প্রতিবন্ধীদের সমস্যা কাটাতে পিতা-মাতা ও শিক্ষকের ভূমিকা আলােচনা করাে।

প্রতিবন্ধীদের সমস্যা কাটাতে পিতা-মাতা ও শিক্ষকের ভূমিকা আলােচনা করাে। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks

উত্তর:-

প্রতিবন্ধীদের সমস্যা কাটাতে পিতা মাতা ও শিক্ষকের ভূমিকা। শারীরিক বা মানসিক অক্ষমতা অথবা আচরণগত বৈশিষ্ট্যের কারণে একজন শিশু অন্যান্যদের থেকে আলাদা বিবেচিত হলে, তাকে আমরা প্রতিবন্ধী হিসেবে বিবেচনা করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মােট জনসংখ্যার প্রায় দশ শতাংশই প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ | প্রতিবন্ধকতার কারণে তাদের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দেয়। ওই সমস্যা সমাধানে পিতা-মাতা এবং শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট ভূমিকা থাকে। এখানে সংক্ষেপে তা আলােচনা করা হল l 

[1] সমাজের বেশির ভাগ মানুষের ধারণা হল প্রতিবন্ধী শিশুরা কোনাে উৎপাদনশীল কাজের দায়িত্ব নিতে পারে না। কিন্তু পিতামাতা ও শ্রেণিকক্ষের শিক্ষক শিক্ষিকাদের ইতিবাচক মানসিকতা থাকলে কোনাে কোনাে অক্ষমতার মাত্রাকে কমানাে যায়। এই পরিপ্রেক্ষিতে বাধাগ্রস্ত অবস্থা, অক্ষমতা ও প্রতিবন্ধী—এই তিনটি বিষয়ে সচেতন হয়ে প্রত্যেককে কাজ করতে হবে, তাহলে প্রতিবন্ধকতা অনেকখানি হ্রাস করা যাবে। 

[2] প্রতিবন্ধীরা যাতে তাদের সমস্যা কাটিয়ে উঠতে পারে, তার জন্য পিতা-মাতা এবং অভিভাবক অভিভাবিকাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। অত্যন্ত হৃদয়বান হয়ে প্রতিবন্ধী শিশুর বিকাশে সহায়তা করতে হবে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও অনেক বেশি দায়িত্ববান এবং কর্তব্যপরায়ণ হতে হবে। প্রয়ােজনে অনেক বেশি সময় শিশুর বিকাশের জন্য দান করতে হবে । 

[3] পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকার আন্তরিক সহযােগিতা, ভালবাসা পেলে প্রতিটি প্রতিবন্ধী শিশু তাদের প্রতিবন্ধকতা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে। তাদের মধ্যে হীনমন্যতার বোধ ধীরে ধীরে দূরীভূত হবে এবং তারা আত্মবিশ্বাস ফিরে পাবে| আত্মবিশ্বাস ফিরে পেলে তারা শিক্ষায় আগ্রহী হবে এবং সমাজের প্রতি, দেশের প্রতি তাদের সামর্থ্য অনুযায়ী কর্তব্য পালনে সচেষ্ট হবে| 

[4] প্রতিবন্ধীদের সমস্যা কাটানাের জন্য পিতামাতাকে এবং শিক্ষক শিক্ষিকাকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে। তবেই তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতার প্রকৃতি অনুযায়ী, প্রতিবন্ধী শিশুর প্রতি তাদের সঠিক ভূমিকা পালন করতে পারবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment