Class 6 History Notes West Bengal Board | ষষ্ঠ শ্রেণী ইতিহাস নোট বই প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায় – ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ

ভারতীয় উপমহাদেশে আদিম মানুষঃ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন

ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী (Marks 5)

আধুনিক মানুষের পূর্বপুরুষের উল্লেখযােগ্য কয়েকটি প্রজাতির বর্ণনা দাও।
অস্ট্রালােপিথেকাস ও হােমাে হাবিলিস মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করাে।
হােমাে হাবিলিস কথাটির অর্থ কী? নতুন পাথরের যুগের কী কী পরিবর্তন লক্ষ করা যায়?
হােমাে ইরেকটাস ও হােমাে স্যাপিয়েন্স মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করাে।
আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তােমার মনে হয়?
বিভিন্ন পাথরের যুগের প্রধান ঘটনাসমূহের তুলনা করাে। অথবা, পুরােনাে পাথরের যুগ, মাঝের পাথরের যুগ ও নতুন পাথরের যুগের তুলনা করাে।
আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল?
পাথরের যুগ কাকে বলে? পুরােনাে পাথরের যুগের সঙ্গে নতুন পাথরের যুগের পার্থক্য কোথায় ছিল?
ভারতীয় উপমহাদেশে পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি তুলে ধরাে। 
ভীমবেটকা সম্পর্কে আলােচনা করাে।
ভারতীয় উপমহাদেশে মাঝের পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের বিভিন্ন দিক বর্ণনা করাে।
উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রা সম্পর্কে বর্ণনা দাও।
আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কীভাবে উন্নত হয়েছিল
উন্নতির সাথে সাথে আদিম মানুষের সমাজ কীভাবে ক্রমশ জটিল হয়ে উঠল তা বুঝিয়ে লেখাে। 
আদিম মানুষের যাযাবর অবস্থার পরিবর্তন হয়েছিল কেন?
মানুষের সংস্কৃতি কীভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে তা বুঝিয়ে লেখাে।

বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী (Marks 5)

আদিম মানুষ কেন জোট বেঁধেছিল ? এর ফলে তার কী লাভ হয়েছিল?
পুরােনাে পাথরের যুগ, মাঝের পাথরের যুগ ও নতুন পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি কেমন ছিল এবং ওই তিনটি যুগের মানুষের জীবিকা কী ছিল?
আদিম মানুষ আগুন জ্বালাতে শিখল কীভাবে?
আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল?
লুসি কী? 
পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল
টীকা লেখাে: ভীমবেটকা।
টীকা লেখাে: হুন্সগি উপত্যকা।
টীকা লেখাে: ট্যরো-ট্যরো।
মাঝের পাথরের যুগে হাতিয়ার কেমন ছিল?
নতুন পাথরের যুগ সম্পর্কে যা জান লেখাে।
টীকা লেখাে: বাগােড়।
কৃষিকাজ কীভাবে আদিম মানুষের জীবনকে পালটে দেয়?
উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষ কীভাবে ফসল উৎপাদন করতে শিখেছিল?
সংস্কৃতি বলতে কী বােঝ?

তৃতীয় অধ্যায় – ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা : প্রথম পর্যায় (আনুমানিক খ্রি.পূ. ৭০০০-১৫০০ অব্দ)

ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী (Marks 5)

মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের পরিচয় দাও।
মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়টি সংক্ষেপে লেখাে। 
মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? 
সিটাডেল কী?
হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও।
হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখাে।
হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান প্রধান কারণগুলি লেখাে।
হরপ্পা সভ্যতার পতনের দুটি কারণ লেখাে। হরপ্পার নগর পরিকল্পনা কেমন ছিল?
হরপ্পা সভ্যতার লিপি কী ?
তােমার জানা কোনাে একটি শহরের সঙ্গে হরপ্পা সভ্যতার শহরের মিল ও অমিলগুলি লেখ l

বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী (Marks 3)

আদিম মানুষের যুগ থেকে ইতিহাস এসে পড়ল সভ্যতার যুগে—বিশ্লেষণ করাে। 
কীভাবে চালু হয় নিয়ম বা নিয়মের শাসন?
মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এবং কে এটি আবিষ্কার করেন?
মেহেরগড় সভ্যতার কয়েকটি বৈশিষ্ট্য লেখাে।
মেহেরগড়ের সমাধি সম্পর্কে লেখাে।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (Marks 2)

মেহেগড়ে বাড়িঘরগুলি কেমন ছিল
মেহেরগড় সভ্যতার তিনটি পর্ব উল্লেখ করাে।
আদিম মানুষ কীভাবে সভ্য হল?
ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে?

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment