প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 6 এর খোলামেলা দিনগুলি গল্পের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের ষষ্ঠ শ্রেনীর পাঠ্যবইতে শান্তিসুধা ঘোষ এর লেখা খোলামেলা দিনগুলি গল্প রয়েছে। গল্পের শেষে যে সব প্রশ্নপত্র গুলি রয়েছে তার সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।
খোলামেলা দিনগুলি
শান্তিসুধা ঘোষ
লেখিকা পরিচিতি
শান্তিসুধা ঘোষ ১৯০৭ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ক্ষেত্রনাথ ঘোষ, মাতার নাম অন্নদাসুন্দরী দেবী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর ১৯৩৭ খ্রিস্টাব্দে ব্রজমোহন কলেজে অধ্যাপিকা নিযুক্ত হন। যুগান্তর, জয়শ্রী, মন্দিরা প্রভৃতি পত্রিকায় তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে। ভারতে চলে আসার পর তিনি প্রথমে আসানসোল গার্লস কলেজে এবং পরে হুগলি গার্লস কলেজে অধ্যক্ষ হিসাবে যোগ দেন। তিনি দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাঁকে কারাবাস করতে হয়েছে এবং দীর্ঘকাল গৃহবন্দী থাকতে হয়েছিল। তাঁর আত্মজীবনী ‘জীবনের রঙ্গমঞ্চে’ বইটি বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ। তিনি ১৯৯২ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন।
অতিরিক্ত প্রশ্নোত্তর
১. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর দাও :
১.১ মহানগরীর হট্টগোল থেকে লেখিকা কোথায় এসেছেন?
উত্তরঃ মহানগরীর হট্টগোল থেকে লেখিকা বরিশালে এসেছেন।
১.২ লেখিকার বাবা কীসের পূজারি ছিলেন?
উত্তর : লেখিকার বাবা প্রকৃতির পূজারি ছিলেন।
১.৩ দক্ষিণের দরজার পাশে কি ছিল ?
উত্তরঃ দক্ষিণের দরজার পাশে ছিল ছোটো একটুকরো বাগান।
১.8 ঝুমকো গাছের ফুলকে কাদের সাথে তুলনা করা হয়েছে?
উত্তরঃ ঝুমকো গাছের ফুলকে রাধাকৃষ্ণের সাথে তুলনা করা হয়েছে।
১.৫ মহানগরীর হট্টগোল থেকে দূরে যাওয়ার পর লেখিকার অনুভূতি ব্যক্ত করো।
উত্তর : মহানগরীর হট্টগোল থেকে দূরে এসে বাঁধাধরা স্কুলজীবনের ছককাটা জীবনযাত্রার হাত থেকে মুক্তি পেয়ে, বরিশালের এক মুক্ত প্রাঙ্গণে লেখিকা অনুভব করেছেন প্রকৃতি যেন তাঁর চারপাশে নিবিড় হয়ে ঘনিয়ে এসেছে।
২. বিপরীত শব্দ লেখো : বাঁধাধরা, নিয়মিত, সুন্দর, অবরোধ, হালকা, উন্মুক্ত।
উত্তর : বাঁধাধরা —মুক্ত। নিয়মিত — অনিয়মিত। সুন্দর —কুৎসিত। অবরোধ —মুক্ত। হালকা —ভারি। উন্মুক্ত —বদ্ধ। আকর্ষণ —বিকর্ষণ।
৩. রচনায় ব্যবহৃত নিম্নলিখিত শব্দগুলি নিয়ে বাক্যরচনা করো :
বাঁধাধরা, বরিশাল, ধুলা, জলসেচন, সন্ধ্যা, গন্ধরাজ, শিঙি মাছ, বাসনপত্র।
উত্তর : বাঁধাধরা—বাঁধাধরা স্কুল জীবনের বাইরে প্রকৃতি থেকেই উপযুক্ত শিক্ষা নেওয়া যায় ।
বরিশাল—লেখিকা স্কুল জীবনের ছককাটা জীবনযাত্রার হাত থেকে মুক্তি পেয়ে বরিশালে এসেছেন।
ধুলা—মাটির ধুলার সঙ্গে লেখিকার বাবার একান্ত প্রত্যক্ষ ঘনিষ্ঠতা ছিল।
জলসেচন—নিয়মিত জলসেচন দ্বারা ফুলের বাগানটি অপূর্ব সুন্দররূপে সেজে উঠেছে।
সন্ধ্যা—সূর্য অস্ত গেছে, এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে।
গন্ধরাজ—গন্ধরাজ ফুলের সুগন্ধ মানুষের মন ভরিয়ে দেয়।
শিঙি মাছ—আমাদের পুকুরে এবার অনেক শিঙি মাছ ছাড়া হয়েছে।
বাসনপত্র—পিতলের বাসনপত্রগুলি পালিশ করায় অসাধারণ ঝকঝক করছে।
আরো পড়ুন
ভরদুপুরে কবিতা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর বাংলা
শঙ্কর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর | শ্যামল গঙ্গোপাধ্যায়
খোলামেলা দিনগুলি গল্পের প্রশ্ন উত্তর | শান্তিসুধা ঘোষ
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর | হাইনরিখ হাইনে
ঘাসফড়িং কবিতার প্রশ্ন উত্তর | অরুণ মিত্র | GhashForing Question Answer | Class 6 | Wbbse
চিঠি কবিতার প্রশ্ন উত্তর | জসীমউদ্দিন | Chithi Question Answer | Class 6 | Wbbse
হাট কবিতার প্রশ্ন উত্তর | যতীন্দ্রনাথ সেনগুপ্ত | Hat Question Answer | Class 6 | Wbbse
মরশুমের দিনে প্রশ্ন উত্তর | সুভাষ মুখোপাধ্যায় | Morsumer Dine Question Answer | Class 6 | Wbbse
পিঁপড়ে কবিতার প্রশ্ন উত্তর | Pipre Question Answer | Class 6 | WBBSE
ফাঁকি গল্পের প্রশ্ন উত্তর | Faki Question Answer | Class 6 | WBBSE
চিত্রগ্রীব এর প্রশ্ন উত্তর | Chitrogrib Question Answer | Class 6 | WBBSE
আশীর্বাদ গল্পের প্রশ্ন উত্তর | Ashirbad Class 6 Question Answer | WBBSE
এক ভুতুড়ে কান্ড প্রশ্ন উত্তর Class 6 | Ek Bhuture Kando Question Answer
বাঘ কবিতার প্রশ্ন উত্তর | Class 6 Bengali Bagh Question Answer
বঙ্গ আমার জননী আমার প্রশ্ন উত্তর | Bongo Amar Jononi Amar Question Answer | Class 6
শহীদ যতীন্দ্রনাথ দাস প্রশ্ন উত্তর | Class 6 Bengali Shahid Jatindra Nath Das Question Answer
ধরাতল কবিতার প্রশ্ন উত্তর | Dhoratol Bengali Poem Question Answer | Class 6
মোরা দুই সহোদর ভাই কবিতার প্রশ্ন উত্তর | Class 6 | West Bengal Board
হাবুর বিপদ প্রশ্ন উত্তর | Habur Bipod Question Answer | Class 6 | West Bengal Board
কিশোর বিজ্ঞানী কবিতার প্রশ্ন উত্তর | Kishore Bigyani Question Answer | Class 6 | West Bengal Board
ননীদা নট আউট প্রশ্ন উত্তর (মতি নন্দী) | Nonida Not Out Question Answer | Class 6 | Wbbse
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।