Class 8 Poribesh O Bigyan Model Activity Task Part 8 Combined Answer 2021 | অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮ (Class 8 Poribesh O Bigyan Model Activity Task Part 8) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২১ এর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে বাছাই করা করা কিছু প্রশ্ন নিয়ে এবার তোমাদের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক করতে দেওয়া হয়েছে ।

Class 8 Poribesh O Bigyan Model Activity Task Part 8 Combined

২০২১ এর এটাই সর্বশেষ অ্যাক্টিভিটি টাস্ক । এই অ্যাক্টিভিটি টাস্কে ৫০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করেই সম্ভাবত তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8 (Combined), October 2021

পরিবেশ ও বিজ্ঞান (পূর্ণমান ৫০)

অষ্টম শ্রেণী


Class 8 Poribesh O Bigyan Model Activity Task Part 8 Solution :

১. ঠিক উত্তর নির্বাচন করাে :

১.১ চাপের SI একক হলাে – 

(ক) নিউটন 

(খ) নিউটন বর্গমিটার 

(গ) নিউটন/বর্গমিটার 

(ঘ) নিউটন/বর্গমিটার।

উত্তর: (গ) নিউটন/বর্গমিটার 

১.২ আইসােবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলাে এদের – 

(ক) ভর সমান 

(খ) প্রােটনসংখ্যা সমান

(গ) নিউট্রনসংখ্যা সমান 

(ঘ) ভরসংখ্যা সমান।

উত্তর: (ঘ) ভরসংখ্যা সমান।

১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলাে –

(ক) মাইটোকনড্রিয়া 

(খ) রাইবােজোম 

(গ) নিউক্লিয়াস 

(ঘ) লাইসােজোম।

উত্তর: (ঘ) লাইসােজোম।

১.৪ যেটি তড়িৎবিশ্লেষ্য নয় সেটি হলাে – 

(ক) সােডিয়াম ক্লোরাইড 

(খ) অ্যামােনিয়াম সালফেট 

(গ)

(ঘ) অ্যাসেটিক অ্যাসিড।

উত্তর: (গ)

১.৫ ডিম পােনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলাে – 

(ক) সঞ্চয়ী পুকুর 

(খ) হ্যাচারি 

(গ) পালন পুকুর 

(ঘ) আঁতুর পুকুর।

উত্তর: (ঘ) আঁতুর পুকুর।

১.৬ মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলাে –

(ক) ডিম → পিউপা → লার্ভা → পূর্ণাঙ্গ

(খ) ডিম → লার্ভা → পূর্ণাঙ্গ → পিউপা

(গ) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ

(ঘ) ডিম → পূর্ণাঙ্গ → লার্ভা → পিউপা।

উত্তর: (গ) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ

২. শূন্যস্থান পূরণ করাে :

২.১ কোনাে কঠিন অনুঘটককে গুঁড়াে করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ____________ যায়।

উত্তর: কোনাে কঠিন অনুঘটককে গুঁড়াে করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়।

২.২ ____________ কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।

উত্তর: বায়ুর কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।

২.৩ ____________ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে।

উত্তর: ক্যাফিনের উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে।

৩. ঠিক বাক্যের পাশে ‘‘ আর ভুল বাক্যের পাশে ‘🗙‘ চিহ্ন দাও :

৩.১ স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়।

উত্তর:  

৩.২ জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে।

উত্তর:  

৩.৩ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।

উত্তর:  

৪. সংক্ষিপ্ত উত্তর দাও :

৪.১ এক কিলােগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে?

উত্তর: এক কিলােগ্রাম ভরের বস্তুকে পৃথিবী (1×9.8) নিউটন = 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে।

৪.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলাে – Na, Fe, (H), Cu, Au৷ এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করাে।

উত্তর: ধাতুগুলোর মধ্যে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটি হলো Na ।

৪.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলােয় দর্শনে সাহায্য করে? 

উত্তর: চোখের রেটিনায় উপস্থিত দণ্ডাকার রড কোশ মৃদু আলােয় দর্শনে সাহায্য করে।

৪.৪ আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখাে। 

উত্তর: আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম হল ক্যাটালেজ।

৪.৫ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব কীসের জন্য?

উত্তর: বায়ুর মধ্যে জলীয়বাষ্প থাকলে বা বায়ুর আর্দ্রতা বেশি হলে বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব।

৪.৬ মুরগী পালনের একটি আধুনিক পদ্ধতি হলাে ‘ডিপ-লিটার। “লিটার’ কী? 

উত্তর: বিচালি (ছােটো ছােটো করে কাটা খড়), কাঠের গুঁড়াে, শুকনাে পাতা, ধান, তুলােবীজ, আর যবের তুষ, ভুট্টা, আমের খােসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য (মুরগির জন্য) যে শয্যা তৈরী করা হয়, তাকে বলে লিটার।

৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৫.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখাে এবং K রাশিটির SI একক উল্লেখ করাে। 

উত্তর: 

কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হল – 

এখানে, q1 ও q2 হলাে তড়িতাহিত বস্তুদুটির আধানের পরিমাণ,

r হলাে তড়িতাহিত বস্তুদুটির মধ্যবর্তী দূরত্ব

F হলাে তড়িতাহিত বস্তুদুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎবল (আকর্ষণ বা বিকর্ষণ বল)।

এবং K এর মান নির্ভর করে তড়িতাহিত বস্তদুটির মধ্যবর্তী অঞ্চলে কি পদার্থ আছে তার উপরে।

K রাশিটির SI একক হলাে – নিউটন. (মিটার)2 / কুলম্ব2

৫.২ খুব শুকনাে ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়? 

উত্তর: খুব শুকনাে ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায় –

(i) কোনাে কোনাে প্রাণীর চামড়ার নীচে ফ্যাটের পুরু আস্তরণ থাকে,

(ii) কোনাে কোনাে প্রাণীর চামড়ার উপরে ঘন লােমের দুটি স্তর থাকে,

(ii) অনেক প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রােটিন থাকে ও

(iv) কোনাে কোনাে প্রাণীর পা বরফের মতাে হয়।

৫.৩ উত্মতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন?

উত্তর: কোন রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায়। যার কারনে বিক্রিয়ক অণু গুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়।

৫.৪ রােগে কী কী লক্ষণ দেখা যায়? 

উত্তর: রােগের লক্ষণ গুলি হলাে, – জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যাথা, পেশীতে ব্যাথা, মাথাব্যাথা, কাশি, অবষাদগ্রস্থতা।

৫.৫ জলে অ্যামােনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে? 

উত্তর: একটি টেস্ট টিউবের মধ্যে অ্যামােনিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করা হলে দেখা যাবে যে টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা করে জল জমেছে। এই পর্যবেক্ষণের দ্বারা প্রমাণিত হয় যে, জলে অ্যামােনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়ার ফলে পরিবেশ থেকে তাপ শােষিত হয়েছে। অর্থাৎ এটি একটি তাপগ্রাহী পরিবর্তন ।

৫.৬ যক্ষ্মা রােগের লক্ষণ কী কী? 

উত্তর: যক্ষ্মা রােগের লক্ষণগুলি হলাে : 

(i) ভয়াবহ কাশি ও তার সাথে রক্ত পড়া রাতের দিকে কষ্ট বাড়ে । 

(ii) প্রচন্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে ।

৫.৭ কোশপর্দার গঠন ব্যাখ্যা করাে।

উত্তর: বাইরে যে পাতলা পর্দা দেখা যায় তাকে বলে কোশপর্দা বা প্লাজমা পর্দা। এটি ছিদ্রযুক্ত। এই পর্দা কোশকে পার্শ্ববর্তী অন্য একটি কোশ থেকে আলাদা করে রাখে। এটি কোশকে নির্দিষ্ট আকার দেয়।

Read Also:

Class 8 English Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 8 Bengali (বাংলা) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 8 পরিবেশ ও ইতিহাস Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 8 পরিবেশ ও ভূগোল Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 8 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 8 Mathematics (গণিত) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 1-10 Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

৬. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৬.১ সমযােজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামােনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা এঁকে দেখাও। 

উত্তর: 

৬.২ এন্ডােপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করাে।

উত্তর: এন্ডােপ্লাজমীয় জালিকার গঠন: গঠনগত দিক থেকে তিন ধরনের এন্ডােপ্লাজমীয় জালিকা আছে। যথা: 

(i) সিস্টারনি : লম্বা, চওড়া, শাখা-প্রশাখাবিহীন নালিকা সমান্তরালে বিন্যস্ত হয়ে যে জালিকা গঠন করে তাকে বলে সিস্টারনি।

(ii) ভেসিকল : এগুলি গোলাকার বা ডিম্বাকার থলির মতো হয়। 

(iii) টিউবিউলস : এন্ডােপ্লাজমীয় জলিকার লম্বা, শাখা-প্রশাখাযুক্ত ও জালিকাকারে বিন্যস্ত নালিকা গুলিকে বলে টিউবিউলস।

* এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম এর কাজ :

এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম এর প্রধান কাজ গুলি হল –

(i) কোশের সাইটোপ্লাজমের মাঝে প্রাচীর স্বরূপ সাইটোপ্লাজমকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে।

(ii) প্রােটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। 

(iii) অমসৃণ এন্ডােপ্লাজমিক জালিকা প্রােটিন সংশ্লেষ করে l

(iv) মসৃণ এন্ডােপ্লাজমিক জালিকা ফ্যাট সংশ্লেষ করে।

(v) এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম কোষ প্রাচীর নির্মাণে সহায়তা করে।

(vi) এটি কোষের মধ্যেকার বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে।

৬.৩ তামার আপেক্ষিক তাপ 0.09 cal/g°C । 70 গ্রাম ভরের তামার টুকরাের উয়ুতা 20°C বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করাে। 

উত্তর: দেওয়া আছে, ভর = 70 gm 

আপেক্ষিক তাপ = 0.09 cal/g°

বর্ধিত উষ্ণ = 20°C 

আমরা জানি, 

প্রয়ােজনীয় তাপ = ভর আপেক্ষিক তাপবর্ধিত উষ্ণতা = 70 x 0.09 x 20 cal

৬.৪ “জৈব সার অজৈব সারের চেয়ে ভালাে” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে। 

উত্তর: জৈব সার অজৈব সারের চেয়ে ভালাে বক্তব্যটির কারণ,-

(i) রাসায়নিকের কুপ্রভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান কয়েক বছর ধরে পুনঃপুন রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণমানতা হ্রাস হয়। কিন্তু জৈব সার মাটির অম্লত্ব ও ক্ষারত্বের নিয়ন্ত্রণে সাহায্য কাজ করে এবং মাটির সহনশীলতা বৃদ্ধি করে। 

(ii) নিরাপদ: জৈব সার ব্যবহারে উৎপাদিত ফসল হয় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।

(iii) মাটির জলধারণ বৃদ্ধি: জৈব সার মাটিতে হিউমাস এর পরিমাণ বৃদ্ধি করে ফলে মাটির জলধারণ ক্ষমতা বেড়ে যায়।

(iv) অণুজীবের বৃদ্ধি: জৈব সার ব্যবহারে মাটির উপকারী অণুজীবের কাৰ্য্যকলাপ বেড়ে যায় এবং এদের বংশবিস্তারেও তা সহায়ক হয়। 

(v) কম খরচ: কম খরচে শস্যে জৈব কীটনাশক ব্যবহার করে কৃষকদের অর্থ সাশ্রয় করা সম্ভব।

৬.৫ কোনাে তরলের বাম্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 

উত্তর: কোনাে তরলের বাম্পায়নের হার নির্ভর করে: 

(i) তরলের উপরিতলের ক্ষেত্রফল : তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় অর্থাৎ বাম্পায়নের হার বাড়ে । 

(ii) তরলের প্রকৃতি : বিভিন্ন তরলের বাম্পায়নের হার বিভিন্ন । তরলের ফুটনাঙ্ক কম হলে বাস্পায়নের হার বেশি হয় । উদ্বায়ী তরলের বাম্পায়নের হার সর্বাধিক হয় ।

(iii) তরলের ওপর চাপ : তরলের ওপর বায়ুমন্ডলের চাপ বাড়লে বাস্পায়নের হার কমে যায় । চাপ কমলে বাম্পায়নের হার বাড়ে। 

(iv) তরল ও তরল-সংলগ্ন বায়ুর উষ্ণতা : তরল ও তরল-সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয় ।

৬.৬ কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপােনা তৈরি করা হয় ?

উত্তর: এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ, সবল স্ত্রী মাছের জন্য দুটি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। এরপর মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইনজেকশন হয়। এর ফলে স্ত্রী মাছ ডিম ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এরপর এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে ডিমপােনা তৈরী করা হয়। এরপর ডিমপােনাগুলিকে সংগ্রহ করে আঁতুড় পুকুরে স্থানান্তরিত করা হয়। এভাবেই কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপােনা তৈরী করা হয়ে থাকে ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

15 thoughts on “Class 8 Poribesh O Bigyan Model Activity Task Part 8 Combined Answer 2021 | অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৮”

  1. Thank you for your help with this matter 💜💜💜💜🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤❤❤❤❤😘😘😘😘😘😘☺☺☺☺☺☺😊😊😊😊😸😸😸😸😸😸😸😸😸😸😸

    Reply

Leave a Comment