Class 4 Health and Physical Education Model Activity Task Part 9 Answer January 2022 | চতুর্থ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 4 Health and Physical Education Model Activity Task Part 9 (চতুর্থ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ এর জানুয়ারী মাস থেকে তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।

Class 4 Health and Physical Education Model Activity Task Part 9 Answer January 2022

২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 4 Health and Physical Education Model Activity Task Part 9 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task January 2022

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

চতুর্থ শ্রেণী (Class – IV)

পূর্ণমান – ১৫



স্বাস্থ্য সচেতনতার অ আ… ক খ…

Class 4 Health and Physical Education Model Activity Task Part 9 Solution

১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১ x ১৫ =১৫

উত্তর:

(ক) অসুখ বড়াে বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই।

(খ) আমাশয় বা পেটের রােগে, ছেলেমেয়ে বড়ােই ভােগে।

(গ) ঈষৎ আলােয় পড়তেও নেই, চোখের ক্ষতি করতেও নেই।

(ঘ) উচ্চ রক্ত চাপের ফলে, পাতে কি নুন খাওয়া চলে?

(ঙ) ঋতু-বদল খেয়াল রেখাে, সাবধানেতে তখন থেকে।

(চ) ও.আর.এস জিনিসটা কী, নতুন করে বলব তাকি?

(ছ) ঔষধ যদি খেতেই চাও, ডাক্তারকে আগে দেখাও।

(জ) ঘুমােতে ভাই যখনই যাও, মশারিটা টাঙিয়ে নাও।

(ঝ) রঙ দেওয়া সব খাবার কিনে, মরতে কি চাও দিনে দিনে?

(ঞ) চোখের রােগের ধরন নানা, ছানি পড়া বা রাতকানা l

(ট) ছাতু ছােলা যত খাবে, প্রােটিনও তাে ততই পাবে।

(ঠ) জিভে যখন ময়লা জমে, হজমশক্তি তখন কমে।

(ড) ঝরনার জল কাজে লাগে, শরীর স্বাস্থ্য ভালাে রাখে।

(ঢ) টাটকা খাবার খেয়ে তােনাও, সুস্থ যদি থাকতেই চাও।

(ণ) ডায়ারিয়ায় জলাভাব হয়, ও.আর.এস-এই সারে নিশ্চয়।

শব্দঝুড়ি : এড়াতে, পেটের, চোখের, নুন, সাবধানেতে, ও.আর.এস, ডাক্তারকে, মশারিটা, রঙ, রাতকানা, প্রােটিনও, হজমশক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব।

Read Also:

Class 4 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment