পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর | হাইনরিখ হাইনে | Pain Dariye Akashe Noyon Tuli Question Answer | Class 6 | Wbbse

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 6 এর পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের ষষ্ঠ শ্রেনীর পাঠ্যবইতে হাইনরিখ হাইনে এর লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি গল্প রয়েছে। কবিতার শেষে যে সব প্রশ্নপত্র গুলি রয়েছে তার সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি

হাইনরিখ হাইনে


লেখিক পরিচিতি

ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ জার্মান কবি হাইনরিখ। তাঁর জন্ম ১৭৭৯ খ্রিস্টাব্দে জার্মানির ডুসেলডর্ফ-এ। তিনি প্রধানত কবি হলেও, প্রবন্ধ রচয়িতা, সাহিত্য সমালোচক ও সাংবাদিক হিসাবেও তাঁর যথেষ্ট খ্যাতি ছিল। তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় ১৮১৭ খ্রিস্টাব্দে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল—হাস-রাইজে, উত্তর সাগরগীতিকা, নতুন কবিতা, জার্মানি: এক শীতের রূপকথা। তাঁর উল্লেখযোগ্য আলোচনাগ্রন্থ -ফরাসি পরিস্থিতি, রোমান্টিক কাব্যধারা, ধর্মের ইতিহাস প্রভৃতি। বিভিন্ন ভাষায় তাঁর গীতি কবিতাগুলি অনূদিত হয়েছে। পাঠ্য কবিতাটির অনুবাদক সৌমেন্দ্রনাথ ঠাকুর।

হাতে কলমে

১. কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায় ?

উত্তর : কবি হাইনরিখ হাইনের জন্মস্থান জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত ড্যুসেলডর্ফ-এ।

১.২ কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উত্তর : কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম—১) নতুন কবিতা। ২) জার্মানি : এক শীতের রূপকথা।

১.৩ কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।

উত্তর : কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম—১) ধর্মের ইতিহাস। ২) ফরাসি পরিস্থিতি।

২. ঠিক উত্তরের উপরে ‘/’ চিহ্ন দাও :

২.১ (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।

উত্তর : উত্তরে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।

২.২ যেন বরফের (সোনালি/রুপালি/সব্‌জে) কাপড় পরে….. |

উত্তর : যেন বরফের রপালি কাপড় পরে।

২.৩ মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।

উত্তর : মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ।

২.৪ জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়ঠে/রিলকে/শেক্সপিয়ার)।

উত্তর : জার্মান ভাষায় কবিতা লেখেননি শেক্সপিয়ার।

৩. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো :

৩.১ পাইন গাছ সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যায়?

উত্তর : পাইন গাছ সাধারণত শীতের দেশে পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়।

৩.২ পাইনগাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?

উত্তর : পাইন গাছ বরফের রুপালি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে।

৩.৩ পামগাছ কোথায় দাঁড়িয়ে আছে?

উত্তর : পামগাছ মরুতটে দাঁড়িয়ে আছে।

৩.৪ পাইনগাছ কী ভাবে স্বপ্ন দেখে?

উত্তর : পাইনগাছ আকাশে নয়ন তুলে, দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে।

৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

৪.১ পামগাছের বুক বেদনায় ভরা কেন?

উত্তর : পামগাছ একা নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে তপ্ত মরুতটে। তাই তার বুক বেদনায় ভরা।

8.2 পাইনগাছ কী স্বপ্ন দেখে ?

উত্তর : পাইনগাছ স্বপ্ন দেখে দূরে মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছের।

8.৩ বরফের দেশের পাইনগাছ, মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন ?

উত্তর : সে যেখানে থাকে, অধিকাংশ ক্ষেত্রে তার সেখানে ভালো লাগে না। ভাল লাগে, দূরের কিছুকে। আর এখানে বরফের অতিরিক্ত ঠাণ্ডা, পাইনগাছের কষ্ট ও যন্ত্রণার কারণ। তার কাছে, গরম দেশ বা জায়গাই স্বপ্ন দেখার বিষয়, অর্থাৎ ঠান্ডার থেকে তার কাছে গরম জায়গাই প্রত্যাশিত। তাছাড়া উভয়ের মধ্যে একটি বিষয়ে মিল আছে। তা হল নিঃসঙ্গতা। সেই জন্যই বরফের দেশের পাইনগাছ, মরুভূমির পামগাছের স্বপ্ন দেখে।

৫. ‘মরুভূমি’ ও ‘মরুতট’ শব্দদুটির লক্ষ্য করো :

মরু + ভূমি → মরুভূমি। মরু + তট → মরুতট l
একইভাবে ‘সূর্য’ ও ‘নয়ন’-এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো।

উত্তর : সূর্য + তোরণ → সূর্যতোরণ। সূর্য + সাক্ষী → সূর্যসাক্ষী। নয়ন + জল → নয়নজল। নয়ন + মণি → নয়নমণি ।

৬. সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো।

উত্তর : সমগ্র কবিতাটির মধ্যে বিশেষণগুলি হল—১) বুনো, ২) নগ্ন, ৩) রুপালি, ৪) তপ্ত, ৫) দুলে দুলে।

৭. নানারকম গাছের নাম লিখে নীচের ছকটি পূরণ করো :

উত্তর :

পার্বত্য অঞ্চলমরুভূমি অঞ্চল
পাইন, ফার, বার্চ, ওক, উইলোপাম. ফণিমনসা, খেজুর, কাঁটাগাছ

৮. পার্বত্য অঞ্চল ও মরু অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নীচের মানস মানচিত্রে কী কী শব্দ ব্যবহার করবে? তুমি এর মধ্যে যে-কোনো একটিতে মানস অভিযান গেলে কী কী জিনিস সঙ্গে নেবে? সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো।

উত্তর :

মরুভূমি অঞ্চলের ভূ প্রকৃতি ফুটিয়ে তুলতে মরুদ্যান, মরীচিকা ইত্যাদি শব্দ ব্যবহার করব। মরুঅঞ্চলে মানস অভিযানে গেলে গরমের উপযোগী পোশাক, উপযুক্ত জল, পায়ের উপযুক্ত জুতো সঙ্গে নোবো ।

মরুভূমিতে উটের পিঠে উঠে যাত্রা শুরু করলাম। খাবারও যথেষ্ট পরিমাণে নিয়েছি। যাত্রা শুরু করেছি মরুতীর্থ হিংলাজের পথে। কিন্তু এই যাত্রাপথ অত্যন্ত কঠিন। অধিকাংশই উত্তপ্ত ভয়াবহ পরিবেশের মধ্য দিয়ে শেষ পর্যন্ত জয়ী হতে পারে না কেউই। তাই বেশি দূর না গিয়ে ফিরে আসতে হবে তা জানি।

আরো পড়ুন

ভরদুপুরে কবিতা | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণীর বাংলা

শঙ্কর সেনাপতি গল্পের প্রশ্ন উত্তর | শ্যামল গঙ্গোপাধ্যায়

খোলামেলা দিনগুলি গল্পের প্রশ্ন উত্তর | শান্তিসুধা ঘোষ

মন ভালো করা কবিতার প্রশ্ন উত্তর | শক্তি চট্টোপাধ্যায়

পশুপাখির ভাষা গল্পের প্রশ্ন উত্তর | সুবিনয় রায়চৌধুরী

ঘাসফড়িং কবিতার প্রশ্ন উত্তর | অরুণ মিত্র

কুমোরে পোকার বাসাবাড়ি গল্পের প্রশ্ন উত্তর | গোপালচন্দ্র ভট্টাচার্য

চিঠি কবিতার প্রশ্ন উত্তর | জসীমউদ্দিন

হাট কবিতার প্রশ্ন উত্তর | যতীন্দ্রনাথ সেনগুপ্ত

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার প্রশ্ন উত্তর | হাইনরিখ হাইনে | Pain Dariye Akashe Noyon Tuli Question Answer | Class 6 | Wbbse”

Leave a Comment

error: Content is protected !!