse | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক ভারতে শাসন

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 12 HS History Suggestion 2022 Chapter 4 MCQ নিয়ে এসেছি। তোমরা জানো যে, উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় মোট ২৪ নম্বরের MCQ থাকে। তাই আমরা প্রত্যেক অধ্যায় থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ MCQ উত্তরসহ নিয়ে এসেছি। এখানে আমরা শুধু চতুর্থ অধ্যায় (ঔপনিবেশিক ভারতে শাসন) এর MCQ নিয়ে আলোচনা করব। বাকি অধ্যায়গুলোর MCQ এর লিঙ্ক তোমরা আর্টিকেলের শেষে নীচে পেয়ে যাবে।

Class 12 HS History Suggestion 2022 Chapter 4 MCQ

1. মলে-মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তিত হয়?

ক) ১৯০৬ খ্রিস্টাব্দে 

খ) ১৯০৯ খ্রিস্টাব্দে 

গ) ১৯১৫ খ্রিস্টাব্দে

ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে

উত্তর : খ) ১৯০৯ খ্রিস্টাব্দে 

2. ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় বা বড়লাট ছিলেন–

ক) মন্টেগু

খ) চেমসফোর্ড

গ) লর্ড মিন্টো 

ঘ) লর্ড কার্জন

উত্তর :  গ) লর্ড মিন্টো

3. কোন আইন দ্বারা পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয়?

ক) ভারত শাসন আইন,১৯০৯ 

খ) ভারত শাসন আইন,১৯১৯ 

গ) ভারত শাসন আইন,১৯৩৫ 

ঘ) ভারতীয় কাউন্সিল আইন, ১৮৯২

উত্তর :  ক) ভারত শাসন আইন,১৯০৯

4. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?

ক) ১৯০৬ খ্রিস্টাব্দে

খ)১৯০৯ খ্রিস্টাব্দে

গ) ১৯১৯ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

উত্তর :  গ) ১৯১৯ খ্রিস্টাব্দে 

5. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনেকে ‘দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন কে?

ক) মহাত্মা গান্ধী 

খ) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

গ) অ্যানি বেসান্ত 

ঘ) মহম্মদ আলী জিন্নাহ

উত্তর : গ) অ্যানি বেসান্ত 

6. ঔপনিবেশিক ভারতে রাওলাট আইন কবে পাস হয়?

ক) ১৯০৬ খ্রিস্টাব্দে 

খ) ১৯০৯ খ্রিস্টাব্দে

গ) ১৯১৯ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

উত্তর :  গ) ১৯১৯ খ্রিস্টাব্দে 

7. রাওলাট কমিটির অপর নাম কি ছিল?

ক) সিডিশন কমিটি 

গ) হুইটলি কমিশন

খ) সাইমন কমিশন 

ঘ) অ্যাকোয়ার্থ কমিশন

উত্তর : ক) সিডিশন কমিটি

8. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কবে সংঘটিত হয়?

ক) ১৯৩৫ খ্রিস্টাব্দে 

খ) ১৯১৯ খ্রিস্টাব্দে

গ) ১৯০৯ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে

উত্তর : খ) ১৯১৯ খ্রিস্টাব্দে

9. পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

ক) ১৯১৫ খ্রিস্টাব্দে 

খ) ১৯২১ খ্রিস্টাব্দে

গ) ১৯৩২ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

উত্তর : গ) ১৯৩২ খ্রিস্টাব্দে 

10. মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি উত্থাপিত হয়?

ক) করাচি

খ) লখনউ

গ) লাহাের

ঘ) ঢাকা

উত্তর :  গ) লাহাের

11. সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল বা ভারতে এসেছিল?

ক) ১৯১৯ খ্রিস্টাব্দে 

খ) ১৯২১ খ্রিস্টাব্দে 

গ) ১৯২৭ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে

উত্তর :  গ) ১৯২৭ খ্রিস্টাব্দে 

12. লখনউ চুক্তি কবে সম্পাদিত হয়েছিল?

ক) ১৯০৯ খ্রিস্টাব্দে 

খ) ১৯১৬ খ্রিস্টাব্দে 

গ) ১৯১৯ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে

উত্তর : খ) ১৯১৬ খ্রিস্টাব্দে 

13. সারা ভারত মুসলিম লীগ (অল ইন্ডিয়া মুসলিম লীগ) কবে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯০৬ খ্রিস্টাব্দে 

খ) ১৯০৯ খ্রিস্টাব্দে 

গ) ১৯১৫ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে

উত্তর :  ক) ১৯০৬ খ্রিস্টাব্দে

14. স্বত্ববিলােপ নীতি কে প্রবর্তন করেন?

ক) লর্ড কার্জন

খ) লর্ড ডালহৌসি

গ) লর্ড মিন্টো

ঘ) লর্ড মেকলে

উত্তর : খ) লর্ড ডালহৌসি

15. “সাম্প্রদায়িক বাঁটোয়ারা” নীতি কবে ঘােষিত হয়?

ক) ১৯১৬ খ্রিস্টাব্দে 

খ) ১৯০৯ খ্রিস্টাব্দে

গ) ১৯১৯ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে

উত্তর : ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে

16. বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?

খ) রাজেন্দ্র প্রসাদ

ক) রাজকুমার শুক্লা 

গ) বল্লভভাই প্যাটেল

ঘ) কল্যাণজি মেহতা

উত্তর : গ) বল্লভভাই প্যাটেল

17. কার নেতৃত্বে গুজরাটে খেদা সত্যাগ্রহ শুরু হয়?

ক) বল্লভভাই প্যাটেল

খ) মহাত্মা গান্ধী

গ) জওহরলাল নেহরু

ঘ) রাজেন্দ্র প্রসাদ

উত্তর :  খ) মহাত্মা গান্ধী

18. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় কত খ্রিস্টাব্দে মন্বন্তর হয়েছিল?

ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে 

খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

গ) ১৯৩৮ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে

উত্তর : খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

19. ”Now or Never ” শীর্ষক পুস্তকটির লেখক কে?

ক) মােহাম্মদ আলী জিন্নাহ

খ) আগা খান

গ) বাল গঙ্গাধর তিলক 

ঘ) চৌধুরী রহমত আলী

উত্তর : ঘ) চৌধুরী রহমত আলী

Read Also:

Class 12 History Chapter 1 অতীতকে স্মরণ

Class 12 History Chapter 2 ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি

Class 12 History Chapter 3 সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া

Class 12 History Chapter 4 ঔপনিবেশিক ভারতে শাসন

Class 12 History Chapter 5 দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ

Class 5-10 Textbook Solution

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Class 12 HS History Suggestion 2022 Chapter 4 MCQ Wbchse | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক ভারতে শাসন”

Leave a Comment