গণমাধ্যম বলতে কী বােঝ | আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করাে

গণমাধ্যম বলতে কী বােঝ | আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করাে
অথবা, গণমাধ্যম কাকে বলে? আধুনিক শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা আলােচনা করাে।
Class 11 | Education (শিক্ষার বিভিন্ন রূপ) 8 Marks

উত্তর:

গণমাধ্যম : 

একই সময়ে একসাথে অসংখ্য মানুষের সঙ্গে যেসকল মাধ্যমের সাহায্যে সংযােগ রক্ষা করা যায়, তাদের বলা হয় গণমাধ্যম।

অন্যভাবে বললে, মানুষের জানার চাহিদা পূরণের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবসভ্যতা সম্পর্কে নানান তথ্য সরবরাহের জন্য যেসকল মাধ্যম ব্যবহৃত হয়, তাদের গণমাধ্যম বলে।

বিভিন্ন ধরনের গণমাধ্যমগুলি হল : সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, দূরদর্শন, ইনটারনেট ইত্যাদি। 

আধুনিক শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা :

আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি নীচে সংক্ষেপে আলােচনা করা হল। 

[1] গণতান্ত্রিক চেতনার বিকাশ : আদর্শ গণতান্ত্রিক চেতনার বিকাশের ক্ষেত্রে গণমাধ্যমগুলি বিশেষ ভূমিকা পালন করে থাকে। বস্তুত, গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্য নির্ভর করে জনগণের বিশ্লেষণাত্মক চিন্তন ক্ষমতার উপর। সংবাদপত্র, বেতার, দূরদর্শন প্রভৃতি গণমাধ্যমগুলি এক্ষেত্রে জনগণের মধ্যে বিশ্লেষণমূলক চিন্তনের বিকাশ ঘটিয়ে বিভিন্ন বিষয়ে মূল্যবান অভিমত প্রকাশে সহায়তা করে। 

[2] চিন্তন ক্ষমতার বিকাশ সাধন : গণমাধ্যমগুলি জনগণের চিন্তন প্রক্রিয়াকে শানিত করে। বিভিন্ন গণমাধ্যমে যেসকল তথ্য পরিবেশিত হয়, সেগুলি সম্পর্কে বিচারবিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে জনগণের নিজস্ব চিন্তন ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে। বস্তুত, নিয়মিত গণমাধ্যমগুলির ওপর নজর রাখলে ব্যক্তির চিন্তন শক্তির বিকাশ ঘটে। এই ধরনের চিন্তন প্রক্রিয়া জনগণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পরােক্ষভাবে এই চিন্তন প্রক্রিয়া জনগণের জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করে।

[3] ব্যক্তির আচরণ সংশােধনে সহায়তা : গণমাধ্যমগুলি ব্যক্তির আচরণকে সংশােধিত ও মার্জিত করে। এইগুলি ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করে। অনেক সময়, দেখা যায় সমস্যা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা না-থাকার কারণে ব্যক্তি ভুল আচরণ করে। গণমাধ্যমগুলি এই ক্ষেত্রে সমস্যার বিশ্লেষণ করে ব্যক্তির আচরণকে সংশােধিত করে।

[4] ব্যক্তিকে গণতান্ত্রিক রাষ্ট্রের নীতির সঙ্গে পরিচিত হতে সাহায্য করা : সকল ব্যক্তির পক্ষে সংবিধান পড়ে গণতান্ত্রিক আদর্শ জানা সম্ভব নয়। এই জন্য গণমাধ্যমগুলি ওই আদর্শ, রীতিনীতিকে জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদপত্রের বিশ্লেষণ, দূরদর্শন ও বেতারের আলােচনা গণতান্ত্রিক রাষ্ট্রের মূল নীতিগুলি সম্পর্কে বিশদ বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তিকে তার অন্তর্নিহিত অর্থ উপলব্ধিতে সাহায্য করে। 

[5] মূল্যবােধের বিকাশ সাধন : গণমাধ্যমগুলি ব্যক্তির মধ্যে নতুন নতুন মূল্যবােধ গঠনেও সাহায্যে করে। গণমাধ্যমে প্রকাশিত বা আলােচিত বিভিন্ন বিষয় ব্যক্তির মধ্যে পুরােনাে মূল্যবােধের পরিবর্তন ঘটায় এবং নতুন মূল্যবােধের ভিত্তি স্থাপন করে। 

[6] ভাষা-জ্ঞান বৃদ্ধিতে সহায়তা : গণমাধ্যমগুলিতে বিভিন্ন বিষয় আলােচিত হয়। ব্যক্তিরা নিয়মিত ওই মাধ্যমগুলিতে নজর রাখলে নিত্যনতুন বহু শব্দ এবং সেগুলির যথাযথ প্রয়ােগ সম্পর্কে জ্ঞানলাভের সুযােগ পায়। তাদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতার যেমন বিকাশ ঘটে, তেমনই তাদের ভাষার বিকাশও ঘটে। 

[7] জ্ঞান লাভে সহায়তা : প্রাত্যহিক ঘটনা পরিবেশনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমগুলি বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার, পৃথিবীর বিভিন্ন মনীষী সম্পর্কে বিস্তারিত বিবরণ ইত্যাদি বহু মূল্যবান এবং জ্ঞানমূলক তথ্য প্রকাশ করে। যারা নিয়মিত গণমাধ্যমগুলির পরিবেশিত তথ্য পাঠ করে বা শ্রবণ করে, তাদের জ্ঞানের পরিধি অনেক বিস্তৃত হয়। 

[8] সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা : গণমাধ্যমগুলি ব্যক্তি, স্বাস্থ্য, সমাজ ও পরিবেশ সম্পর্কে , সচেতন করে তােলে। বিভিন্ন গণমাধ্যমে দৈনিক শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, বিজ্ঞান, রাজনীতি, খেলাধুলাে ইত্যাদি বিষয়ে যেসকল তথ্য পরিবেশিত হয়, সেগুলি জনসাধারণের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। 

[9] কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সহায়তা : সংবাদপত্র, দূরদর্শন, বেতার এবং ইনটারনেট প্রভৃতি গণমাধ্যমগুলি দেশ-বিদেশের নানা সংবাদের পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতির বিষয়েও বিভিন্ন তথ্য পরিবেশন করে। গণমাধ্যমে চোখ রাখলে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযােগ লাভ করে। এর মাধ্যমে তাদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ঘটে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “গণমাধ্যম বলতে কী বােঝ | আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করাে”

Leave a Comment