বাঘ কবিতার প্রশ্ন উত্তর | Class 6 Bengali Bagh Question Answer

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 6 এর বাঘ কবিতার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের ষষ্ঠ শ্রেনীর পাঠ্যবইতে নবনীতা দেবসেন এর লেখা বাঘ কবিতা রয়েছে। কবিতার শেষে যে সব প্রশ্নপত্র গুলি রয়েছে তার সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।

বাঘ 

নবনীতা দেবসেন


বাঘ কবিতার প্রশ্ন উত্তর | Class 6 Bengali Bagh Question Answer

কবি পরিচিতি

নবনীতা দেবসেন কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা রাধারানী দেবীর একমাত্র সন্তান। জন্ম ১৩ জানুয়ারি, ১৯৩৮ খ্রিস্টাব্দ। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রী লাভ করেন। পি-এইচ ডি ডিগ্রী লাভ করেন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে। পোস্ট ডক্টরাল ডিগ্রী পান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেছেন। যেমন—বাংলা, ইংরেজি, হিন্দী, ওড়িয়া, অসমিয়া, ফরাসী, জার্মানি, সংস্কৃত, হিব্রু প্রভৃতি। তাঁর প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয়। অন্যান্য কয়েকটি বই — নটী নবনীতা, খগেনবাবুর পৃথিবী, গল্পগুজব, আমি অনুপম, মঁসিয়ে হুলোর হলিডে, ট্রাকবাহনে ম্যাকমোহনে, নব-নীতা, সমুদ্রের সন্ন্যাসিনী, হে পূর্ণ তব চরণের কাছে প্রভৃতি। তাঁর অসামান্য সাহিত্য সৃষ্টির জন্য তিনি সাহিত্য অকাদেমি ও বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হয়েছেন।

হাতে কলমে

১.১ নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কী ?

উত্তর: নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম ‘প্রথম প্রত্যয়’।

১.২ তাঁর লেখা একটি ভ্রমণকাহিনির নাম লেখো।

উত্তর: নবনীতা দেবসেনের লেখা একটি ভ্রমণকাহিনী ‘হে পূর্ণ তব চরণের কাছে’।

২.১ পাখিরালয়ের বাসায় কী পাওয়া যেত না?

উত্তর: পাখিরালয়ের বাসায় বাঘের খাওয়ার উপযোগী ছাগল, ভেড়া, হরিণ পাওয়া যেত না।

২.২  ছোট্টো বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কী ধরতে গিয়েছিল ? 

উত্তর: ছোট্টো বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল। 

২.৩ ছোট্টো বাঘের বাবা-মা বাসা বদলে কোথায় গিয়েছিল ? 

উত্তর: ছোট্টো বাঘের বাবা-মা বাসা বদলে সজনেখোলা চলে গিয়েছিল।

২.৪ সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত?

উত্তর: সুন্দরবনের বাঘ রয়েল বেঙ্গল টাইগার নামে পরিচিত।

৩.১ “ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা” বাঘ ছানার এমন মনে হয়েছিল কেন ?

উত্তর: বাঘের ছানার এমন মনে হয়েছিল কারণ বাঘের উপযোগী কোনো খাবার অর্থাৎ ভেড়া, ছাগল, হরিণ পাখিরালয়ে পাওয়া যেতো না। সেখানে কেবল পাখিদেরই দেখা যায় এবং বাঘ পাখির বাচ্চা ধরে খেতে পারে না। কারণ ধরতে গেলেই পাখি কিচিরমিচির শব্দ করে উড়ে পালায়। তাই বাঘের ছানার মনে হয়েছিল যে ভদ্র বাঘ এখানে বাস করে না।

৩.২ ছোট্টো বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন?

উত্তর: ছোট্টো বাঘ পাখির ছানা ধরতে পারে না। কারণ, পাখির ছানা একস্থানে বসে থাকে না। সে এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ায়। যতবার ছোট্টো বাঘ পাখির ছানাকে খাবার জন্য ধরতে যায় ততবার সেটা কিচিরমিচির আওয়াজ তুলে উড়ে পালায়।

৩.৩ বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন?

উত্তর: বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল। কারণ, গর্তের ভেতর কাঁকড়াদের আস্তানা ছিল। বাঘের ছানা কাকড়া ধরার জন্য গর্তের মধ্যে থাবা ঢুকিয়ে দিলে কাঁকড়া তার লাল রঙের দাঁড়া দিয়ে ছোট্টো বাঘের থাবা কামড়ে ধরেছিল। 

৩.৪ বাঘছানাকে বাবা কীভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল?

উত্তর: বাঘের ছানা যখন কাকড়ার গর্তে নিজের ছোটো থাবা বাড়িয়ে কাঁকড়া ধরতে গেল, তখন কাঁকড়ার লাল দাঁড়ার আক্রমণে ছোট্টো বাঘ কেঁদে ফেলল। তার কান্না শুনে ছোট্টো বাঘের বাবা দৌড়ে নদীর ঘাটে এল। নিজের গোবদা নখের থাবা বাড়িয়ে কাঁকড়ার দাঁড়া ভেঙে দিল। এভাবেই ছোট্টো বাঘকে তার বাবা কাঁকড়ার হাত থেকে রক্ষা করল। 

৩.৫ বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন?

উত্তর: বাঘের ছানা কাঁকড়া ধরতে ব্যর্থ হয়। শেষে প্রচন্ড খিদে নিয়ে কাদায় মেনিমৎস্য ধরতে যায়। তখন বাঘের ছানার মা দারুণ লজ্জা পেয়ে যায়। সে বাঘ ছানাকে বলে যে, সে আসলে বাঘের ছানা সে ভোঁদড় নয় যে কাদায় মেনিমৎস্য খুঁজে বেড়াবে। কাদায় মাছ ধরাটা বাঘের পক্ষে লজ্জাজনক।

ব্যাঘ্র > বাঘমৎস্য > বৎস > 

উত্তর: 

ব্যাঘ্র > বাঘমৎস্য > মাছবৎস > বাছা

উত্তর: পাখির + আলয় = পাখিরালয়। 

কাঁদ্ + না = কান্না।

উত্তর: বন – জঙ্গল, অরণ্য। 

বোন – সহোদরা, ভগিনী। 

পাড়ে – নদীর ধারে।

পারে – সম্ভব। 

বাড়ি – ঘর, গৃহ। 

বারি – জল।

মন, শরীর, সব্বোনেশে, ভদ্র, এক, পেট, রাগ।

উত্তর:

বিশেষ্যবিশেষণ
মনমানসিক
শরীরশারীরিক
রাগরাগী
পেটপেটুক
বিশেষণ বিশেষ্য
সব্বোনেশেসব্বোনাশ
ভদ্রভদ্রতা
একএকক

৮.১ ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা। 

উত্তর: বাঘ + এ = বাঘে।

৮.২ পাখির সঙ্গে পেরে উঠবে নাকি? 

উত্তর: পাখি + র = পাখির।

৮.৩ ছোট্টো বাঘের মস্ত হলুদ বাবা।

উত্তর: বাঘ + এর = বাঘের।

৯.১ তার মনে মনে জমছে কেবল রাগ। 

৯.২ বাঘছানা কি ধরতে পারে পাখি? 

৯.৩ লালঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে।

উত্তর:

উদ্দেশ্যবিধেয়
৯.১ তারমনে মনে জমছে কেবল রাগ। 
৯.২ পাখিবাঘছানা কি ধরতে পারে?
৯.৩ লালঠেঙো সব কাঁকড়াবেড়ায় হেঁটে।

১০.১ কবিতাটিতে দেখলাম কাঁকড়ার দাঁড়া থাকে, তোমার দেখা আর যে প্রাণীর দাঁড়া আছে তার সম্পর্কে দু-একটি বাক্য লেখো।

উত্তর: কাঁকড়া ছাড়া আর যেসব প্রাণীর দাঁড়া থাকে তাদের মধ্যে অন্যতম হল কাঁকড়াবিছা। এরা হুল ফুটিয়ে শত্রুর দেহে বিষ ঢেলে তাকে নিস্তেজ বা হত্যা করতে পারে। এরা একসঙ্গে যেমন অনেক খাবার খেতে পারে, তেমনি না খেয়ে দীর্ঘদিন থাকতে পারে। এদের বিষ থেকে ওষুধ তৈরি হয়।

১০.২ ছোট্ট বাঘ ও তার বাবা-মা পাখিরালয়ে খাবারের অভাব থাকায় সজনেখালি চলে গিয়েছিল। সারা পৃথিবীতেই আজ মানুষ বন কেটে ফেলায়, নির্বিচারে প্রাণীদের মেরে ফেলায় শুধু বাঘ নয় সমস্ত প্রাণীদেরই খাবারের অভাব তৈরি হচ্ছে। কীভাবে এগুলো বন্ধ করে সমস্ত প্রাণীদের ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়, এ সম্পর্কে তোমার মতামত জানিয়ে একটি অনুচ্ছেদ লেখো।

উত্তর: আজ গোটা পৃথিবী জুড়ে বন্যপ্রাণীদের থাকার জায়গার খুব অভাব। বন্যপ্রাণীরা আজ তাই নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ জঙ্গল কেটে সাফ করে ফেলছে। জনবসতি বাড়ছে কিন্তু বন্যপ্রাণীদের সংখ্যা কমছে। কারণ বন্যপ্রাণীরা না পাচ্ছে উপযুক্ত খাবার না পাচ্ছে উপযুক্ত বাসস্থান। ফলে বন্যপ্রাণীর দল পৃথিবীর বুক থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে পড়ছে। আগে যত সংখ্যায় বন্যপ্রাণী ছিলো এখন আর তা নেই। বাঘ ছাড়াও বহু প্রাণী এখন ‘বিরল প্রজাতি’র হয়ে গেছে। তাছাড়া নির্বিচারে পশুহত্যার ফলেও আজ বহু প্রাণীরই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। পৃথিবীর মানুষের কাছে এদের কোনো চিহ্ন নেই। এর ফলে ‘ইকোলজিক্যাল ব্যালান্স’ নষ্ট হচ্ছে। অবিলম্বে গাছ কাটা বন্ধ, পশু হত্যা বন্ধ করা দরকার। বেশি সংখ্যায় অভয়ারণ্য গড়ে তুলতে হবে, চোরাশিকারীদের হাত থেকে পশুপাখিদের রক্ষা করতে হবে। এই বিষয়ে সরকারি আইনবিধিকে যথেষ্ট কঠোর হতে হবে। মানুষের মধ্যে সচেতনতা জাগাতে হবে। আইনভঙ্গকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই প্রাণীদের বাঁচিয়ে রাখা যাবে।

আরো পড়ুন

ভরদুপুরে কবিতা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর বাংলা

শঙ্কর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর | শ্যামল গঙ্গোপাধ্যায়

খোলামেলা দিনগুলি গল্পের প্রশ্ন উত্তর | শান্তিসুধা ঘোষ

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর | হাইনরিখ হাইনে

মন ভালো করা কবিতার প্রশ্ন উত্তর | শক্তি চট্টোপাধ্যায় | Mon Valo Kora Question Answer | Class 6 | Wbbse

পশুপাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর | সুবিনয় রায়চৌধুরী | Poshupakhir Vasha Question Answer | Class 6 | Wbbse

ঘাসফড়িং কবিতার প্রশ্ন উত্তর | অরুণ মিত্র | GhashForing Question Answer | Class 6 | Wbbse

কুমোরে পোকার বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর | গোপালচন্দ্র ভট্টাচার্য | Kumore Pokar Bashabari Question Answer | Class 6 | Wbbse

চিঠি কবিতার প্রশ্ন উত্তর | জসীমউদ্দিন | Chithi Question Answer | Class 6 | Wbbse

হাট কবিতার প্রশ্ন উত্তর | যতীন্দ্রনাথ সেনগুপ্ত | Hat Question Answer | Class 6 | Wbbse

মাটির ঘরে দেয়ালচিত্র গল্পের প্রশ্ন উত্তর | তপন কর | Matir Ghore Deyalchittro Question Answer | Class 6 | Wbbse

মরশুমের দিনে প্রশ্ন উত্তর | সুভাষ মুখোপাধ্যায় | Morsumer Dine Question Answer | Class 6 | Wbbse

পিঁপড়ে কবিতার প্রশ্ন উত্তর | Pipre Question Answer | Class 6 | WBBSE

ফাঁকি গল্পের প্রশ্ন উত্তর | Faki Question Answer | Class 6 | WBBSE

চিত্রগ্রীব এর প্রশ্ন উত্তর | Chitrogrib Question Answer | Class 6 | WBBSE

আশীর্বাদ গল্পের প্রশ্ন উত্তর | Ashirbad Class 6 Question Answer | WBBSE

এক ভুতুড়ে কান্ড প্রশ্ন উত্তর Class 6 | Ek Bhuture Kando Question Answer

বাঘ কবিতার প্রশ্ন উত্তর | Class 6 Bengali Bagh Question Answer

বঙ্গ আমার জননী আমার প্রশ্ন উত্তর | Bongo Amar Jononi Amar Question Answer | Class 6

শহীদ যতীন্দ্রনাথ দাস প্রশ্ন উত্তর | Class 6 Bengali Shahid Jatindra Nath Das Question Answer

ধরাতল কবিতার প্রশ্ন উত্তর | Dhoratol Bengali Poem Question Answer | Class 6

মোরা দুই সহোদর ভাই কবিতার প্রশ্ন উত্তর | Class 6 | West Bengal Board

হাবুর বিপদ প্রশ্ন উত্তর | Habur Bipod Question Answer | Class 6 | West Bengal Board

কিশোর বিজ্ঞানী কবিতার প্রশ্ন উত্তর | Kishore Bigyani Question Answer | Class 6 | West Bengal Board

ননীদা নট আউট প্রশ্ন উত্তর (মতি নন্দী) | Nonida Not Out Question Answer | Class 6 | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment