HS Economics Suggestion 2023 PDF | উচ্চমাধ্যমিক অর্থনীতি সাজেশন ২০২৩

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা HS Economics Suggestion 2023 (উচ্চমাধ্যমিক অর্থনীতি সাজেশন ২০২৩) নিয়ে এসেছি। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। আশা করি এই সাজেশন থেকেই তোমরা পরীক্ষায় ৯০% কমন পেয়ে যাবে।

HS Economics Suggestion 2023 PDF | উচ্চমাধ্যমিক অর্থনীতি সাজেশন ২০২৩

উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষা ২০২৩ এ যাতে তোমরা ভালো ফল রেজাল্ট করতে পারো, সেই জন্য আমরা এখানে উচ্চমাধ্যমিক অর্থনীতি সাজেশন ২০২৩ প্রকাশ করলাম। এখানে 2 ও 5 নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হল। খুবই শীঘ্রই উত্তর গুলিও আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সেগুলোর লিঙ্ক এই পেজেই প্রতিটি প্রশ্নের মাঝে পেয়ে যাবে। আশা করি এই 2023 Higher Secondary Economics Suggestion টি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ

HS Economics Suggestion 2023

90% Common

2 ও 5 নম্বরের প্রশ্ন


2 নম্বরের প্রশ্ন

1. গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও 
2. ভােগ উদ্বৃত্ত কি 
3. চাহিদার দামগত স্থিতিস্থাপকতা সংজ্ঞা দাও 
4. বাজারের দাম স্থির থাকলে ফার্যের প্রান্তিক ও বড় রেভিনিউ এর মধ্যে সম্পর্ক কি 
5. রাজস্ব নীতি বলতে কী বােঝাে?
6. ঘাটতি বাজার কাকে বলে? 
7. স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য কি
8. ভারসাম্য বাজেট গুণক কাকে বলে 
9. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব সংক্রান্ত নীতি উল্লেখ করো
10. গিনিসহগ কাকে বলে
11. প্রসারের দুটি অসুবিধা লেখ
12. দারিদ্র রেখা কি।
13. মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কি
14. ইনসিওরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটির কাজ কি।
15. ভারতের দারিদ্রের দুটি কারণ লেখ। 
16. আয় বৈষম্যের দুটি কারণ লেখ।
17. জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য লেখ।
18. বীমা ক্ষেত্রে আর্থিক সংস্কার নীতির দুটি ফলাফল লেখ
19. Trips কি।
20. চাহিদার নিয়মের দুটি ব্যতিক্রমের উল্লেখ করো 
21. নিকৃষ্ট দ্রব্য কি 
22. সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে।
23. চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক আয়ের পার্থক্য কেমন হবে
24. ঘাটতি ব্যয় কাকে বলে
25. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব নীতি উল্লেখ করো 
26. বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের সংজ্ঞা দাও 
27. প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে
28. WTO-র দুটি কাজ লেখ
29. বীমা ক্ষেত্রে মালহােত্রা কমিটির দুটি সুপারিশ উল্লেখ কর।
30. প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কখন সমান হয় ।
31. সমতার বাজেট কি।
32. প্রসার মূলক রাজকোষ নীতি কাকে বলে
33. লরেন্স রেখা কাকে বলে? 
34. সাধারণ বীমা কে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন 
35.মৌসুমি বেকারত্ব কি
36. নরসিংহােম কমিটির দুটি সুপারিশ লেখ। 
37. বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে?
38. প্রসার মূলক ফিস্ক্যাল নীতি কি? 
39. কোন ফার্মের প্রান্তিক ব্যয় কাকে বলে 
40. চাহিদা আপেক্ষক কাকে বলে । 
41. সুযােগ ব্যয়ের সংজ্ঞা দাও ।
42. প্রান্তিক রেভিনিউ কি
43. নগদ জমার অনুপাত কাকে বলে
44. চলতি খাতে ভারতীয় টাকা রূপান্তরযােগ্যতা বলতে কী বােঝে। 

5 নম্বরের প্রশ্ন

(a) মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মটি উদাহরণ-সহ ব্যাখ্যা করো।
অথবা, বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণসহ ব্যাখ্যা কর

(b) উৎপাদন বন্ধের বিন্দু কী? কোন্ অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো।
অথবা, দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়
অথবা, স্বল্পকালীন সময়ে শিল্পের জোগানরেখা কীভাবে পাওয়া যায় দেখাও।
অথবা, পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখাও। 

(c) শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কীভাবে মজুরির হার নির্ধারিত হয় তা আলোচনা করো।
অথবা, শ্রমের ব্যক্তিগত যোগান রেখা প্ৰসাদ মুখি হয় কেন তা ব্যাখ্যা কর

অথবা, রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো।

অথবা, বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের মূল কথা কি

(d) আয়ের বৃত্তস্রোত কাকে বলে? ব্যাখ্যা করো।
অথবা, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি ব্যাখ্যা করো।

অথবা, আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কর।

(e) বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি ব্যাখ্যা করো।

(f) বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও।

অথবা, নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কীভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়? দেখাও যে কোন দেশের লেনদেন ব্যালেন্স ওই দেশের আয় ও ব্যয়ের বিয়োগফলের সঙ্গে সমান।

অথবা, স্থির বিনিময়ে হার ব্যবস্থা এবং পরিবর্তনশীল বিনিময় হারব্যবস্থার বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর

(g) ছটি বস্তুর ওজন (কিগ্রায়) যথাক্রমে 74, 70, 70, 74, 70, 74। ওজনের সমক পার্থক্য নির্ণয় করো।

অথবা, চিত্রসহযোগে লোরেঞ্জরেখার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।

অথবা, বিস্তৃতির পরিমাপক হিসেবে সম্মুখ পার্থক্যের প্রসারের সুবিধা ও অসুবিধা গুলি উল্লেখ কর।

(h) ভারতে আয়বৈষম্যের কারণগুলি আলোচনা করো।

অথবা, ভারতের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যেসমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে, সেগুলি সংক্ষেপে উল্লেখ করো।

অথবা, শিল্প ও শহরাঞ্চলের বেকারত্বের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা কর।

Read Also

HS Bengali (বাংলা) Suggestion 2023 PDF Download WBCHSE

HS English Suggestion 2023 PDF Download WBCHSE

HS History (ইতিহাস) Suggestion 2023 PDF Download WBCHSE

HS Geography (ভূগোল) Suggestion 2023 PDF Download WBCHSE

HS Philosophy (দর্শন) Suggestion 2023 PDF Download WBCHSE

HS Education (শিক্ষা বিজ্ঞান) Suggestion 2023 PDF Download WBCHSE

HS Political Science (রাষ্ট্রবিজ্ঞান) Suggestion 2023 PDF Download WBCHSE

HS Economics (অর্থনীতি) Suggestion 2023 PDF

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!