HS Economics Question Paper 2022 (উচ্চমাধ্যমিক অর্থনীতি প্রশ্নপত্র ২০২২) নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। ২০২৩ এ যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্নগুলি পড়া সম্পূর্ণভাবে বাদ দিতে পারো।
তাই, আমরা এখানে উচ্চমাধ্যমিক ২০২২ এর Economics (অর্থনীতি) Question Paper নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই আর্টিকেল টা তোমাদের সবারই ভালো লাগবে।
HS Economics Question Paper 2022 PDF
HS Question Paper 2022
Economics (অর্থনীতি)
Total Time : 3 Hours 15 minutes | Total Marks : 80
Higher Secondary Economics Question Paper 2022
PART – A
বিভাগ – ক
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
(a) কোন ধরনের ক্ষমতা যুক্ত হলে দ্রব্য পাওয়ার আকাঙ্খ চাহিদায় রূপান্তরিত হয় ?
অথবা
দ্রব্যের ব্যক্তিগত চাহিদাকে প্রভাবিত করে এমন যে কোনাে দুটি বিষয়ের উল্লেখ করাে।
(b) চাহিদার নিয়মটি লেখাে।
অথবা
দাম প্রভাবের দুটি অংশ কি কি ?
(c) কোন ধরনের দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয় ?
অথবা
সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার অর্থ কি ?
(d) চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।
অথবা
চাহিদার দামগত স্থিতিস্থাপকতা অসীম হলে, চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে ?
(e) ফার্মের পরিবর্তনীয় উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ দাও।
অথবা
জার্মের স্থির ব্যয় কাকে বলে?
(f)ফার্মের গড় রেভিনিউ-এর সংজ্ঞা দাও।
অথবা
ফার্মের প্রান্তিক রেভিনিউ কাকে বলে ?
(g) ছদ্ম বেকারত্ব কাকে বলে ?
দারিদ্র্য পরিমাপের মাথা-গােনা অনুপাত কি ?
(h) বিশ্ব বাণিজ্য সংস্থা ও গ্যাটু-এর মধ্যে মূল পার্থক্য কি ?
অথবা
বিশ্ব বাণিজ্য সংস্থার যে কোনাে দুটি প্রধান কাজের উল্লেখ করে।
(i) ভারতবর্ষে আমদানী উদারীকরণ নীতির দুটি অসুবিধা উল্লেখ করাে।
অথবা
1993 সালে মালহােত্রা কমিটির যে কোনাে দুটি সুপারিশ উল্লেখ করাে।
(j) ভারতবর্ষে বাণিজ্য উদারীকরণের দুটি সুবিধা উল্লেখ করাে।
অথবা
ভারতবর্ষে বিশ্বায়নের দুটি অসুবিধা উল্লেখ করাে।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
(a) চাহিদার দামগত স্থিতিস্থাপকতা নির্ধারণকারী কয়েকটি বিষয়ের উল্লেখ করাে। .
অথবা
দেখাও কিভাবে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের শ্রেণীবিভাগ করা যায়।
(b) গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি সংক্ষেপে আলােচনা করাে।
অথবা
উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করাে।
c) বৃহদায়ন উৎপাদনের ফলে কি কি ধরনের অভ্যন্তরীণ ব্যয়সংকোচের উদ্ভব হয় ?
(d) পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।
অথবা
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জিত হয় তা ব্যাখ্যা করো
(e) দেখাও কিভাবে পূর্ণ প্রতিযােগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন জোগান রেখা পাওয়া যায়
অথবা
পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারে দ্রব্যর মােট জোগান স্থির থেকে যদি মােট চাহিদা বৃদ্ধি পায়, তাহলে বাজার দাম কিভাবে প্রভাবিত হয়, তা চিত্রের সাহায্য দেখাও।
(f) জাতীয় আয় পরিমাপের যে কোনাে একটি পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে।
অথবা
জাতীয় আয় পরিমাপের মূল অসুবিধাগুলি সংক্ষেপে আলােচনা করাে।
g) ঋণ প্রদানের মাধ্যমে ব্যাঙ্ক কিভাবে আমানত সৃষ্টি করে তা দেখাও।
অথবা
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সংক্ষেপে আলােচনা করাে।
(h) ভারতবর্ষে দারিদ্র্য দূরীকরণে প্রধান কর্মসূচীগুলি সংক্ষেপে আলােচনা করাে।
অথবা
ভারতবর্ষে বিভিন্ন বনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।
Part – B
বিভাগ – খ
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদও বাস্কে লেখাে (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1 x 10 = 10
1. চাহিদার পরিমাণের পরিবর্তনের হার যদি দাম পরিবর্তনের হার অপেক্ষা বেশি হয় তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান হবে
(a) 1 অপেক্ষা বেশি।
(b) 1 অপেক্ষা কম
(c) 1 এর সমান।
(d) শূন্য।
2. ফার্মের স্থির ব্যয়ের একটি উদাহরণ হল
(a) মজুরি বাবদ ব্যয়
(b) বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়
c) বীমার প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ
d) কাচামাল ক্রয়ে ব্যয়।
3. যােগানের নিয়ম অনুসারে যােগান রেখাটি হয়
a) নিম্নগামী
b) অনুভুমিক
c) ঊর্ধ্বগামী
d) উলম্ব
অথবা
পূর্ণ অস্থিতিস্থাপক জাপারে ক্ষেত্রে জোগান ঘােটি করে
a) নিম্নগামী
b) অনুভুমিক
c) ঊর্ধ্বগামী
d) উলম্ব
4.জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচীর যে বছর সূচনা হয় সেটি হল
(a)1978
(b)1980
(c)1981
(d)1985
5.ভারতের জীবন বিমা নিগম স্থাপিত হয়
(b) 1956 সালে
(a) 1952 সালে।
(d) 1960 সালে।
(c) 1958 সালে।
অথবা
বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়
(a) 1981 সালে
(b) 1985 সালে
(c) 1991 সালে
(d) 1995 সালে।
6. গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি হয়
(a) ঊর্ধ্বগামী
(b) নিম্নগামী
(c) অনুভূমিক
(d) উল্লম্ব।
7.স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি
(a) অবতল
(b) নিম্নগামী
(গ) ঊর্ধ্বগামী
(d) ‘U’ আকৃতির।
অথবা
প্রান্তিক ব্যয় (MC) রেখা
(a) কখনােই নিম্নগামী হয় না।
(b) প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয়।
(c) কখনােই উর্ধ্বগামী হয় না।
(d) গড় ব্যয় (AC) রেখাকে সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে।
8. যে কোনাে ফার্মের মুনাফা সর্বাধিক করার প্রথম ক্ৰমের বা প্রয়ােজনীয় শর্তটি হল প্রান্তিক রেভিনিউ
(a) গড় রেভিনিউ-এর থেকে বেশি
(b) গড় রেভিনিউ-এর থেকে কম
(c) প্রান্তিক ব্যয়ের সমান।
(d) প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি।
9.নিচে উল্লিখিত বৈশিষ্ট্যগুলি থেকে পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারের কোন বৈশিষ্ট্যটি চিহ্নিত করা যায় ?
a) একজন মাত্র ক্রেতা
b) ফার্ম ও শিল্পের মধ্যে কোনাে প্রভেদ নেই
(c) শিল্পে প্রবেশ ও নির্গমন অবাধ নয়
(d) প্রত্যেক বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে।
অথবা
পূর্ণ প্রতিযােগিতার বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত শর্তটি হল
(a) প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয়
(b) প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বগামী
(c) প্রান্তিক ব্যয় রেখা নিম্নগামী
(d) দাম প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয়।
10. নিচের কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয় ?
(a) ডান্দেকর
(b) প্রানব বর্ধন
(c) মিনহাস
(d) মহলানবিশ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
i) ঠিক বা ভুল লেখো :
বিশ্ব বানিজ্য সংস্কার চুক্তি কার্যকর ১৯৯০ সালে
অথবা
ঠিক বা ভুল লেখাে :
ভারতবর্ষে কর ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব করেছিলেন নরসিমহাম কমিটি।
ii) ঠিক বা ভুল লেখো :
ভারতবর্ষে ভূমি মালিকানা বণ্টনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে
অথবা
ঠিক বা ভুল লেখাে :
মরশুমি বেকারত্ব শুধুমাত্র কৃষিক্ষেত্রেই লক্ষ্য করা যায়।
iii) শূন্যস্থান পূরণ করাে :
দামের শতকরা পরিবর্তন ও যােগানের শতকরা পরিবর্তন যদি পরস্পর সমান হয়, তবে যােগানের দাম স্থিতিস্থাপকতার মান হবে ____________________
iv) ঠিক বা ভুল লেখাে :
গড় পরিবর্তনশীল ব্যয় রেখার নিম্নতম বিন্দুকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু
অথবা
ঠিক বা ভুল লেখাে :
ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে যখন দাম ও গড় ব্যয় পরস্পর সমান হয়।
v) ঠিক বা ভুল লেখাে :
গড় ব্যয় সর্বনিম্ন হলে প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সমান হয়।
অথবা
ঠিক বা ভুল লেখাে :
মােট স্থির ব্যয় রেখা উৎপাদন অক্ষের সমান্তরাল হয়
vi) শূন্যস্থান পূরণ করাে :
চলতি খাতে ভারতীয় টাকা সম্পূর্ণ রূপান্তরযোগ্য হয় _________________ সালে
vii) শূন্যস্থান পূরণ করাে :
ভারত সরকার জওহর রোজগার যোজনা চালু করে _________________ সালে
অথবা
ছন্দ বেকারত্বের ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা হয় ______________ হয়
viii) শূন্যস্থান পূরণ করাে :
পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারে ফার্মগুলি পৃথক পৃথক দামে দ্রব্য বিক্রয় করে।
ix) শূন্যস্থান পূরণ করাে :
শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে, ফার্মের যােগান রেখাটি __________দিকে রূপান্তরিত হয়
x) শূন্যস্থান পূরণ করাে :
চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান 1 হলে প্রান্তিক রেভিনিউ ______________ হয়
অথবা
শূন্যস্থান পূরণ করাে :
চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান 1-এর বেশি হলে, প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা _________________ হয়
PDF Download
Part A
Part B
আরো দেখুন
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।