Class 9 First Unit Test Exam Bengali Suggestion 2022 | নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা সাজেশন

Dear students, Class 9 First Unit Test Exam Bengali Suggestion 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা সাজেশন নিয়ে এসেছি।

First Unit Test Exam Suggestion 2022

Bengali (বাংলা)

Class 9 (নবম শ্রেনী)


Class 9 First Unit Test Exam Bengali Suggestion 2022

কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি :

১. ‘দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার’-কখন এবং কেন এরকম হয়েছিল ?

২. বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। – রড় শব্দের অর্থ কি? কোথায় প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল এবং তাদের পরিণতি কি হলাে?

৩. ‘চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ-উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করাে। 

৪. জৈমিনি কে? কলিঙ্গবাসীর জৈমিনি কে স্মরণের কারণ কি? 

৫. ঈশানে উডিল মেঘ সঘনে চিকুর- ‘ঈশান’ শব্দটির অর্থ লিখে উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করাে?

৬. ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল তা ব্যাখ্যা করাে।

ধীবর -বৃত্তান্ত :

১. ‘তা তাের জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।’-বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ? ওই ব্যক্তির প্রতিক্রিয়া কি ছিল ? 

২. শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়।-কোন রাজসভার শকুন্তলা অপমানিত হন? তার অপমানিত হওয়ার কারণ কি?

৩. “কিভাবে এই আংটি আমার কাছে এলাে- তা বললাম।” —বক্তা আংটি পাওয়ার। প্রসঙ্গে কি বলেছিল লেখাে।

৪. “তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে” -কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল ? 

৫. ‘ধীবর-বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখ।

ইলিয়াস :

১. “প্রতিবছরই তার অবস্থার উন্নতি হতে লাগলাে –কার অবস্থার, কিভাবে উন্নতি হতে লাগলাে? 

২. “ইলিয়াস তাে ভাগ্যবান পুরুষ;” -কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়? এই উক্তি তুমি সমর্থন কবাে কি না যুক্তিসহ লেখ? 

৩. “ইলিয়াসের অতিথি-বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলাে।”- কার কথা বলা হয়েছে ? সে কি করেছিল? ইলিয়াসের জীবনে তার কি প্রভাব পড়েছিল ?

৪. “ভাগ্য যেন চাকার মতাে যােবে”– কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করাে?

৫. ইলিয়াস গল্পে বৃদ্ধ দম্পতির কি কি বিষয়ে দুশ্চিন্তা হত ?

৬. ‘অতিথিরা হেসে উঠলাে।’- কার, কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল ? অতিথিদের হাসি শুনে ইলিয়াস কি বলেছিল ?

দাম :

১. “স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলােক। – এখানে কার কথা বলা হয়েছে ? তিনি কেন বিভীষিকা ছিলেন?

২. দাম গল্পটি নামকরণ কতটা সার্থক সংক্ষেপে আলােচনা করাে। 

৩. “আমি সুযােগটা ছাড়তে পারলুম না। কোন সুযােগের কথা বলা হয়েছে ? সুযােগটা তিনি ছাড়তে পাবেননি কেন ? সেখানে বক্তা কি করেছিলেন ? 

৪.নারায়ণ গঙ্গোপাধ্যাযেব ‘দাম’ গল্পটি ছাত্র-শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল– আলােচনা করাে।
অথবা
‘দাম’ গল্প অবলম্বনে ছাত্র শিক্ষক সম্পর্ক বিষয়ে তােমার মনােভাব প্রকাশ করাে। 

৫. “সভায় জাঁকিয়ে বক্তিতা করা গেল। বক্তৃতাটির বর্ণনা দাও এবং এতে শ্রোতাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল ?

নােঙ্গর :

১. “সারারাত মিছে দাড় টানি/মিছে দাঁড় টানি।’’– দাড়টানা কি কবি মিছে বলেছেন কেন ? 

২. “আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে। কথাটির তাৎপর্য লেখ। 

৩. সারারাত মিছে দাঁড় টানি – কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন ? তার পবেও কবি দাঁড় টেনে যান কেন ? 

৪. “নােঙর গিয়েছে পড়ে তটের কিনাবে”- নােঙর’ বলতে কী বােঝাে ? নােঙর তটের কিনারায় পড়ে গিয়েছে বলতে কী বােঝানাে হযেছে ?

৫. ‘নােঙ্গর’ কবিতাটির মমার্থ নিজের ভাষায় লেখ ?

Read Also:

Class 9 English 1st Unit Test Question 2022

Class 9 Physical Science (ভৌতবিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 9 Life Science (জীবন বিজ্ঞান) 1st Unit Test Question 2022

Class 9 History (ইতিহাস) 1st Unit Test Question 2022

Class 9 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022

Class 9 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022

Class 9 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “Class 9 First Unit Test Exam Bengali Suggestion 2022 | নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা সাজেশন”

Leave a Comment