বাল্যকালের চাহিদা গুলি উল্লেখ করো | Childhood needs in Bengali

বাল্যকালের চাহিদা গুলি উল্লেখ করো | Childhood needs in Bengali
অথবা, বাল্যকালের চাহিদাগুলি উল্লেখ করাে এবং এই চাহিদা পূরণে ব্যর্থ হলে বালক-বালিকাদের মধ্যে কী ধরনের সমস্যার সৃষ্টি হয়?

উত্তর:

বাল্যকালের চাহিদা

বাল্যকালের চাহিদাগুলিকেও মােটামুটিভাবে তিন ভাগে ভাগ করা যায়, যথা—জৈবিক চাহিদা, মানসিক চাহিদা ও সামাজিক চাহিদা। নিম্নে এগুলি আলােচিত হল —

বাল্যকালের জৈবিক চাহিদাগুলি হল :

[1] খাদ্যের চাহিদা : এইসময়ে শিশুরা নিজেদের ইচ্ছেমতাে খাদ্যগ্রহণে বেশি তৃপ্ত হয়। 

[2] সক্রিয়তার চাহিদা : এইসময়ে অধিক মাত্রায় শিশুরা | চঞ্চল ও সক্রিয় হয়। 

[3] পুনরাবৃত্তির চাহিদা : এই বয়সে একই প্রশ্ন বারবার বিভিন্নভাবে করার প্রবণতা দেখা যায়।

মানসিক চাহিদাগুলি হল :

[1] নিরাপত্তার চাহিদা : সমাজের বয়স্ক ব্যক্তিদের কাছে ও নিজের দলের কাছ থেকে নিরাপত্তা পেতে চায়। 

[2] সাহসিকতা ও স্বাধীনতার চাহিদা : এইবয়সে ছেলেমেয়েদের সমস্ত প্রকারের কাজ নিজে করার প্রবণতা দেখা যায় এবং যে-কোনাে কাজ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিতে চায়। নিজের দৈহিক বৃদ্ধির প্রতি এক আত্মবিশ্বাস জন্ম নেয় ফলে বয়স্ক ব্যক্তিদের দ্বারা আরােপিত নিয়মকে অগ্রাহ্য করে নিজের স্থানকে মর্যাদা দেওয়ার জন্য এই চাহিদা গড়ে ওঠে। 

[3] জ্ঞানের চাহিদা ; এইসময়ে অজানা বিষয়কে জানার কৌতুহল খুব তীব্র হয়, বিশেষ করে বিজ্ঞান সম্পর্কীয় ঘটনা জানার প্রতি এক প্রবণতা দেখা যায়। তাই পাঠক্রমে কল্পবিজ্ঞানবিষয়ক গল্প পড়ার আগ্রহ বালক-বালিকাদের মধ্যে দেখা যায়।

[4] অনুকরণ ও অনুসন্ধানের চাহিদা ; এইসময়ে একে অপরকে অনুকরণ করা ও যে-কোনাে বিষয়ে অনুসন্ধানের ইচ্ছা জাগ্রত হয়।। 

[5] দায়িত্বপালনের চাহিদা : দলগঠনের প্রবণতা থেকে এই চাহিদা সৃষ্টি হয়। 

সামাজিক চাহিদাগুলি হল :

[1] দলগঠনের চাহিদা : এই সময়ে প্রত্যেকে প্রত্যেকের লিঙ্গ অনুযায়ী দল গঠন করে।

[2] দলের প্রতি আনুগত্য প্রকাশ : দলের প্রতি একনিষ্ঠতার কারণে এই চাহিদা প্রকাশ পায় এবং অনেক ক্ষেত্রে আবেগের দ্বারা তাড়িত হয়ে অবাধ্যতাও প্রকাশ পায়। 

[3] আক্রমণমুখী মনােভাব : বালকেরা বেশি আক্রমণমুখী হয়। তবে এই বয়সের এটি লক্ষণ।

[4] অপরাধপ্লবণতা : এই সময়ে আবেগের সম্পূর্ণ বিকাশ যেহেতু হয় না সেহেতু অপরাধপ্রবণতা কৈশােরকালের থেকেও বেশি পরিমাণে দেখা যায়।

[5] দলের প্রতি সহযােগিতার মনােভাব : দলের প্রতি সচেতনতা এত বেশি থাকে যে দলের প্রত্যেক সদস্য প্রত্যেককে সহযােগিতা করতে চায়, অন্য বিষয়কে গুরুত্ব না-দিয়েও। জীবনের গুরুত্বপূর্ণ সময়কালের মধ্যে বাল্যকাল অন্যতম। এই সময়ে বালক-বালিকাদের বিকাশ সুপ্তভাবে হয়। তাই সবসময় বাহ্যিকভাবে বহিঃপ্রকাশ হয় না। পরিবার এবং সমাজের অন্যান্য ব্যক্তিরা অনেক সময় বালক-বালিকাদের চাহিদাগুলি সঠিকভাবে অনুধাবন করতে পারেন না, এর ফলেই সমস্যার উদ্ভব হয়। অনুকরণ করার প্রবণতাকে কখনাে-কখনাে। কঠোরতার সঙ্গে দমন করা হলে এদের পক্ষে তা মেনে। নেওয়া কঠিন হয়ে পড়ে। দলগত চাহিদা থেকেও ভয়াবহরূপে সমস্যার সৃষ্টি হয়। দলের প্রতি আনুগত্য, সচেতনতা, দলের স্বার্থে আত্মত্যাগ অনেক ক্ষেত্রে ভালােমন্দ, উচিত-অনুচিতের বিচারবােধকে অতিক্রম করে যায়। ফলে প্রচণ্ডভাবে আবেগের দ্বারা পরিচালিত বিভিন্ন সামাজিক অপরাধ করার প্রবণতা দেখা যায় এবং এর থেকেই বেশিরভাগ সামাজিক অপরাধের সৃষ্টি হয়। শুধু তাই নয়, এই অপরাধপ্রবণতা থেকে বিভিন্ন মানসিক ব্যাধির উৎপত্তি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “বাল্যকালের চাহিদা গুলি উল্লেখ করো | Childhood needs in Bengali”

Leave a Comment