উদাহরণ সহযোগে সংবেদন ব্যাখ্যা করো

উদাহরণ সহযোগে সংবেদন ব্যাখ্যা করো | সংবেদন এর উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো

উত্তর :

উদাহরণ সহযোগে সংবেদন ব্যাখ্যা করো :

সংবেদন হল উদ্দীপকের উপস্থিতিতে সৃষ্ট উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বােধ। বাহ্যিক পরিবেশের কোনাে উদ্দীপক ব্যক্তির চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক বা জিহ্বার সংস্পর্শে এলে ওই ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত অন্তর্বাহী নার্ভের বহিঃপ্রান্ত উদ্দীপিত বা উত্তেজিত হয় এবং সেই উদ্দীপনা বা উত্তেজনা নার্ভীয় আবেগ হিসেবে নার্ভের মাধ্যমে যখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দিষ্ট কেন্দ্রে পৌছােয়, তখন ওই উদ্দীপক বিষয়ে এক বিশেষ ধরনের চেতনা জাগে, একেই বলে সংবেদন।

বিশিষ্ট মনােবিজ্ঞানী অধ্যাপক সালি (Sully)-এর মতে, একটি অন্তর্বাহী নার্ভের গ্রাহক-অঙ্গের সঙ্গে যুক্ত প্রান্ত উদ্দীপিত হলে যখন ওই উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয়, তখন তার দ্বারা সৃষ্ট সহজ মানসিক প্রক্রিয়া হল সংবেদন। উদাহরণস্বরূপ বলা। যায়, আমাদের আশেপাশে কোনাে শব্দ সৃষ্টি হলে সেটি আমাদের কর্ণপটহের ওপর বিশেষ উত্তেজনার সৃষ্টি করে এবং সেই উত্তেজনা। অডিটরি নার্ভ দিয়ে বাহিত হয়ে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌছােলে। শব্দের যে প্রাথমিক চেতনা হয়, তাই হল সংবেদন।

সংবেদন-এর উপাদান :

সংবেদন সৃষ্টির ক্ষেত্রে পাঁচটি উপাদান সহায়ক ভূমিকা পালন করে। নীচে ওইগুলির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল । 

[1] উদ্দীপক : বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবেশের কোনাে অবস্থাগত পরিবর্তন যখন কোনাে-না-কোনাে ভাবে প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তাকে উদ্দীপক বলে। বাহ্যিক উদ্দীপকের উদাহরণ হল আলাে, শব্দ, তাপ ইত্যাদি। আবার অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ হল, চাপ, ব্যথা, ক্ষুধা, তৃষা, হরমােনের কাজ ইত্যাদি।

[2] গ্রাহক অঞ্জ : সেনসরি নার্ভ বা সংজ্ঞাবহ স্নায়ুর বহিঃপ্রান্তে অবস্থিত যে দেহাংশ উদ্দীপনা গ্রহণ করে উত্তেজিত হয় এবং সেনসারি নার্ভে তথা সংজ্ঞাবহ স্নায়ুতে উদ্দীপনার সৃষ্টি করে তাই হল গ্রাহক-অঙ্গ।

[3] সংজ্ঞাবহ স্নায়ু বা অন্তর্বাহী নার্ভ : এই জাতীয় নার্ভ স্নায়ু স্পন্দন বা নার্ভীয় আবেগ বহন করে মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডে। তথা স্নায়ুকেন্দ্রে নিয়ে যায়। 

[4] স্নায়ুকেন্দ্র: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হল মস্তিষ্ক ও সুষুম্নকাণ্ড। গ্রাহক-অঙ্গ থেকে উদ্দীপনা বা নার্ভীয় আবেগ অন্তর্বাহী নার্ভের মাধ্যমে সুষুম্নাকাণ্ডে বা মস্তিষ্কে পৌছােলে, উদ্দীপক সম্পর্কে প্রাথমিক বােধ জাগে। আর তাই হল সংবেদন।

[5] প্রতিক্রিয়া : উদ্দীপকের প্রভাবে ইন্দ্রিয় উত্তেজিত হয়ে সেই উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌছােলে তার পরিপ্রেক্ষিতে প্রাণীর মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। উদাহরণস্বরূপ ব্যক্তি যখন একটি বস্তু দেখে, তখন সেই বস্তুটি থেকে প্রতিফলিত আলােকরশ্মি ব্যক্তির চোখের মধ্যে অবস্থিত রেটিনাতে গিয়ে পড়ে। রেটিনার সাথে যুক্ত অপটিক নার্ভের প্রান্ত তখন উদ্দীপিত হয় এবং সেই উদ্দীপনা মস্তিষ্কের দর্শন কেন্দ্রে সঞ্চালন করে। এর ফলে ব্যক্তি বস্তুটির সম্পর্কে সংবেদন লাভ করে। অর্থাৎ বস্তুটিকে প্রত্যক্ষ করে বা দেখতে পায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment